| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রাতের পর রাত
দিনের পর দিন
তোমার আমার যত কথা
সবই অর্থহীন!
২.
আমার কাছে এসো না
মিষ্টি করে হেসো না
চলেই যদি যাবে তবে
এখন ভালবেসনা।
৩.
এটাই আমার শেষ কথা
শুনে তুমি রাখ
ঐ মেয়ে কে সাথে নিয়ে
তোমার মত থাক!
০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৫
গ্য।গটেম্প বলেছেন: ধন্যবাদ!![]()
২|
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০১
নৃ-নৃ বলেছেন: চমৎকার!!
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১৯
গ্য।গটেম্প বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪
জলপরী১৮ বলেছেন: দারুন তো!!!! ++++