নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : বাংলাদেশ কি ত্রিপুরা দখল করতে পারবে ?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১

ত্রিপুরা রাজ্য আমাদের লাগবে।
সিলেট থেকে চট্রগ্রাম যেতে আমাদের ৪০০ কিঃমিঃ বেশী সময় লাগে, সেক্ষেত্রে ত্রিপুরা আমাদের হলে মৌলভীবাজার থেকে কয়েক কিলোমিটার পার হয়ে চট্রগ্রাম যাওয়া যাবে, সুতরাং ত্রিপুরা আমাদের লাগবে।

আমাদের ব্রাহ্মণবাড়ীয়াকে দায়িত্ব দেন। বাকিটা আমরা সামলে নিব ইনশাআল্লাহ আপনারা কি আমার
সাথে একমত ?

লিখলেন Md Mozamel Islam । =p~

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪১

কামাল১৮ বলেছেন: এই উপমহাদেশে বড় রকমের একটা যুদ্ধ হলে অনেক মান চিত্র পাল্টে যাবে।যুদ্ধটা শুরু হবে চীনের তাইওয়ান দখল নিয়ে।প্রস্তুতি চলছে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

আমি নই বলেছেন: তোমরা টিভিতে প্রচার করতেছো তোমাদের চট্রগ্রাম লাগবে, এটা তার রিপ্লাই। তোমরা ভালো হয়ে যাও, রিপ্লাইও ভালোই পাবা। বালপাকনা শুভেন্দু অধিকারির মত কথা বললে, বালপাকনা উত্তরের আশাই করিও।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৩

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার মতো কিছু সাম্প্রদায়িক প্রজাতি,বাংলাদেশেও আছে। তারাই ঐ রকম স্বপ্ন দেখে।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৫

কাঁউটাল বলেছেন: শুধু শুধু ত্রিপুরার গেছো দাদাদের দায়িত্ব বাংলাদেশ নিতে যাবে কেন? উহাদেরকে ইন্ডিয়ার ঘাড়ে থাকতে দেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব হলো ফালতু কথাবার্তা। আপনি খুবই সাম্প্রদায়িক লোক।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৬

কামাল১৮ বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ লোকই ফালতু।মাদ্র্রাসা শিখ্যাসহ নিম্নমানের শিখ্যা ব্যবস্থা এর জন্য দায়ী।আমিও এই দলের এক জন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.