নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই গণিতজ্ঞের মধ্যে তুমুল তর্ক বেধেছে : প্রথম গণিতজ্ঞের মতে অঙ্ক সব্বার দ্বারা হয় না, অঙ্ক বুঝতে গেলে অত্যন্ত উন্নত মস্তিষ্কের প্রয়োজন। দ্বিতীয় গণিতজ্ঞের মত, অঙ্ক সব্বার জিনের মধ্যেই আছে, অঙ্ক সব্বাই পারবে, প্রয়োজন কেবল সঠিকভাবে বোঝানোর।
তর্ক যখন তুঙ্গে, তখন সেখান দিয়ে একটা মাতাল যাচ্ছিল। প্রথম গণিতজ্ঞ মাতালটাকে দেখিয়ে তাচ্ছিল্যের ভঙ্গীতে দ্বিতীয় গণিতজ্ঞকে বলল, "এই মাতালটাও তাহলে অঙ্ক বোঝে, কি বল?"
দ্বিতীয় গণিতজ্ঞ বলল, "আলবাৎ বোঝে!"
"তাহলে চল, হাতেনাতেই দেখা যাক," বলে প্রথম গণিতজ্ঞ মাতালটাকে ডেকে জিজ্ঞেস করল, "বল্ তো দেখি, ২/৩ বড়, না ৩/২?"
মাতাল কিছুই বলতে পারল না, ফ্যালফ্যাল করে দুই গণিতজ্ঞের মুখের দিকে চেয়ে রইল। প্রথম গণিতজ্ঞ বিজয়ীর হাসি হেসে বলল, "বলেছিলাম কি না, অঙ্ক বোঝা সব্বার কম্ম নয়!"
"দাঁড়াও, আমি একবার চেষ্টা করি," বলে দ্বিতীয় গণিতজ্ঞ এবার মাতালকে জিজ্ঞেস করল, "আচ্ছা ভাই, বল্ তো দেখি, কোনটা বেশী ভাল? ২ পেগ মদ ৩ জনে ভাগ করে খাওয়া, না কি ৩ পেগ মদ ২ জনে ভাগ করে খাওয়া?"
মাতাল মাথা চুলকে হেসে বলল, "আজ্ঞে ৩ পেগ মদ ২ জনে ভাগ করে খাওয়া।"
Moral : সব সময় থিওরি কপচালে হবে না, তাকে সাধারণ মানুষের উপযোগী করে প্রয়োগ করতে জানতে হবে। গণিতের সাথে মানুষের সম্পর্ক একদম প্রথম দিন থেকে। শুধু একটু সহজ করে বোঝালেই হবে।
(এটা সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত)
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৭
গেছো দাদা বলেছেন: বুঝেছি। কেমিষ্ট নিয়েও একচা রম্য লিখতে হবে। তাইতো ? হা হা হা।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর রম্য।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৮
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
বাউন্ডেলে বলেছেন: সহজ মনে হয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৮
গেছো দাদা বলেছেন: কেন ?
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০২
কামাল১৮ বলেছেন: আমি গনিত যদিও বা বুঝি কেমিষ্ট মোটেই বুঝি না।এটা সহজ ভাবে কি ভাবে বুঝবো।