| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন এগিয়ে চলে,লক্ষ্য পরিবর্তন হয়।হয়ত আজকে আমি যেটার পিছু ছুটছি কালকে সেটি হবে আমার কাছে সম্পূর্ণ গুরত্বহীন। সময়ের আবর্তনে কখনো রিকশার গন্তব্য দোয়েল চত্বর থেকে শাপলা চত্বরে পরিবর্তিত হয়। অদূর ভবিষ্যতে হয়ত এমন গন্তব্য অপেক্ষা করে যেখানে রিকশা করে পৌছান সম্ভব না। আমরা কেউ ই জানি না কি অপেক্ষা করছে। আমরা বর্তমানেই বাস করি। অতীত ছিল অতীতের বর্তমান, ভবিষ্যত হবে ভবিষ্যতের বর্তমান। গন্তব্য যখন পরিবর্তিত হয়ে যায় তখন চেনা জিনিসগুলো হয়ে ওঠে অচেনা।মূল্যবান হয়ে যায় মূল্যহীন, মূল্যহীন হয়ে ওঠে মূল্যবান। মূল্য আপেক্ষিক,জীবন অদ্ভুত এবং বহমান।
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৯
গ্য।গটেম্প বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: শেষের লাইনটা ভালো লেগেছেন- মূল্যবান হয়ে যায় মূল্যহীন, মূল্যহীন হয়ে ওঠে মূল্যবান। মূল্য আপেক্ষিক,জীবন অদ্ভুত এবং বহমান।