নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পরা সব ছাদের থেকে হাঁটতে যেত অন্য ছাদে
সেই মেয়েটা বিনুনি চুলে এখনো কারো হৃদয় বাঁধে?
কালো চোখ, জোয়ার নদী, পা পিছলে পড়ে যাওয়া
উঠতে গিয়েই শেখা হল মাঝ জোয়ারে সাঁতার দেওয়া।
শীতের এক সন্ধ্যেবেলায়, আলো ছিল পুরো পাড়ায়
মেয়ে গেল তার শ্বশুরবাড়ি, তার খেলার পুতুল ছাড়াই।
অনেক পরে ভোরের আলো যখন ছুঁলো গলির পথ,
মৃত্যু শীতল একটা ছেলে, হাতের মুঠোয় নাকের নথ।
সময়ে চলে সময় চেপে, ধূলো জমে গল্পের বই,
গলি শেষের রাধাচূড়া বলছে যেন কৃষ্ণ কই।
.
এখনো কেউ চোখে হারায়, হারে কেউ চোখের তারায়?
কেমন আছে সেই মেয়েটা, ভীষণ সুখী বরের পাড়ায়?
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
গেছো দাদা বলেছেন: উৎসাহ পেলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: স্নিগ্ধ সুন্দর কাব্য.....
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
গেছো দাদা বলেছেন: পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । আপনাদের উৎসাহ পেলে আরো কবিতা লিখব ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: লিখতে থাকুন....
হয়ে যাবে...
পাশে আছি
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা দাদা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
গেছো দাদা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত।