![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভাল বাসুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ঘুষ,দুর্নীতির সাথে নিজেকে সম্প্রক্ত করবেন না,এটা আপনার আমার নৈতিক দায়িত্ব।
বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর চরিত্রঃ
১ আওয়ামীলিগ বদ্ধ পুকুরের ডোরা কাটা গজাল মাছ।
২ বি এন পি ।। ।। বোয়াল মাছ।
৩ জাতীয় পার্টি ।। ।। মাগুর মাছ ।
জামাতে ইসলাম ।। ।। মাইট্টা সাপ ।
আর আমরা জনগন এই পুকুরের পুটিমাছ। এদের হাত থেকে আমাদের কোণ দিনই নিস্তার নাই।
বিঃদ্রঃ- সেনাবাহিনী বন্যা সদৃশ এরাই পারে এই পূটিদের জান বাচাতে।।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
ফুরব বলেছেন: দলগুলোর প্রত্যেকটাই রাক্ষুসে মাছ। জনতা এদের মৎস্যানায়ের শিকার।
২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০
উড়োজাহাজ বলেছেন: সেনা শাসন ভালই লাগে। মিছল মিটিং নাই। আন্দোলন নাই। আন্দোলন হলে্ও নলি গুড়া করে দেয়। গণতন্ত্রের চেয়ে অনেক ভাল। সমস্যা হোল যদি সেনা শাসক দেশপ্রেমিক না হয়ে নিজের স্বার্থ দেখে। দেশে একজন দেশপ্রেমিক একনায়ক দরকার।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
ফুরব বলেছেন: চোর বাটপার এর গণতন্ত্রের চেয়ে সেনা শাসন অনেক বেশী শ্রেয়।
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
পেন্সিল চোর বলেছেন: আমরা হইলাম ভাই কই মাছ।এত সমসার মধ্যেও বাইচা আছি
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
ফুরব বলেছেন: জনতার উচিত এই চোর[ রাজনৈতিক নেতাদের] রাস্তায় ফেলাইয়া পিটাইয়া মেরে ফেলা।।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
জাহাজ ব্যাপারী বলেছেন: দলগুলোর প্রত্যেকটাই রাক্ষুসে মাছ। জনতা এদের মৎস্যানায়ের শিকার।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০
ঢাকাবাসী বলেছেন: কোন পার্টি কিভাবে ঐ মাছগুলোর মত হলো তা একটু বুঝিয়ে দিবেন?