নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটুক বাঁচবেন !
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+ !
এক বছরে ৩৬৫ দিন হয় ! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড !
খুব বেশি সময় নিয়ে আসেননিতো !
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে !
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন !
একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় ! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না !
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো !
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই !?
ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায় ! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন !
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন !
নদীর ঢেউ অনুভব করুন !
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন !
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন !
স্রষ্টাকে স্মরণ করুন
কাউকে প্রাণ ভরে ভালবাসুন কাউকে ভালবাসার সুযোগ করে দিন
পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন
হ্যাপ্পি লাইফিং ! ! !
.
....কৃতজ্ঞতা স্বীকার :: রাজকমল জয়সোয়াল, ইন্টারনেট
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬
গেছো দাদা বলেছেন: হ্যাঁ ... অনেকবার । আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই ।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬
আবু তালেব শেখ বলেছেন: ধর্মকর্ম কিছু করা লাগবে না?
এটা নাস্তিকিয় মতবাদ নইতো?
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫
গেছো দাদা বলেছেন: //স্রষ্টাকে স্মরণ করুন//..... এই লাইনটি কি আপনি দেখেন নি ?
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি এদিক দিয়ে লাকি। আমার খুব খারাপ সময়েও মরার কথা চিন্তা হয় না। আজকাল ডিপ্রেশন খুব বাড়ছে বিশ্বে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
গেছো দাদা বলেছেন: সত্যিই তাই .... মানুষ অবুঝের মতো কেন যে আত্মহত্যা করে বসে !
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২
শিখণ্ডী বলেছেন: আপনার পরামর্শগুলোর প্রায় সব কটি আমি সচারচর স্বতঃস্ফুর্তভাবেই করে থাকি। তাইলে আমি একশো পার করব না কি বলেন?
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯
গেছো দাদা বলেছেন: আপনি দীর্ঘায়ু হন ...... স্রষ্টার কাছে এই প্রার্থনা করি ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: যখন আসি, তখন এক বন্ধু বলেছিল, যাচ্ছিস না তো বাড়াচ্ছিস নিজের আয়ু!! সেই বাড়তি আয়ু নিয়েই আজও পৃথিবীর সব রুপ-রস আহরন করে চলছি।। মুক্তও হয়েছি, অনেক ভার থেকে।।
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩১
কালীদাস বলেছেন: সুখে থাকলে ভুতে কিলায়: শত বছরের ডায়লগ; এমনে এমনে?
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার সাপ্লাই ঠিক মত না থাকলে যেগুলো বলেছেন সেগুলো করা কঠিন হয়ে যায়...
৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: যখন মইরা যাইতে মঞ্চায় তখন আর এইসব মনে থাকে না। তাই মরন ঠেকাইতে লাইফের সিকুইরিটি দরকার।
৯| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আমার কাছে ভালো লাগে।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
মেহেদী হাসান তামিম বলেছেন: মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে। তবু চলুন মরি অন্তত একবারমরিতে চাহিনা এ সুন্দর ভুবনে। তবু চলুন মরি অন্তত একবার
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার কি কখনো এরকম অনুভূতি হয়েছিল?