নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনা : কলকাতার বাংলা সিরিয়াল

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২


কলকাতার বাংলা সিরিয়াল বড় ভয়ংকর জিনিস। কিছুক্ষণ দেখার পর সাংঘাতিক প্রতিক্রিয়া হয় আমার। আমি বুঝতে পারি পৃথিবী কী ভীষণ ভয়াবহ জায়গা! কেউ কারুর প্রেমিক বা বর অথবা প্রেমিকা বা বউকে কেড়ে নিতে চাইছে। ছলে-বলে-কৌশলে
কেউ কাউকে বিষ দিয়ে বা পুড়িয়ে বা অন্য কোনও ভাবে মেরে ফেলতে চাইছে। ভয়াল সান্নিপাতিক সব ষড়যন্ত্র চলছে চারদিকে।
নিয়মিত যাঁরা দেখেন তাঁরা অবশ্য যথেষ্ট নির্বিকার থাকেন, একদম হেলদোল হীন।

সেদিন ভুল করে কী একটা সিরিয়াল কিছুক্ষণ দেখে ফেলেছিলাম।
ব্রেকের ফাঁকে চা বানিয়ে, বউ চা দিয়ে গেল। সিরিয়ালের ভয়ানক প্রতিক্রিয়ায় আমি তখনও স্বাভাবিক হইনি। আমি চা'কেও তখন সন্দেহের চোখে দেখছি। "বাচ্চু" বলে হাঁক দিলাম। বাচ্চু একটা বেড়াল। আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সে দৌড়ে এল। আমি মেঝেতে একটু চা ফেলে দিতে সে চেটে খেয়ে নিল। আমি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম। সেও আমার দিকে তাকিয়ে রইল, তারপর শুয়ে পড়ল। চায়ে বিষ! ভয়ে আমার ঘাম দিতে থাকল। আমি কাঁপতে কাঁপতে চিৎকার করলাম, "বাঁচাও বাঁচাও বিষ বিষ।"
আমার চিৎকারে সবাই ছুটে এল।

আর বাচ্চু আড়মোড়া ভেঙে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য একটা বিরক্তির 'মিউই' দিয়ে চলে গেল।
আমি ধপ্ করে সোফার ওপর বসে পড়লাম।
.
বাপরে বাপ ! বাংলা সিরিয়াল বড় ভয়ংকর জিনিস !!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: একেবারে সঠিক

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: অনেকবার ধৈর্য্য ধরে দেখার চেষ্টা করেছি , কিন্তু কোনদিন ০৫ মিনিটের বেশি ধৈর্য বা রাগ সামলাতে পারিনি । বিনোদন মানুষকে বাস্তবে না হলেও একটা কল্পিত সাজানো সুন্দর পৃথিবীতে নিয়ে যায় , কিন্তু কলকাতার এ সব সিরিয়াল গুলো পৌছে দেয় মনকে অশান্তি আর অভদ্র পৃথিবীর জটিলতায় , বিনোদনে মানুষের মাথা হয় ফ্রেশ , আর কলকাতার সিরিয়াল মাথার চাদির তাপ আর হার্টের ব্লক দুইটাই বাড়িয়ে তোলে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

গেছো দাদা বলেছেন: একেবারে সঠিক বলেছেন। ধন্যবাদ জানাই ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

ইয়োডা বলেছেন: you also annoy me

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

গেছো দাদা বলেছেন: why and how ?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! আমি অবাক হই, বাড়ির পুরুষ কর্তাগুলো(শশুর) কীভাবে এরকম নপুংসক চরিত্রের জন্য সাইন করে?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২০

গেছো দাদা বলেছেন: সবই টাকার জন্য দাদা ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: এই সিরিয়াল গুলো আমি সহ্য করতে পারি না।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

গেছো দাদা বলেছেন: আমার তো দুই চোখের বিষ এগুলো ।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

পৌষ বলেছেন: এই সিরিয়াল জন্য কতো রিমোর্ট ভেঙ্গেছি। আল্লাহমালুম!!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

গেছো দাদা বলেছেন: হা হা হা । আপনার তো রিমোটের উপর দিয়েই গেছে । কিন্তু অনেকের সংসারও ভেঙ্গেছে এই সিরিয়াল গুলোর জ্বালায় ।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৩

কাতিআশা বলেছেন: হা হা খুব মজা পেলাম..ব্রেইনলেস মানুষদের কাজকারবার দেখলে আসলেই মাথা খারাপ হয়ে যায়!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩০

গেছো দাদা বলেছেন: একেবারে সঠিক বলেছেন।ধন্যবাদ জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.