নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য: বাঙ্গালীর ফুটবল খেলা !!

২১ শে জুন, ২০২৩ রাত ১২:৩৪

মেসি- নেইমার- রোনাল্ডোরা
কি ফুটবল খেলে??
ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কাকে বলে! খেলার আগে গেম প্ল্যান অনুসারে সবার পজিশন ঠিক হল।
তোরা তিনজন ডিফেন্সে, আমরা দুইজন মিডফিল্ডে, তুই ডানে, তুই বামে। আর তুই মেইন স্ট্রাইকার।খেলায় অফসাইড নাই।
তুই (মেইন স্ট্রাইকার) ওদের গোলবারে হেলান দিয়ে দাঁড়িয়ে গোলকিপারের সাথে গল্প কর। নিচে নামার দরকার নাই।
শুধু আমরা বল এগিয়ে দিলে গোল করবি। খবরদার, মিস হওয়া চলবে না।
তারপর খেলা শুরু হওয়ার দুই মিনিট পর পজিশন-টজিশন সব ভেঙ্গেচুরে একাকার অবস্থা। ডিফেন্ডার চলে গেছে গোল করতে, স্ট্রাইকার এসে ডিফেন্স সামলাচ্ছে।
আরো পরে দেখা গেল মাঠের এক কোণায় একটা জটলা। জটলার মাঝখানে বল। বল যেখানে দুই টিমের গোলকিপার বাদে বাকি সব খেলোয়াড় সেখানে।
যে যেদিক থেকে পারতেছে সেদিক থেকে লাত্থি মারতেছে। কিন্তু বল বেচারা বের হওয়ার জায়গা পাচ্ছে না।
মাঠে কাদা থাকলে আরেকটা দৃশ্য দেখা যায়। জটলার ভিতর লাথালাথি চলতেছে। এক এক জন বলে অলরেডি তিনবার করে লাথি দিয়েছে, অথচ বল দুই ইঞ্চিও নড়েনি। আরেকজন দৌড়ে এসে স্লিপ, এক স্লিপে দশ হাত গিয়ে বলে মারা।
হঠাৎ একজন একহাতে চোখ ধরে চেঁচিয়ে উঠল ‘ঐ, আমার চোখে কাদা পড়ছে’। তারপর আরেক চোখ খোলা রেখে পাশের পুকুরে ঝুপ করে দিল লাফ।
কাদা-জলের ভারে আরেকজনের প্যান্ট কোমর ছেড়ে অভিকর্ষের টানে ভূ- কেন্দ্রের দিকে ছুটছে।
খেলার শুরু পাঁচ মিনিট পর গোলকিপারের চিল্লানি শুরু করছে। সে অলরেডি ৫ মিনিট গোলকিপিং করে ফেলেছে। এখন আরেকজনকে গোলকিপার হতে হবে। সে এখন স্ট্রাইকিং-এ খেলবে। এরপর আগের স্ট্রাইকার সরাসরি গোলকিপিং-এ চলে এলো ৷
এভাবেই সব প্লেয়ার গোলকিপিং, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং সব
পজিশনে খেলে ফেলে পুরোই অলরাউন্ডার ।
অথচ এই মেসি,নেইমার ,রোনাল্ডো তারা একটা পজিশনে খেলে।
ভালো খেলোয়াড় হতে হলে ,আমাদের মতো সবখানেই খেলার যোগ্যতা থাকা চাই।

- পুরো বাস্তব কাহিনি, যারা ফুটবল খেলেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন !!

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৩ রাত ১:০৮

জ্যাকেল বলেছেন: হাঃ হাঃ হাঃ দারুণ হোয়েছে।

২১ শে জুন, ২০২৩ রাত ১:৫৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ২১ শে জুন, ২০২৩ ভোর ৬:১০

কামাল১৮ বলেছেন: চোট বেলার খেলার কথা মনে পড়ে গেলো।

৩| ২১ শে জুন, ২০২৩ দুপুর ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আরো পরে দেখা গেল মাঠের এক কোণায় একটা জটলা। জটলার মাঝখানে বল। বল যেখানে দুই টিমের গোলকিপার বাদে বাকি সব খেলোয়াড় সেখানে। =p~

একদম পার্ফেক্ট ধারা বর্ণনা গ্রাম্য ফুটবল খেলার।

ভালো লেগেছে।

৪| ২১ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আহারে আমার ছোটবেলার সৃতি মন পড়ে গেলো।
ফুটবল খেলা নিয়ে আমি খুব ক্রেজি ছিলাম। প্রতিদিন দুইবেলা ফুটবল না থাকলে আমার পেটের ভাত হজম হতো না।

৫| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:০১

শাওন আহমাদ বলেছেন: হা হা হা পুরো কাদায় মাখামাখি হয়ে গেলাম ;) আমিও এমন খেলা দেখেই বড় হয়েছি। :D

৬| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৪

আব্দুল্যাহ বলেছেন: আহা।
লুঙির কাছা খুলে কি একটা অবসথা দাড়ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.