নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

আমাদের এই আজব দুনিয়ায় কত কি ঘটে চলেছ !! চমকে দেওয়া মজাদার তথ্যগুলি দেখুন....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪



** রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পর থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার কমে গেছে!!

** সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থাই অর্ধনমিত করা হয় না।। কারন, এতে পবিত্র কালেমা রয়েছে।।
.
** হাড়ের মধ্যে ৭৫% জল।
.
** সবথেকে লম্বা ঘাস হল বাঁশ।
.
** ২৪ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!
.
** প্রজাপতির চোখের সংখ্যা ১২০০টি।
.
** অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/ টানতে পারবে!!
এতে কোনো বাধা নেই!!
.
** ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!!
.
** একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়!
.
** একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন?? ১,২০০,০০০!!
.
** প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওই বিশেষ
পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়!! পোশাকটার নাম স্কার্ট!!
.
** প্রতিদিন মানুষের রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!
.
** প্রতিদিন মানুষের হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!
.
** প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!
.
** পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।
.
** গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
.
** চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
.
** মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান।
.
** শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!!
.
** ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!!
.
** জল ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে?? মরুর জাহাজ খ্যাত উট?? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর??
জানি অনেকেই ভুল করবেন।। কিন্তু সত্যি হলো জল ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!!
.
...তথ্যসূত্র....ইন্টারনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.