| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ব দিগন্তে আলোর সুষমা তখনো পরিপূর্ণ রূপে ফুটে উঠেনি।অথচ বনে বনে পাখিদের হৃদয়ে তার গোপন আগমনী সবার অলক্ষে ছড়িয়ে পড়ল।বনান্তরালে তাদের মধুর কন্ঠে ধ্বনিত হয়ে উঠল দিবারম্ভের কলমুখরিত আনন্দ রাগিণী।আর দেরি নেই , কিছুক্ষণের মধ্যেই পূর্ব দিগন্তে রাখালের বেশে আবির্ভূত হবে সকাল,একটি শীতের সকাল।
নাহ,শীতের সকালের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার এ লেখা না।এটা ১৫ বছর আগে পড়া 'শীতের সকাল' রচনার সূচনা যেটা কোন এক লেখক তার বই এ প্রকাশ করেছিলেন এবং পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আমি সেটা মুখস্থ করেছিলাম।
আমি এবং আমার মত আরো অনেকের শৈশব এবং কৈশোর ধ্বংস করার জন্য
আমি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাই!
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
গ্য।গটেম্প বলেছেন: আসলে সংস্কারের চিন্তা যাদের তারা যতক্ষণ না সোচ্চার হবে ধিক্কারে কোন কাজ হবে না।তবে আমাদের মত সাধারণ জনগণের ধিক্কার জানানো ছাড়া আর কিছু করারও নেই।
২|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: কেমন শিক্ষা ব্যবস্থা চান, তার একটা রূপরেখা বা কাঠামোর নির্দেশনা থাকলে ভাল হতো।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: ধিক্কারে কি কাজ হবে? সংস্কার দরকার। সংস্কারের জন্য পদক্ষেপ দরকার। যাদের এটা করা দরকার তাদের ধিক্কার দিলে ঠিক আছে। শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার দিয়ে কোন লাভ হবে না।