নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯০৪ সালে ঢাকার পিলখানা এলাকায় হাতির পালের দৌড়।
হাতিরপুল, ঢাকা।৭০ এর দশক।
১৯০৪ সালে ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ গেট ।
পুরানা পল্টনের বটতলা মসজিদের সামনে ঢাকার নবাবদের অশ্বারোহী রক্ষীদল। এঁরা ছিলেন মূলত 'তুর্ক-সওয়ার'।
সময়কাল: ১৮৮০-এর দশক ।
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।ছবিটি তুলেছেন: লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফার জেমস বার্ক।
পাকিস্তান আমলে গুলিস্তান সিনামা হলের পাশে CHU CHIN CHOW রেস্টুরেন্টের এর আডভারটাইজ।
ঢাকার একটি রাস্তায় কলাগাছ , চাষাবাদ করা হচ্ছে না .। চোরে ম্যানহলের ঢাকনা খুলে নিয়ে গেছে , যাতে এক্সিডেন্ট না হয় তাই কেউ দয়া করে এটি বসিয়ে দিয়ে গেছে । নিউজ - ১৬ অক্টোবর ১৯৭২ সাল ।
বড় ছেলের বিয়ের দিনের ছবিতে অভিনেতা
ওয়াসিমুল বারী রাজীব।
সময়কাল :১৯৯০ এর দশক।
৪ জুন ১৯৯৯ : ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয়লাভ করায় এ দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশাল এক জনসমাবেশে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ক্রিকেট দলকে উপহার স্বরূপ ৫০ লক্ষ টাকার চেক প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাসায় কার্যত ব*ন্দী করে রাখা হয়েছিল। ১৭ ডিসেম্বর ১৯৭১, সেখান থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তাঁদের মুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করার পর সাধারণের উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব (৮ আগস্ট ১৯৩০ - ১৫ আগস্ট ১৯৭৫) ।
এ বাড়ির সামনেই শহীদ হয়েছিলেন ডাঃ ডোরা এবং তাঁদের গাড়িচালক মনির।
ছবিঃ আব্বাস আত্তার ।
তথ্যসূত্র: গেরিলা ১৯৭১
("বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র" থেকে পাওয়া।)
২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১২
কামাল১৮ বলেছেন: আপনাকে আবার ব্যান করলো কেনো।অনেক পুরনো ছবি দেখতে পারলাম আপনার সৌজন্যে।এই জন্য ধন্যবাদ।চাইনিজ হোটেলটিতে কয়েকবার খেয়েছি।সাথে বার ছিলো।স্বাধীনতার আগে এবং পরে।
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৭
গেছো দাদা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
"আপনাকে আবার ব্যান করলো কেনো।"
জানি না দাদা। কোনো শোকজ বা নোটিস পাই নি।
৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৯
শেরজা তপন বলেছেন: দাদা দেখি বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যত নিয়ে ইদানিং খুব চিন্তিত
অভিনেতা রাজিবের ছেলের বিয়েতে দাওয়াত খেয়েছিলেন নাকি?
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০১
গেছো দাদা বলেছেন: বাংগালি হিসেবে এটাই তো স্বাভাবিক। তাই না ?
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০৫
গেছো দাদা বলেছেন: অভিনেতা রাজিবের ছেলের বিয়েতে দাওয়াত খেয়েছিলেন নাকি?
নিমন্ত্রণ পেয়েছিলাম। তবে আমি হালাল খাবার খাই না। তাই যাই নি।
৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: গেছো দাদা বলেছেন: @রাজিব নুর দাদা।
সামুতে comment ব্যান এ আছি। আপনার ব্লগে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে পারছি না। এখানেই শুভেচ্ছা জানাই। ভালো থাকুন,আনন্দে থাকুন।
ধন্যবাদ। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ।
আপনি কমেন্ট ব্যানে আছেন শুনে আমার মন খারাপ হলো।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০৮
গেছো দাদা বলেছেন: আপনি পরিবার সহ অনেক অনেক ভালো থাকুন।
৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: পুরোনো ছবি গুলো দেখে ভালো লাগলো।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০৯
গেছো দাদা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
বিজন রয় বলেছেন: আগেও দেখেছি। আবার দেখলাম।
তবে শেষের ছবিটা আগে দেখিনি।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১১
গেছো দাদা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
তবে শেষের ছবিটা আগে দেখিনি।
আমিও আগে দেখি নি।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮
ক্ষআড়আ আডআম বলেছেন: One tip for playing slither io is to always keep an eye out for snakes around you, especially when you are near the central area. Good observation will help you avoid surprise attacks. https://slitheriogame.io
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮
Wewe বলেছেন: This post was very helpful. Appreciate the practical tips! https://1deposit.co.nz/
৯| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭
ফহেত ঠগযডপ বলেছেন: Gratitude for the effort you've put into crafting this informative piece. https://917.osttopstfreeware.com
১০| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭
ফহেত ঠগযডপ বলেছেন: Gratitude for the effort you've put into crafting this informative piece. https://917.osttopstfreeware.com
১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭
ফহেত ঠগযডপ বলেছেন: Gratitude for the effort you've put into crafting this informative piece. https://917.osttopstfreeware.com
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১২
গেছো দাদা বলেছেন: @রাজিব নুর দাদা।
সামুতে comment ব্যান এ আছি। আপনার ব্লগে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে পারছি না। এখানেই শুভেচ্ছা জানাই। ভালো থাকুন,আনন্দে থাকুন।