নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

১৯৭২-এর স্বাধীনতার ঘোষণা পত্র ২০২৪-এর অর্জন না

০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:১৪


৭২-এর রক্তস্নাত সংবিধান বাতিল করে । নিজেদের আদর্শের সংবিধান রচনা করতে চায় এরা‼️বাংলাদেশের পতাকা বদলে দিতে চায়! বাংলাদেশের জাতীয় সংগীত ভালো লাগেনা এদের!জাতিয় শ্লোগানে গায়ে ফোস্কা পরা প্রজন্ম এই অতি জ্ঞানী প্রাণী গুলো!

এদের প্রিয় শ্লোগান হলো, তুমি আমি সবাই রাজাকার, পাকিস্তান পায়েন্দাবাদের আদলে বাংলাদেশ পায়েন্দাবাদ প্রতিষ্ঠিত করতে চায়‼️রাষ্ট্র কাঠামো তালেবানি গুহায় নিয়ে যেতে চাওয়া হিংস্র গোষ্ঠীর উত্তরাধিকার এরা!

এদের এতটাই দুঃসাহস ৭১-এর প্রক্লোমেশনের যায়গায় ২০২৪/এর লাল বিপ্লবকে প্রতিস্থাপন করার স্পর্ধা দেখায় ‼️৩০লক্ষ শহীদের এক সাগর রক্তের অবমাননা করাকে সমর্থন করে । ৩ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে ফান করতে চায়! বিজয় দিবস পালন করে পাকিস্তানি নর্তক নর্তকীদের নিয়ে উপহাসে । কোন কোটায় পাকিস্তানি গায়ক/গায়িকা আসে !আমাদের কোন মেধাবী শিল্পী নেই । কি প্রমান করতে চায় এরা⁉️

বাংলাদেশের ‘ স্বাধীনতার ঘোষণাপত্র’। লিপিবদ্ধ করা আছে আমাদের সংবিধানে । যদি নতুন কোন ঘোষণাপত্র কিংবা সংবিধান রচনা করতে হয় । তাহলে কোন ভুখন্ড দখল করে । নতুন মানচিত্রের সৃষ্টি করে । জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা । যা যা দরকার তারা করুক । ৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশ কারো দয়ার দান নয়। এই মাটি আমার পুর্ব পুরুষের রক্তে রঞ্জিত । আমার মত শত সহস্র কোটি মানুষের আপন জনের ত‍্যাগের বিনিময়ে অর্জিত ।যদি প্রয়োজন হয় আমারা আমাদের রক্ত দিয়ে তা রক্ষা করবো ইংশাআল্লাহ্।



বাংলাদেশের মাটিতে পরাজিত হায়েনাদের কোন স্থান নেই। পরাজিত অপশক্তির আদর্শ ধারন করা নব‍্য রাজাকারদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবেনা। এই ব‍্যাপারে কোন আপোষ নাই। সর্বশক্তিমান আমাদের সহায় ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.