নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে অবস্থিত জম্মু-কাশ্মীরের আয়তন ১০১৩৮০ বর্গ কিলোমিটার যার ১৫ শতাংশ কাশ্মীরে,২৬ শতাংশ জম্মুতে এবং ৫৯ শতাংশ লাদাখে অবস্থিত। ৮৫০০০ বর্গ কিমি.এলাকা ( প্রায় ৮৫% এলাকা) মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়। এরাজ্যের লোক সংখ্যা ১.২৫ কোটি যার ৬৯ লক্ষ কাশ্মিরী (যাদের মধ্যে৫৫ লাখ মানুষ কাশ্মিরী বলে,১৩ লাখ কাশ্মিরী বলে না), জম্মুর ৫৩ লাখ যারা ডোগরি,পাঞ্জাবি এবং হিন্দি বলে, লাদাখি ৩ লাখ মানুষ যারা লাদাখি বলে। এর বাইরে ৭.৫ লাখ লোক রয়েছে যাদের নাগরিকত্ব নেই। এখানে ২২টি জেলা রয়েছে যাদের মধ্যে মাত্র ৫টি জেলায়( শ্রীনগর, অনন্তনাগ,বারামুল্লা,কুলগাঁও এবং পুলওয়ামা )বিচ্ছিন্নতাবাদীরা রাজত্ব করে। বাকি ১৭টি জেলাই ভারতপন্থী অর্থাৎ মাত্র ১৫ শতাংশ সুন্নি মুসলমানরা বিচ্ছিন্নতাবাদী। আরোও অবাক করা কথা হলো, এই পাঁচ জেলাই পাকিস্তান বর্ডার/নিয়ন্ত্রণরেখা থেকে বহুদূরে অবস্থিত। এখানে প্রধানত ১৪ টি জাতি-ভাষাভাষী লোক রয়েছেন যারা জনসংখ্যার ৮৫ শতাংশ এবং ভারতপন্থী। এরা হলো,শিয়া,ডোগরা(রাজপুত,ব্রাহ্মণ, মহাজন),কাশ্মিরী পন্ডিত,শিখ,বৌদ্ধ(লাদাখি),গুজ্জর,বাকারওয়াল,পাহাড়ি, বাল্টি,খ্রিষ্টান ও অন্যান্য।অধিকাংশ লোক মাতৃভাষা হিসেবে কাশ্মিরী বলে না। মাত্র ৩৩ শতাংশ কাশ্মিরী বলা গোষ্ঠীটি হুরিয়ত থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী,ন্যাশনাল কনফারেন্স, পিডিপির কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। এরাই ব্যবসা-বাণিজ্য, আমলাতন্ত্র,কৃষিকাজ ইত্যাদি নিয়ন্ত্রণ করে আর এরাই ভারতবিরোধী। ১২ শতাংশ শিয়া,১৪ শতাংশ গুজ্জর মুসলমান,৮ শতাংশ পাহাড়ি মুসলমান,বৌদ্ধ, পন্ডিত, সুফি,খ্রিস্টান এবং ৪৫ শতাংশ জম্মুর হিন্দু-ডোগরারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্নতাবাদ ও পাকিস্তান বিরোধী। পাথর ছোঁড়া,পাকিস্তানের পতাকা তোলা,ভারতবিরোধী আন্দোলন শুধুমাত্র ৫ জেলাতেই হয়। বাকি ১৭ জেলা এসব কাজে কখনও অংশগ্রহণ করে না। পুঞ্চ এবং কার্গিলে ৯০ শতাংশের বেশি মুসলমান রয়েছে। সেখানে কখনোই ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম হয় না। দেশবিরোধী কিছু সংবাদ মাধ্যম এবং ভারতবিরোধী শক্তিগুলি তাদের নোংরা স্বার্থে এরকম একটা ভাবমূর্তি তৈরী করে রেখেছে যে পুরো জম্মু-কাশ্মিরটাই ভারতবিরোধী।অথচ দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারের কারণে আমরা জেনে আসছি যে পুরো জম্মু-কাশ্মীর রাজ্যটাই ভারত বিরোধী আর সেখানে সর্বত্রই বিচ্ছিন্নতাবাদী কাজকারবার চলে। বাস্তবটা সত্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০
উদাসী স্বপ্ন বলেছেন: কিছু প্রশ্ন, যেহেতু আপনি পড়াশোনা করেছেন এই বিষয়ে তা জানতে চাচ্ছি।
১) যে ৭.৫ লাখের নাগরিকত্ব নেই তাদের ইথনিক আইডেন্টিটি কি?
২) যে ১৫ শতাংশ সুন্নী বিচ্ছিন্নতাবাদী তারা কি স্বাধীন কাশ্মির চায় না পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির চায়?
৩) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কি অবস্থা? তুলনামূলক বিচারে কাদের অর্থনৈতিক ও সামাজিক জীবন মান উন্নত?
যদি পড়ার মতো কিছু লিংক দিতেন... পোস্ট পর্যবেক্ষনে রাখলাম। একটু বাইরে আসি। পরে আরো আলোচনার ইচ্ছে আছে
৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০
উদাসী স্বপ্ন বলেছেন: পর্যবেক্ষণ
৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বৃটিশদের কাজ কর্মই এমন। একটা ঝামেলা লাগিয়ে দিয়ে কেটে পড়েছে।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
সনেট কবি বলেছেন: অনেক কিছুই জানাছিল না।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
গেছো দাদা বলেছেন: কেউ কি নাই পড়ার জন্য ?