নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প : পরী ও আমার বৌ

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০২



দীপা খুব ভাল মেয়ে। বিজ্ঞাপনের বিয়ে হলেও দীপার সঙ্গে মাসতিনেক একটুআধটু ঘোরাফেরা করেছি। দুই পরিবারের সম্মতিতে আমাদের মেলামেশা। বিষয়ের মধ্যে নতুন কিছু নেই। আজকাল সব পরিবারই এরকম করে। সময় বদলে গেছে। দুজন মানুষ একসঙ্গে জীবন কাটাবে। বিরাট বড় সিদ্ধান্ত। এরকম একটা সিদ্ধান্তের আগে দুজন দুজনকে জানবে না। চিনবে না। এটা ঠিক কথা না। তিনমাস একটু-আধটু মিশে মানুষ চেনা যায় না। কথা সত্য। পুরোটা হয়তো বোঝা যায় না। কিন্তু খানিকটা বেরিয়ে আসে প্রতিদিনের বেঁচে থাকার মধ্যে। আমার মনে হয়েছে দীপা খুবই সহজ-সরল একটা মেয়ে। দীপার মধ্যে ঘোর-প্যাঁচ কম। সেই দীপা যে এরকম বিপদে ফেলবে ভাবতে পারিনি। তিনমাসের পরিবার অনুমোদিত প্রেমের পর বিয়ে হয়ে গেল। বেশ ধুমধাম করে। সবই ঠিকঠাক। বিপদে পড়লাম ফুলশয্যার রাতে। দীপা তাঁর সারল্য মাখা মুখটা আমার একদম কাছে এনে বলল--"আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি চাই না কোনরকম মিথ্যা দিয়ে আমাদের জীবন শুরু হোক। তুমি তোমার অতীতের কথা নাই বলতে পারো। বাধ্যবাধকতার কিছু নেই।" এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলতে শুরু করল। স্কুলের বাচ্চারা যেমন মুখস্থ পড়া বলে। সেরকমই খুব দ্রুত বলছে দীপা। যেন একটু দেরী হলেই ভুলে যাবে সবটা। মিনিট দশেকের মধ্যে চব্বিশ বছরের জীবনের ইতিহাস বলে ফেলল দীপা। এই ইতিহাসের মধ্যে প্রেমের ঘটনাও আছে। কলেজের কোন এক স্যারকে ভীষণ ভাল লাগত। এই অল্প সময়ের মধ্যে সবটা বলল। আশ্চর্য ব্যাপার। আমার বুঝতে কোন অসুবিধা হল না। গুছিয়ে কথা বলার ক্ষমতা আছে দীপার। খুব কম মানুষের এই গুণ থাকে। অনেক পন্ডিত ব্যক্তিকে দেখেছি। ছোট করে কিছু বলতে পারে না। বলতে গেলেই আওয়ালে ফেলে। আমি পড়লাম বিপদে। একটা না। একসঙ্গে দুরকম বিপদে পড়লাম। প্রথমত আমি দীপার মত অল্প কথায় গুছিয়ে বলতে পারব না। সেইসঙ্গে ভাবছি। গোপন কথা বলা ঠিক হবে কিনা। দীপা যদি ভুল বোঝে। অন্য ভাবে কথাটা নেয়। এই ভুল বোঝাবুঝির ভয়ে পরীর কথা কাউকে বলতে পারি না। পরীর ঘটনা বাদ দিয়ে নিজের ইতিহাস বলতে পারি। হয়তো বেশি কথায় বলব। কিন্তু দীপা ঘুণাক্ষরেও বুঝতে পারবে না। আমার বুকের মধ্যে একটা গল্প লুকিয়ে আছে। কিন্তু সমস্যায় ফেলল দীপার সারল্য। মিথ্যা বলতে ইচ্ছে করল না। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে। যখন মিথ্যে বলা যায় না। বুঝলাম। এখন সেরকম সময়। জানি অনেক সময় লাগবে। মাঝামাঝি পৌঁছনোর আগেই হয়তো দীপা বিরক্ত হবে। তবুও বলতে শুরু করলাম। পরীর গল্প--"দীপা শোনো। শুধু একটা গল্প। এটা ছাড়া আমার বলার মত তেমন কিছু নেই। বাবার ট্রান্সফার হত। চার পাঁচ বছর পর পর। আমরাও নতুন নতুন জায়গায় যেতাম। বাবার সঙ্গে সঙ্গে। শুরু হত নতুন স্কুল। নতুন পরিবেশে আমাদের জীবনযাপন। সেবার বাবার বদলি হল নর্থবেঙ্গলে। আমার খুব ইচ্ছে ছিল। উত্তরবঙ্গটা দেখার। বদলির খবরে বাড়ির সবার মন খারাপ হলেও আমার বেশ ভাল লাগল। কিন্তু তখনও কি জানি। আমার জন্য এরকম ঘটনা অপেক্ষা করছে। বাড়িটা খুব সুন্দর। ফ্ল্যাট না। বাড়ি। জীবনের বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকতে হয়েছে। এই প্রথম কোন বাড়িতে থাকছি। উঠোন আছে। বেশ বড়। উঠোনের এক কোণে ফুলের বাগান। দিন কাটতে লাগল। সপ্তাহখানেক পর পাশের বাড়ির ছাদে একটা মেয়েকে চোখে পড়ল। অসহ্য সুন্দর একটা মেয়ে। অসহ্য সুন্দর বললাম। কারণ আছে। মেয়েটা খুব বেশি সুন্দর। খুব বেশি সৌন্দর্য বেশিক্ষণ সহ্য করা যায় না। বেশিক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকতে পারতাম না। মাসখানেকের মধ্যে তিনচারবার মেয়েটাকে দেখেছি। অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে। সাধারণত বিকেলের দিকে ছাদে আসত। তাকানোর মধ্যে একটা মন উদাস করা ভাব আছে। মেয়েটা বোধহয় কবিতা লেখে। আমার সেরকমই মনে হল। কিন্তু শুধু দেখলে তো আর হবে না। কথা বলতে হবে। খোঁজ নিতে হবে। কোন কলেজে পড়ে ? নাকি এখনো বসে আছে স্কুলের চৌকাঠ পেরোনোর অপেক্ষায়। আমার তখন কলেজবেলা। মেয়েটির প্রতি আকর্ষণ অনুভব করছি। অন্য কিছু ভাল লাগছে না। জীবনে প্রথম প্রেমে পড়লাম। খোঁজ নিতে গিয়ে বুঝতে পারলাম। আমার কপাল মন্দ। অল্প মন্দ না। ভয়ংকর রকমের দুঃখের কপাল আমার।" দীপা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে। দুঃখের গল্প দীপা খুব মন দিয়ে শুনছে। অন্য কথা না বলে আবার শুরু করলাম। জল খাওয়ার দরকার। কিন্তু মনে হল জল খেতে গেলে দেরী হয়ে যাবে। দীপা যেরকম মন দিয়ে শুনছে। এই অবস্থায় অন্য কিছু করতে পারলাম না। সেই ভয়ঙ্কর কষ্টের কথাগুলো বলতে হবে। ভাবতেই আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল।

যেন তাড়াতাড়ি শেষ হলে কষ্ট কম হবে। সেইজন্য খুব দ্রুত বলতে শুরু করলাম--"খোঁজখবর নিয়ে জানলাম। মেয়েটির নাম-পরী। নামের সঙ্গে সাধারণত মানুষের মিল থাকে না। কিন্তু এক্ষেত্রে দেখলাম। ঘটনা অন্যরকম। পরী আকাশের পরীদের মতই সুন্দর। আর সেইসঙ্গে জানতে পারলাম। পরী পাগল। বেশিরভাগ সময় পরীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। স্নান খাওয়ার সময় পরীর বাঁধন খোলা হয়। পরীকে দেখাশোনা করার লোক আছে। অনেক সময় তাঁদের ফাঁকি দিয়ে পরী ছাদে উঠে যায়। অবশ্য ছাদে উঠলে ভয়ের কিছু নেই। পরীদের ছাদ ঘেরা। পড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। ঘটনা জানার পর আমি পরীদের বাড়িতে গিয়েছি। দেখেছি। পরীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই অবস্থায় পরী হাউ-হাউ করে কাঁদছে। এরকম কষ্টের দৃশ্য চোখে দেখা যায় না। পরীর মা বাবার সঙ্গে কথা বলেছি। পরীর চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। পরীর চিকিৎসার কোন ত্রুটি নেই। কিন্তু পরীর কোন উন্নতি হচ্ছে না। পরীর কষ্ট সহ্য করতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম। এখানে থাকা যাবে না। বাবাকে বললাম। সব। সব কথা। বাবা দ্রুত বুঝতে পারল। আমি আসলে গভীর খাঁদের ধারে দাঁড়িয়ে আছি। চলে এলাম কলকাতায়। মাঝপথে কলেজ ছাড়লাম বলে বছর নষ্ট হল। বাড়ির সবাই আমার ওপর রেগে গেল। সেই ভয়ঙ্কর কষ্টের সময় বাবা আমার পাশে দাঁড়িয়েছিল। বাড়ির সবাই উত্তরবঙ্গে থাকল। আমি একা চলে এলাম। কলকাতায়। আমাদের নিজের বাড়িতে। পরের বছর আবার কলকাতার কলেজে ভর্তি হলাম। তারপর এগারো বছর কেটে গেছে। বাবা ট্রান্সফার নিয়ে কলকাতায় এলো। বাবার রিটায়ারমেন্ট হল। আমি চাকরি পেলাম। জীবনে আর কখনো উত্তরবঙ্গে যায়নি। জানিনা পরী কেমন আছে। পরী বুকের গভীরে বেঁচে আছে। গোপন দুঃখের মত।

পরীর গল্প বলা শেষ। এবার দীপার চোখের দিকে তাকালাম। তাকিয়ে অবাক হয়ে গেলাম। দীপার চোখ দিয়ে জল পড়ছে। এতক্ষণ আনমনে কথা বলছিলাম। কষ্টের ঘোরে। খানিকটা নিজের সঙ্গেই। দীপা নামের কোন নববধূ আমার কথা শুনছে। শুধু শুনছে না। গল্প শুনে দীপার চোখ দিয়ে জল পড়ছে। সেটা খেয়াল করিনি। দীপাকে বুকের মধ্যে টেনে নিলাম। অন্যের কষ্টে যাঁর চোখ থেকে জল পড়ে। সেই মানুষকে দূরে রাখা যায় না।
.
ছবি সৌজন্য : গুগল

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবিটা দারুন সুন্দর
গল্পে ++

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু । আমাকে দীর্ঘদিন সামুতে ব্যান করে রাখা হয়েছিলো । আমার কি অপরাধ তা জানি না । আজ ব্লগ লিখতে পেরে অনেকটা ভালো লাগছে । জানিনা আবার ব্যান করে দেবে কিনা ।বন্ধু হিসাবে আপনাকে প্রথম এই বিষয় টি জানিয়ে রাখলাম ।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
আমি মনে করি ,
আমার স্বাধীনতা নিয়ে আমি লিখব,
তবে অবশ্যই
অন্যকে সরাসরি আঘাত করে নয়।
অথবা, গুজব নিয়ে বাড়াবাড়ি নয় ।
সরকার বা বিরোধী দলের সমালােচনা করব
তবে অবশ্যই অসত্য তথ্য দিয়ে নয় ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

গেছো দাদা বলেছেন: দাদা আমি ভারতীয় । বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে খুব একটা জানিনা । কাজেই লেখার প্রশ্নই নেই । আমার লেখার বিষয় মুলতঃ গল্প,জোকস, হিন্দুধর্মীয় বিষয় ইত্যাদি । এরপরেও কেন যে কিছু ব্লগার(নাম উল্লেখ করলাম না) আমার বিরোধিতা করছেন , তা বুঝতে পারছি না । আমার ব্লগবাড়ী তে একবার ঘুরে আসার অনুরোধ করলাম দাদা আপনাকে ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার লিখেছেন | ++

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

কালো_পালকের_কলম বলেছেন: অনেক সুন্দর হয়েছে

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর গল্প, পরির জন্য মনটা বিষন্ন হল।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: ভাল লেগেছে :)

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার লেখনী বেশ ঝরঝরে! সুন্দর! ++

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পরীমনি ;)

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

নীল আকাশ বলেছেন: দাদা তো একেবারে আসল ঝাকানাক পরির ছবি দিয়ে দিয়েছেন ;) এরকম পরি হলে তো,আপনি তো কোন ছাড়, আমাদের সবার অবস্থাই টাইট হয়ে যেত!;)
গল্পটা ভালো লেগেছে, ফিনিস টা দুর্দান্ত।
ভালো লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইল!

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: এরকম গল্প গুলো এরকম'ই হয়।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

নীল আকাশ বলেছেন: আপনি ব্লগে ব্যান হয়েছিলেন কেন? আমি তো জানতামই না? লেখাটার রেফ: দিতে পারবেন? পড়ে দেখতাম! আপনি তো শুধু দেখি ভালো ভালো গল্প লিখতেন। আমিও পড়ে যেতাম!!!!! সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। এখন যেহেতু আবার ফিরে এসেছেন, মন খারাপের কিছু নেই।
আমার ব্লগের দাওয়াত দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

গেছো দাদা বলেছেন: কারন টা আমিও জানি না । ১১ই নভেম্বর থেকে ২৬নভেম্বর পর্যন্ত আবার ব্লকড ছিলাম । বার বার আমার সাথে এমন টা হচ্ছে । সঠিক কারন টা জানালে আমি নিজেই আর সামু করতাম না । অনেক দূঃখের সাথে একথা গুলি আজ লিখতে বাধ্য হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.