![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা
ক্ষমতা আমার চাই!!!
যে কোন উপায়,লাগুক যে কোন উপায়।।
কখনো পুলিশের ভয় দেখিয়ে
গুন্ডা পান্ডা লাগিয়ে,শোষন পেষন করিয়ে
বসে আমার থাকতেই হবে ঐ যে আসনটায়!!
যে কোন উপায়, লাগুক যে কোন উপায়!
আবার,,,কখনো পেট্রোল বোমা ছুড়ে...
ককটেল-বোমার জোরে
যেতে হবে ক্ষমতায়,
যে কোন উপায় লাগুক,যে কোন উপায়।।
ক্ষমতা যখন মূল লক্ষ্য আমার রাজনীতিকের
জনতা তখন ভোগ্য পণ্য... অশ্লীল বিবেকের।।
জনতা আমার সাথেই আছে,
আমার পিছে পিছে......
আমি থাকবো ক্ষমতায়,
কার কি আসে যায়?????
যে কোন উপায়,লাগুক যে কোন উপায়।।
জনতার করুন চাহনি, অসহায় আর্তনাদ...
পৌছায় না ওদের কানে, করেনা কর্ণপাত।
ওদের এসব ভাবার সময় কই?
আমরা যতই চেয়ে রই!!!
এযে মিথ্যে আশা, মিথ্যে স্বপ্ন,মিথ্যে অহংকার
রাজনীতিকরা গড়বে স্বদেশ,এযে অশ্লীল হাহাকার।।
জনতা পিছে কেন আছ???
সামনে তুমি আস!!!
তোমার দু'পায়ে ভর দিয়ে এগুবে আমার স্বদেশ।
যতকাল তুমি পিছে রবে,
ওরা তোমায় করবে যে নিঃশেষ।।
আমি স্বপ্ন দেখি সুদিনের...........
ক্ষমতায় জনতা......!!!
জনতার হাত ধরে এগুচ্ছে দেশটা।।।
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
গাজী মাহফুজ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালো
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
গাজী মাহফুজ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মামুন ইসলাম বলেছেন: কবিতায় ++
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
গাজী মাহফুজ বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
মাঝিবাড়ি বলেছেন: আমি এ+ দিব, চমৎকার
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
গাজী মাহফুজ বলেছেন: এ+ বেশী হয়ে যাচ্ছে.....
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন হয়েছে ভালো লাগলো