নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাস ফড়িং

গ্রাস ফডিং

আমি সবসময় ইতিবাচক মনভাবাপন্ন।

গ্রাস ফডিং › বিস্তারিত পোস্টঃ

T-20 2014, বাংলাদেশ শেষ পর্যন্ত আয়োজক হতে পারবে!?!

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪







গতকাল ই এস পি এন এ হেডলাইন দেখে নিজেকে সামলে নিতে খুব কষ্ট হয়েছে।

হেডলাইনটি ছিল এমনঃ

Bangladesh hosting of World T20 in doubt

পুরো একটা বিশ্বকাপ আয়োজক হবে বাংলাদেশ এ কথা যে দিন এ দেশের মানুষ শুনেছিল, সে ক্রিকেট প্রেমীরা অসম্ভব খুশি হয়েছিল। কিন্তু আজ এই খবরও ক্রিকেট প্রেমীদের ব্যথিত করেছে নিঃসন্দেহে।



বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করবে টি-২০ বিশ্বকাপ ২০১৪। কক্সবাজার সমুদ্র সৈকতকে আমরা বিশ্বে র কাছে নতুন করে তুলে ধরব। আমাদের পর্যটনকে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হলে এ দেশের মানুষ দায়িত্বশীল সরকারকে কখনও ক্ষমা করবে না।

কারন মানুষের প্রানের দাবির সঠিক মূল্যায়ন করবে এবং যথা সময়ে সকল কাজ সমাপ্ত হবে এটা আমরা সকল ক্রিকেট প্রেমীরা আশা করি।

সকল সোসাল মিড়িয়ায় সোচ্ছার কন্ঠ আশা করি সরকারের কর্তাব্যক্তিদের আরো সচেতন করে তুলবে।

এ আশা আমরা করতে পারি।

আশা করি আমরা সবাই সোচ্ছার হব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

২| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সবুজ-ভাই বলেছেন: আমাদের পর্যটনকে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হলে এ দেশের মানুষ দায়িত্বশীল সরকারকে কখনও ক্ষমা করবে না।


এর অর্থ বুঝতে পারিনি । আর বাংলাদেশের কোন সেই জনগন যে সরকারকে ক্ষমা করে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.