নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

গল্প : নবজন্ম

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২



গতকাল পর্যন্ত সমীরের জীবনটা ছিল অন্যরকম। চূড়ান্ত ব্যস্ত মানুষ সমীর। পড়াশুনা কমপ্লিট করেই নিজের ব্যবসা শুরু করল। কপাল ভাল। বিজনেস ক্লিক করে গেল। সবার কপালে নাকি ব্যবসা সুট করে না। সমীরের হয়েছে। একটু বেশিই হয়েছে। বছরদুয়েক যাওয়ার পর থেকেই টাকা আসতে শুরু করল। জলের মত। না, সবসময় জলের মত না। মাঝে মাঝে হড়কা বানের মত টাকা আসছে। সমীর ঢুকে পড়ল ছুটোছুটির জীবনে। যত দিন যেতে লাগল। পাল্লা দিয়ে বাড়তে লাগল ছুটোছুটি। সকাল-সকাল বেরোতে হয়। বাড়ি ফিরতে রাত হয়ে যায়। বেশ রাত। বয়স্ক মা বাবা থেকে শুরু করে ছয় বছরের তুতুন, কারও সঙ্গে দেখা হয় না। দেখা হবে কি করে ? সমীর তো শুধু ঘুমোনোর সময় বাড়িতে থাকে। তুতুনের মুখ থেকে কতদিন বাবা ডাক শোনেনি। আর সোনালী ? এই দশ বছরে সোনালী বোধহয় অভিমানে বহুদূর চলে গেছে। অথচ সমীর সোনালী দুজন দুজনকে ভালবেসেই বিয়ে করেছে। শুধুমাত্র যত্নের অভাবে আজ সম্পর্কের এই অবস্থা। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গেও বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন। বিয়ে কিংবা জন্মদিনের নিমন্ত্রণে বাধ্য হয়েই মাঝে মধ্যে সমীরকে যেতে হয়। কিন্তু আন্তরিক যোগাযোগ ? না, নেই। সমীরের জীবনে আছে শুধুই সামনের দিকে ছোটা। বেশ কিছুদিন ধরে শরীরটা গড়বড় করছে। কিন্তু সমীর ব্যস্ততার কারণে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে পারেনি। অবশ্য এসবই গতকাল পর্যন্ত। আজ সে অন্য সমীর। সম্পূর্ণ নতুন। সমীরের মনে হচ্ছে। হাতের রিপোর্টটা ভয়ংকর কোন কিছু না। এটা যেন তাঁর বার্থ সার্টিফিকেট। এযেন সমীরের নতুন জন্ম। যে জন্মের আয়ু বছরদুয়েক। তাও টেনেটুনে। এতোদিন সমীর যে জীবন যাপন করেছিল। আজ থেকে পুরো উল্টোপথে হাঁটতে শুরু করল। সবার সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষুণি। এখন থেকেই। সময় সীমিত। ডাক্তারবাবুর কথা এখনও কানে বাজছে।

প্ৰথমে সমীরের কাছে রিপোর্ট দিতে চায়নি। পেশেন্টের সঙ্গে আর কেউ এসেছে কিনা খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ নেই। সমীর নিজেও ডাক্তারবাবুকে অনুরোধ করেছে। যতই খারাপ হোক না কেন। রিপোর্ট তাকেই নিতে হবে। কারণ সমীরকে জানতে হবে সবকিছু। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সমীরের হাতে রিপোর্ট দিয়েছে।

রিপোর্ট দেওয়ার সময় ডাক্তারবাবু সমীরের কাঁধে হাত রেখে বলল--"ক্যান্সার। লাস্ট স্টেজ। সমীরবাবু, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনার সময়টা আপনি জানেন। আর আমরা জানিনা। এটুকুই মাত্র পার্থক্য। এই সামান্য পার্থক্য আমাদের বেঁচে থাকাকে বদলে দেয়। যেমন আগামীকাল থেকে আপনি অন্য মানুষ হয়ে যাবেন। বদলে যাবে আপনার বেঁচে থাকা। বদল আসবে আপনার জীবনে।"

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

সাজিদ শুভ বলেছেন: শেষের লাইনগুলো মনকে নাড়িয়ে দিয়ে গেলো

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

গেছো দাদা বলেছেন: আপনাকে স্বাগত জানাই ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ফেইরি টেলার বলেছেন: সমীরবাবু, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনার সময়টা আপনি জানেন। আর আমরা জানিনা। এটুকুই মাত্র পার্থক্য।

এক্সাক্টলি । আমরা সবাই সৃষ্টিকর্তার, তাঁর কাছেই সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

গেছো দাদা বলেছেন: ঠিক । আপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

সনেট কবি বলেছেন: বেশ

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

গেছো দাদা বলেছেন: আপনাকে স্বাগত জানাই।আপনি আরেকটু বড় মন্তব্য করলে আমি ধন্য হতাম কবি ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথায় বেশ লাগলো। অবশ্য হৃদয় ছুঁয়ে গেল সমীর বাবুর নবজন্ম!

শুভেচ্ছা নিয়েন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

গেছো দাদা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: ভালো গল্প।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

জোছনাস্নাত রাত্রি বলেছেন: মনকে নাড়া দিল লিখাটা।ভালো লেগে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

জোছনাস্নাত রাত্রি বলেছেন: মনকে নাড়া দিল লিখাটা।ভালো লেগেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

গেছো দাদা বলেছেন: আপনার ডবল মন্তব্যের জন্য আরো বেশি ধন্যবাদ জানাই ।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: আহারে সমীর বেচারা !!!!

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

গেছো দাদা বলেছেন: সমীরের এখন নবজন্ম হয়েছে । সে এখন দুনিয়ার সব থেকে খুশি মানুষ ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি পড়া শুরু করেছিলাম নতুন কোন চমক দেখ জীবনে ঘুরে যাওয়া কোন একটি উদাহরণ কিন্তু একটা জীবনের শেষ পরিণতির নিশ্চিত সংবাদটি জীবন বলতেই নাড়া দিবে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সমীরবাবু, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনার সময়টা আপনি জানেন। আর আমরা জানিনা। এটুকুই মাত্র পার্থক্য। চমৎকার বলেছেন. গল্পটা বাস্তবধর্মী।
একটা অফ টপিক নিয়ে কথা বলি - মন্তব্য করেছি: ৩৩২টি মন্তব্য পেয়েছি: ৯১৬টি আপনি বিভিন্ন ব্লগারদের লেখায় মন্তব্য করুন। শুধু নিজের পোষ্ট নিয়ে বসে থাকবেন না। ব্লগের মিথস্ক্রিয়ায় অংশ গ্রহন করুন। এটার রেকর্ড আপনার ভালো না।
শুভ কামনা রইল!

১২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনার কাছে এমন গল্প শুনতে চাইনি !!
আপনি রম্য লেখেন তাই ভালো। চোখ ভিজাবার
গল্প অন্য কোথাও বলেন এখানে না !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.