নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

পরে

গ্য।গটেম্প

না

গ্য।গটেম্প › বিস্তারিত পোস্টঃ

অফিসে বসে হাবিজাবি লেখা

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮

বাসা থেকে বের হতে তেমন একটা ভাল লাগেনা।কালকে আপু বেইলি রোড যাবে।ভাবলাম সাথে যাই,টুকটাক কেনাকাটা আছে,movenpick এর আইসক্রীম ও খাওয়া যাবে।সাথে ছোট বোন ও গেল। সবসময় সুইস চকোলেট টা খাই,ভাবলাম অন্য ফ্লেভার টেস্ট করি।আমার ছোট বোন অন্য কিছু খাবে ই না। চকোলেট ই নিল।আপু নিল হ্যাজেল নাট। আর আমি নিলাম stracciatella।





সিংগেল স্কুপ।চকোলেট ফ্লেভার নিয়ে সন্দেহ নেই। আর হ্যাজেল নাট ও ভালই লাগে। কিন্তু আমারটা সুপার ফ্লপ হয়ে গেল। খেতে ভাল না আবার বিশ্রি একটা গন্ধ।খাওয়ার পর তাই আরেকটা সুইস চকোলেট খেতে চাইলাম। লোকটাকে ডেকে বললাম এটা ভাল না,সুইস চকোলেট দেন!লোকটা অবাক হয়ে গেল।কারণ এভাবে কেউ বলে না।তারপর সুইস চকোলেট খেলাম,এত্ত মজা।



এরপর আরেকটা খেতে চেয়েছিলাম।আপু বলল আর না খেতে:((



অফটপিক:শনিবার অফিসে বসে প্রথম আলোর 'ছুটির দিনে' দেখলে মাথা টা গরম হয়ে যায়!!

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০১

কালোপরী বলেছেন: আমি অফিস ফাকি দিয়েছি :P :P

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

গ্য।গটেম্প বলেছেন: এটা আমাকে না বললেও পারতেন। :( :((

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: হ্যাজেল নাট ফ্লেভারটা খুব টেস্টু :D

'ছুটির দিনের রাশি পড়েন মন ঠান্ডা হয়ে যাবে :)

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

গ্য।গটেম্প বলেছেন: হা আপুরটা থেকে বেশিরভাগ আমরা দুইজনই খেয়ে নিছি।

ছুটির দিনে ঘৃণা করি :( :((

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

শামসুন বলেছেন: আমি সবসময় বাটারস্কচ টাই ট্রাই করি।

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১০

গ্য।গটেম্প বলেছেন: বাটারস্কট টা ছিল কিনা সিওর না।

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১০

গ্য।গটেম্প বলেছেন: বাটারস্কচ*

৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

কক বলেছেন: অফিসে বসে আমার জিভে লোল এনে দিলেন?

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:২০

গ্য।গটেম্প বলেছেন: ফেইসবুক লিন্ক দিলেন কেন।অফিসে ব্লক।দুঃখ আর বাড়াইয়েন না :((

৫| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

মোঃ জুম্মা বলেছেন: আইক্রিমের লোভে ফেলে দিলেন। :)

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:২০

গ্য।গটেম্প বলেছেন: আমার মত গুগলে আইসক্রীমের ছবি দেখেন :-B

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৩

ফারজানা শিরিন বলেছেন: খাবো ।

ঠান্ডা ক্রীমে প্লাস ।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

গ্য।গটেম্প বলেছেন: হুমম,ইয়াম্মি :)

৭| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রিফাত হোসেন বলেছেন: একটা গাড়ি কিনার ইচ্ছা ছিল । :)

৩-৪ লাখ এ সেকেন্ড হ্যান্ড এর উপযোগী খুজছি ।

আমি ঢাকায় অল্প সময়ের জন্য আসি কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারিনা আর তার উপর মোটা অংকের ভাড়া তো যায়ই !


গ্য।গটেম্প বলেছেন: আমি পুরোনো গাড়ি কিনে ভুক্তভোগী।যত টাকা বাঁচিয়ে পুরোনো গাড়ি কিনবেন তার চেয়ে অনেক বেশি টাকা মাসে মাসে গাড়ির পেছনে খরচ হবে।আমাকে অনেকে বলেছিল,কিন্তু নিজের সাথে না হলে কেউ বুঝেনা!মাসে ৬০ হাজার টাকাও কোন কোন মাসে চলে যায়।

আপনি বলেছিলেন কোন একটি ব্লগে এই রকম খরচ হয়, কি ধরনের হতে পারে বা কি রেঞ্জের কিনলে সেইফ এ থাকা যাবে বলবেন কি ?

ঢাকাতে পাবলিক ট্রান্সপোর্ট উপযোগী হলে সেটাই ব্যবহার করতাম । :( কিন্তু একে তো পাই না তার উপর যাবে না , ভাড়া বেশী ইত্যাদি । আর সময় তো যায়ই ।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৪

গ্য।গটেম্প বলেছেন: আসলে গাড়ির কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে।সেনেন্ড হ্যান্ড গাড়ি কিনলে পরিচিত কারো কাছ থেকে কেনা ভাল যে কিনা অচল জিনিস দিবেনা।তবে কিছু না কিছু কাজ করানোই লাগে।কম বেশি।তাই সামর্থ্য থাকলে আমি নতুন গাড়ি কেনা প্রেফার করি।সেটা সম্ভব না হলে কম ইউস করা গাড়ি ট্টাই করেন।সেইম রেন্জ এ কিনলেও কন্ডিশনের উপর নির্ভর করে যে কোনটা ভাল চলবে। গাড়ি টা আসলেই এখন খুব দরকারি হয়ে গেছে,বিলাসিতা না।পাবলিক ট্রান্সপোর্ট আসলেই খুব ডিফিকাল্ট হয়ে গেছে।আর জায়গায় জায়গায় রিকশা বন্ধ:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.