নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একটা বই পড়ছিলাম ‚ষোলশ শতকের পৃথিবী বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস কে নিয়ে।
সেখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। হয়তো পুরোটাই কাকতালীয় ‚হয়তো পুরোটাই কো ইন্সিডেন্ট কিংবা .....
.
নস্ত্রাদামুসের একটা ভবিষ্যৎ বাণী এমন ছিলো যে ‚ " খুব শীঘ্রই খ্রিষ্টবিরোধী হত্যা করবে ওই তিনজনকে ‚ সাতাশ বছর ধরে চলবে তার যুদ্ধ। অবিশ্বাসীদের হত্যা করা হবে ‚ বন্দী করা হবে ‚ নির্বাসন দেওয়া হবে। রক্ত ‚মানবদেহ ‚ মাটির বুকে ছড়িয়ে থাকবে লাল দাগ "
.
এখন কথা হল এই প্রফেসিজের অর্থ বের করতে গিয়ে লেখক তাকিয়েছেন ভারতবর্ষের গান্ধী পরিবারের দিকে। বইটির প্রথম প্রকাশ ১৯৮৮ সালে। তখন অলরেডি দুজন মারা গেছেন গান্ধী পরিবারের ‚ ইন্দিরা গান্ধী আর সঞ্জয় গান্ধী। কারওরি স্বাভাবিক মৃত্যু হয়নি। কিন্তু নস্ত্রাদামুসের হিসাবে মৃত্যু হবে তিনজনের্। তিনটেই হবে অপঘাতে মৃত্যু. .
.
আর লেখক কোট আনকোট এই কথাটাই লিখেছেন -
" এখন রাজীব। …… "
.
আর কি অদ্ভুত ‚ ১৯৯১ তে যখন বইটির তৃতীয় সংস্করণ বেরোচ্ছে সেই বছরেরই ১৯৯১ এর ২১ মে হত্যাকাণ্ড ঘটে গেছে রাজীব গান্ধীর্। নস্ত্রাদামুসের হিসাবে গুনে গুনে তিন দান!
.
হ্যাঁ ‚ নস্ত্রাদামুসের কথা উঠলোই যখন তার আরেকটা ভবিষ্যৎ বাণীর কথা বলি। দশম শতকের ৯৬ তম চতুষ্পদী তে উনি লিখছেন -
" যে ধর্মের নাম সমুদ্রের নামে ‚ তা জয়ী হবে আদালুনকাটিফের বিরুদ্ধে "
.
এখন পুরো পৃথিবীর ইতিহাস ঘাটলে একমাত্র হিন্দু ধর্মই আছে ‚ যার নাম সমুদ্রের নামের সাথে মেলে ( হিন্দ মহাসাগর বা ভারত মহাসাগর ). .
এখন নস্ত্রাদামুসের কথাগুলো ধাপ্পাবাজী ‚ গালগপ্প বা জালিয়াতি হলে কিছুই বলার নেই ! কিন্তু যদি না হয়?
হিন্দু দের কোনো এক শত্রুর বিরুদ্ধে জয়ের কি ইঙ্গিত দিচ্ছেন তিনি?
.
আরও একটা ভবিষ্যৎবাণীর কথা বলি।
" যখন তারা বৃহস্পতিবারে উপাসনা শুরু করবে তখন মাটি আর বাতাস হিমায়িত করবে প্রচুর জলকে। যে আসবে সে কখনোই তার অল্প কয়েকজন সহযোগীর মত উজ্জ্বল হবেনা ‚ যে সহযোগীরা আসবে তাকে সম্মান জানাতে . .( দশম শতক ‚ ৭১ তম চতুষ্পদী )
.
এখানেও কিন্তু চমক! আপনি দুনিয়া চষে বেড়ান। পুরো পৃথিবীতে বৃহস্পতিবার একমাত্র পবিত্র দিন হিন্দু দের কাছেই। বাকিদের কারও শুক্রবার(ইসলাম ) ‚ কারও রবিবার(খ্রিস্টান ) ‚শনিবার (ইহুদি ) ইত্যাদি ইত্যাদি।
এখানেও কি ইঙ্গিত রয়েছে হিন্দু ধর্মের দিকেই? সাথে বিশেষ কোনো নেতার অভ্যুত্থানের ইঙ্গিত? কে জানে!
.
সাথে আরেকটা বলি ?
.
" তিনটি জলের লক্ষনবিশিষ্ট অঞ্চল থেকে জন্ম নেবে এমন একজন যার পুণ্যদিন বৃহস্পতিবার্। তার খ্যাতি ‚ প্রশংসা ‚ শাসন ও ক্ষমতা বেড়ে উঠবে স্থল ও আকাশপথে। সমস্যা ডেকে আনবে প্রাচ্য ভূখণ্ডে। ( প্রথম শতক ‚ ৫০ তম চতুষ্পদী ).
.
তিনদিকে জল আছে দুনিয়ার কোন দেশে আর কারা বৃহস্পতিবার উপাসনা করে? ভেবে দেখুন তো। এ তো ভারতবর্ষই ।
.
এমন প্রচুর প্রচুর চতুষ্পদী আছে যা সরাসরি ইঙ্গিত করে হিন্দুদেরই দিকে। অবশ্য যদি এগুলো সত্যি হয় তবেই। ব্যক্তিগত ভাবে আমি জ্যোতিষে একদমই বিশ্বাস করিনা। আপনারাও করেন নাকি ??
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬
গেছো দাদা বলেছেন: হ্যাঁ দাদা ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
নতুন বলেছেন: ভবিশ্যত কেউই বলতে পারেনা। শুধুই অতীতের গতি দেখে নিজের কল্পনায় ভবিশ্যত ভাবে...
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
গেছো দাদা বলেছেন: ঠিক কথা বলেছেন । ধন্যবাদ ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: আগে মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখতে হবে।
ধর্মের চেয়ে মানুষ বড়।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
গেছো দাদা বলেছেন: ঠিক বলেছেন ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: Nostradamus