নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ ?? মরে যেতে ইচ্ছে করে ?? তাহলে এই ব্লগটি ঠিক আপনার জন্য !! আগে পড়ুন তারপরই না হয় কোনো সিদ্ধান্ত নেবেন !!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

কতটুক বাঁচবেন !
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+ !
এক বছরে ৩৬৫ দিন হয় ! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড !
খুব বেশি সময় নিয়ে আসেননিতো !
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে !
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন !
একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় ! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না !
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো !
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই !?
ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায় ! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন !
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন !
নদীর ঢেউ অনুভব করুন !
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন !
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন !
স্রষ্টাকে স্মরণ করুন
কাউকে প্রাণ ভরে ভালবাসুন কাউকে ভালবাসার সুযোগ করে দিন
পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন
হ্যাপ্পি লাইফিং ! ! !
.
....কৃতজ্ঞতা স্বীকার :: রাজকমল জয়সোয়াল, ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার কি কখনো এরকম অনুভূতি হয়েছিল?

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

গেছো দাদা বলেছেন: হ্যাঁ ... অনেকবার । আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই ।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

আবু তালেব শেখ বলেছেন: ধর্মকর্ম কিছু করা লাগবে না?
এটা নাস্তিকিয় মতবাদ নইতো?

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

গেছো দাদা বলেছেন: //স্রষ্টাকে স্মরণ করুন//..... এই লাইনটি কি আপনি দেখেন নি ?

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি এদিক দিয়ে লাকি। আমার খুব খারাপ সময়েও মরার কথা চিন্তা হয় না। আজকাল ডিপ্রেশন খুব বাড়ছে বিশ্বে।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

গেছো দাদা বলেছেন: সত্যিই তাই .... মানুষ অবুঝের মতো কেন যে আত্মহত্যা করে বসে !

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

শিখণ্ডী বলেছেন: আপনার পরামর্শগুলোর প্রায় সব কটি আমি সচারচর স্বতঃস্ফুর্তভাবেই করে থাকি। তাইলে আমি একশো পার করব না কি বলেন? :-B

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

গেছো দাদা বলেছেন: আপনি দীর্ঘায়ু হন ...... স্রষ্টার কাছে এই প্রার্থনা করি ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: যখন আসি, তখন এক বন্ধু বলেছিল, যাচ্ছিস না তো বাড়াচ্ছিস নিজের আয়ু!! সেই বাড়তি আয়ু নিয়েই আজও পৃথিবীর সব রুপ-রস আহরন করে চলছি।। মুক্তও হয়েছি, অনেক ভার থেকে।।

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩১

কালীদাস বলেছেন: সুখে থাকলে ভুতে কিলায়: শত বছরের ডায়লগ; এমনে এমনে?

৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার সাপ্লাই ঠিক মত না থাকলে যেগুলো বলেছেন সেগুলো করা কঠিন হয়ে যায়...

৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: যখন মইরা যাইতে মঞ্চায় তখন আর এইসব মনে থাকে না। তাই মরন ঠেকাইতে লাইফের সিকুইরিটি দরকার।

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আমার কাছে ভালো লাগে।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

মেহেদী হাসান তামিম বলেছেন: মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে। তবু চলুন মরি অন্তত একবারমরিতে চাহিনা এ সুন্দর ভুবনে। তবু চলুন মরি অন্তত একবার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.