নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য গল্প : মলি পিসির কাম

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭

মলিপিসির গল্পটা অনেককে শুনিয়েছি, কেউ বিশ্বাস করেনি। বিশ্বাস বস্তুটাই পৃথিবী থেকে বেপাত্তা হয়ে গেছে। আপনারাও শুনুন, আদ্যন্ত সত্যি ঘটনা...
.
মলিপিসি একদিন খুব গরমের মধ্যে আমাকে ফোনে ডেকে পাঠালেন। মলিপিসি একটা স্কুলের হেড মিসট্রেস ছিলেন। খুব কড়া ধাতের মহিলা।
আমরা পারতপক্ষে কেউ মলিপিসির সামনে ঘেঁষতাম না। পড়ার কথার বাইরে কোনও কথা বলতেন না। কিছু একটা বললেই বলতেন, "সঠিক উচ্চারণ করে কথা বল। 'শ' আর 'স' দুটোর উচ্চারণ আলাদা। গুলিয়ে দিচ্ছিস কেন রে?" ইত্যাদি ইত্যাদি।
মলিপিসির এই উচ্চারণ শেখানোর বাতিকের ফলে উনি যেখানে থাকতেন তার আশেপাশে বিশেষত ছোটদের কাউকে খুঁজে পাওয়া যেত না।
.
মলিপিসি বিয়ে করেননি। রিটায়ার্ড করে গেছেন বছর কয়েক আগে। এখন মাঝে মাঝেই আমার ডাক পড়ে বাজার থেকে কিছু এনে দেওয়ার জন্য। শুধু আমি নয় আশেপাশের অন্যদের দিয়েও দরকার মতো বাজার করিয়ে নেন মলিপিসি।
আজ আবার কী দরকার এইসব ভাবতে ভাবতে তাঁর ঘরে গেলাম।
মলিপিসি আমাকে সোফায় বসতে বললেন।
তারপর বললেন, "কাম খুব ভালবাসি তুই তো জানিস। সবরকম কামই ভালবাসি তাও জানিস।"
আমার মনে হল সোফাটা দুলে উঠল। এসব কী বলছেন মলিপিসি! কাম! আমি ঘামতে শুরু করলাম। মলিপিসিকে বললাম, "ফ্যানটা ফুলস্পিডে করে দিন না।"
মলিপিসি বললেন, "ফুলস্পিডেই চলছে।"
আমি বললাম, "আমি মানে আ-আমি কী করব?"
মলিপিসি বললেন, "তুই কামের ব্যবস্থা করবি।"
মলিপিসির বিশাল চেহারার দিকে তাকিয়ে আমার বুকের মধ্যে গুড়গুড় করতে লাগল।
কী ঝামেলায় পড়লাম রে বাবা! এখন কী করি! এই চেহারা টপকে পালানোও তো অসম্ভব।
আমি অসহায় ভাবে বললাম, "কিন্তু আমি কেন?"
মলিপিসি গর্জন করে বললেন, "মানে? তুই করবি না তো কে করবে?"
.
মলিপিসি একা থাকেন। খুব শক্তপোক্ত মহিলা। নিজের সব কাজ নিজেই করেন। এর আগে বাজার থেকে মাঝে-সাঝে এটা-ওটা এনে দিয়েছি। কিন্তু এমন গেরোয় পড়িনি কোনও দিন। মাথাটাই বিগড়ে গেল নাকি রে বাবা!
বললাম, "আমি এখন আসি মলিপিসি।"
মলিপিসি বাজখাঁই গলায় বললেন, "মানে? কামের কী হবে?"
আমি বললাম, "আমাকে ছেড়ে দিন মলিপিসি।"
.
মলিপিসি বললেন, "শোন কাল তুই ভাল দেখে এক কেজি কাম এনে দিবি। না না দু'কেজি।"
লে হালুয়া! কাম আবার কেজি দরে পাওয়া যায় নাকি!
বললাম, "দু কেজি কাম?"
মলিপিসি হুঙ্কার দিয়ে বললেন, "কী বললি? কাম? মেরে হাড় ভেঙে দেব আর একবার বাজে কথা বললে।"
এ তো মহামুস্কিলে পড়া গেল! বললাম, "আপনিই তো তখন থেকে কাম কাম করছেন!"
এবার মলিপিসি উঠে পড়লেন, "কী বলছিস এসব? কামি কাম বলেছি?"
আমি বললাম, "আজ নির্ঘাত আমার মাথা খারাপ হয়ে যাবে। কামি আবার কী?"
মলিপিসি রেগে আগুন তেলে বেগুন হয়ে বললেন, "কাম-কামি এসব কী শুরু করেছিস তুই? কামার মাথা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে বলে দিলাম।"
কামার! কামি! কাম!
হঠাৎ আমার মাথায় বিদ্যুৎচমক খেলে গেল! আমি মোবাইলের রেকর্ডার অন করে বললাম, "আচ্ছা মলিপিসি বলুন তো, অ'য় অজগর আসছে তেড়ে আ'য় আমটি আমি খাবো পেড়ে।"
মলিপিসি জলদগম্ভীর গলায় বলল, "ফাজলামি হচ্ছে? আচ্ছা বলছি শোন, কয় কজগর কাসছে তেড়ে কায় কামটি কামি খাবো পেড়ে।"
আমি রেকর্ডিংটা মলিপিসিকে শুনিয়ে দিলাম। শুনে মলিপিসির মাথায় হাত! জোঁকের মুখে নুন পড়ল যেন! রাগ-ফাগ কোথায় হাওয়া হয়ে গেল!
সারাজীবন অন্যের উচ্চারণের ভুল ধরা মলিপিসি ডুকরে উঠলেন, "কামার তাহলে 'ক' উচ্চারণ হচ্ছে না!"
আমি বললাম, "হ্যাঁ আপনি 'অ' বলতে গেলে 'ক' বলছেন আর 'আ' বলতে গেলে 'কা'।"
অত ব্যক্তিত্বশালী মানুষটা কাঁদো কাঁদো গলায় বললেন, "কী হবে রে তাহলে কামার? কামি কী করব এখন?"
আমি একটু চিন্তা করে বললাম, "আপাতত কাউকে দিয়ে আম আনানোর দরকার নেই।"
মলিপিসি ঘাড় কাৎ করে বলল, "কাচ্ছা তাহলে তুইই কামার জন্য কাম এনে দিস, কেমন?"
আমিই তারপর থেকে আম এনে দিই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৬

রাফা বলেছেন: হা.....হা...।হা....অ,আ আর ক-এর খেলা ভালো লেগেছে ।

ধন্যবাদ,গে.দাদা।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩১

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৫

শের শায়রী বলেছেন: কামার কাছে গল্পটা ভালো লেগেছে দাদা =p~

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩২

গেছো দাদা বলেছেন: কামি কাপনাকে কনেক ধন্যবাদ জানাই।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ :D

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

গেছো দাদা বলেছেন: খিকজ

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে যার ছবি দিয়েছেন তাকে কি চিনেন??

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

গেছো দাদা বলেছেন: গুগলু মামা জানে। আমার এক মৃত পিসির মতো দেখতে এনাকে ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ফাতেমা তুর জোহরা । একজন গুণী শিল্পী

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

গেছো দাদা বলেছেন: উনি কি গায়িকা ?

৬| ০৩ রা মে, ২০২০ রাত ২:২৪

সোহানী বলেছেন: ফাতেমা তুজ জোহরা কে চেনেন না? ভারতীয়রা আমাদের দেশের বড় বড় শিল্পীদেরকে চিনে না তা আমার জানা ছিল না।

পোস্টের গল্পের সাথে আমাদের একজন সন্মানিত শিল্পীর ছবি সত্যিই বেমানান। কারন ফাতেমা তুজ জোহরা আমাদের কাছে অনেক সন্মানের।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৪৯

গেছো দাদা বলেছেন: আমি দুঃখিত ওনাকে না চেনার জন্য। ওনার সম্পর্কে আরো জানার চেষ্টা করব। ওনাকে দেখতে আমার এক পিসির মতো লেগেছিল। তাই ছবিটি গুগল থেকে নিয়েছিলাম। ওনাকে অসম্মান করার পক্ষে আমি একজন ক্ষুদ্র মানুষ।আমার সেই সামর্থ বা ইচ্ছা কোনোটাই নেই। ভালো থাকুন সবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.