নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

সাধারন হিন্দু দের কাছে একটি আবেদন !

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮

সর্ব ধর্ম সমন্বয় চিন্তাটা চুড়ান্ত মূর্খের কাজ। সব পদার্থই ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হলেও তাদের ধর্ম আলাদা।
মানুষ যখন বিজ্ঞানের কিছুই শেখেনি তখন লোহা আর সোনা তফাত করতে পারতো না। পরে যখন অল্পবিদ্যার অধিকারী হয়েছিল তখন লোহাকে সোনায় পরিবর্তন করতে বহু গবেষণা চালিয়েছে।
কিন্তু বিভিন্ন পদার্থের ধর্ম সম্পর্কে জ্ঞান যতই বেড়েছে, ততই সেসব বোকামি বন্ধ হয়েছে।
বস্তুত যে ধর্ম বিষয়ে যত কম জানে ততই সব ধর্মকে সমান মনে করে।
সোনার জিনিসে তামার ভেজাল থাকলে সাধারণ মানুষ ধরতে পারেনা, সোনা আর তামা সমান দেখে। সোনার কারবারী সহজেই ধরে ফেলে, কারণ সে বেশি জানে।
সাধারণ মানুষ ডেঙ্গুজ্বর, ম্যালেরিয়াজ্বর, টাইফয়েডজ্বর তফাত বোঝেনা। সেটা ডাক্তার বোঝে।
প্রতিটা ধর্মই তৈরি হয়েছিল এক ধরণের চিন্তাভাবনার মানুষকে একজোট করার জন্য। সময়ের সাথে মানুষের চিন্তাভাবনার বদল হয়েছে এবং বহু ধর্ম লোপও পেয়েছে।
ধর্ম জিনিসটা কোনোকালেই সারা দুনিয়ার সমন্বয়ের কাজে লাগানোর জন্য সৃষ্টি হয়নি। ওটা দিয়ে সবাইকে এক করতে যাওয়া আর কোদাল চড়ে চাঁদে যাবার চেষ্টা সমান।
সব ধর্মকে সমান বলা গুরু আর সব রোগে একই ওষুধ দেওয়া ডাক্তার খুবই বিপদজনক।
এদের থেকে দূরে থাকুন, নিরাপদ থাকুন।
শস্ত্র ছাড়া শাস্ত্র চলে না, এটি বুঝতে শিখুন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতো দিনে জানলাম ইলেক্ট্রন,প্রোটন ও হিন্দু মুসলমান হয়।কি বোকাই না ছিলাম
ভালো মানুষ ভাল কাজ করে খারাপ মানুষ খারারাপ কাজ করে।কিন্তু ধর্ম ভালো মানুষ কে দিয়ে খারাপ কাজ করায়।

২| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:৩৫

নূর আলম হিরণ বলেছেন: ধর্ম মানুষের মাঝে বিভেদ বাড়ায় ঐক্য নয়। এমনকি একই ধর্মের মানুষের মধ্যেও ঐক্য থাকেনা।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: আপনি রম্য গল্প লিখতেন। সেটাই ভালো ছিলো।

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি এক সময় রম্য টম্য লিখতেন; এখন কিসব ধর্ম, টর্ম নিয়ে জড়ায়ে গেছেন, বিজেপি'তে নাম টাম লেখায়েছেন নাকি?

৫| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:৪২

বিটপি বলেছেন: ধর্ম কখনোই সব মানুষকে এক করার কাজ করেনা। কিন্তু ভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের শিক্ষা সব ধর্মেই দেয়। একজন মানুষের পক্ষে একাধিক ধর্ম পালন কখনোই সম্ভব নয়। অতীতে এই চেষ্টা করে অনেকেই হাসির পাত্র হয়েছে। কিন্তু পরমত সহিষ্ণুতার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে অনেকেই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হয়েছেন।

৬| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

সেজুতি_শিপু বলেছেন: ' ধর্মই সকল অধর্মের মূল ' মনে হচ্ছে ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ধর্ম থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন। অন্যকেও ভালো থাকতে দিন।

৮| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: যদিও সব ধর্মের মূলসূর বা বিষয় একই " মানবপ্রেম ও সৎসংগ তথা সৎকাজ " । মূলবিষয় এক থাকলেও পালনীয় বিষয়ে রয়েছে ব্যাপক প্রার্থক্য। কাজেই সর্ব ধর্ম কখনোই এক হতে পারেনা এবং যারা তা বলে তারা আসলে সত্যের অপলাপ করে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহারের জন্যই বলে থাকে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:২২

গেছো দাদা বলেছেন: একমত।

৯| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

পুকু বলেছেন: সব কথার সার কথা রাজীব নুর বলেছেন। বাংলাদেশের জন্যতো এটা বিশেষভাবে প্রযোজ্য।

১০| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৪

অক্পটে বলেছেন: ধর্মই আমাদের বিভক্ত করেছে। আমরা যে মানুষ একথা আমরা ভুলে গেছি। ধর্মকে সামনে এনে আমরা একটা ব্যবসাকে চালু রেখেছি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.