নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : নো পলিটিক্স প্লীজ B:-)

২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

আজগুবি নগর মিউনিসিপ্যাল হসপিটালের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক বিরাট মঞ্চ করে জনসভা শুরু হয়েছে। চাঁদের হাট বসে গেছে সেখানে। এলাকার যত গুনীজন, রাজনৈতিক নেতা, ডাক্তার, কবি, গায়ক সবাই উপস্থিত। তার মধ্যে ঐ হাসপাতালে যোগ দেওয়া প্রথম ডাক্তারও উপস্থিত।

সভার উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের, কিন্তু তিনি উদ্যোক্তাদের ফোন করে বল্লেন যে তাঁর পৌঁছতে কয়েক মিনিট দেরি হচ্ছে,সভার উদ্বোধনী ভাষণ যেন অন্য কেউ দিয়ে দেয়।

অতঃপর সভায় উপস্থিত ঐ হাসপাতালের প্রথম ডাক্তারের উপর দায়িত্ব পড়লো উদ্বোধনী ভাষণ দেওয়ার।

ডাক্তার মাইক হাতে নিয়ে শুরু করলেন, "নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাকে হয়তো চিনবেনা, আমি এই হাসপাতালের প্রথম ডাক্তার ছিলাম। আমার এখনও মনে আছে, যেদিন আমি কাজে যোগ দিলাম, হাসপাতালের পরিষেবাও সেদিন থেকেই শুরু হল। আর আমার প্রথম পেশেন্ট ছিলো এক চোর। তাকে লোকেরা মেরে আধমরা করে হাসপাতালে নিয়ে এসেছিলো। চিকিৎসা করতে গিয়ে ঐ চোরের আরও অনেক রোগ ধরা পড়লো। যেমন মদ গাঁজা, ড্রাগস, এসব নেশা করে করে তার লিভার, ফুসফুস ক্ষতিগ্রস্ত। এমনকি তার কিছু গুপ্তরোগও ধরা পড়লো। যাই হোক অনেক অনেক পরিশ্রম করে আমি তার রোগগুলো সারিয়ে তুলেছিলাম। জানিনা,আজ সে কোথায়............."

একটু পরেই চেয়ারম্যান সাহেব সভাস্থলে এসে উপস্থিত হলেন। ডাক্তার বাবুও তাঁর ভাষণ তখনি শেষ করে চেয়ারম্যানের হাতে মাইক্রোফোন তুলে দিলেন।

এবার চেয়ারম্যান সাহেব মাইক হাতে শুরু করলেন, "এই হাসপাতালের শুরুর দিন থেকেই আমি এর সঙ্গে জড়িত। আমিই এই হাসপাতালের প্রথম পেশেন্ট ছিলাম। এই হাসপাতালের প্রথম ডাক্তার বাবু সবার প্রথমে আমারই চিকিৎসা করেন.........." =p~ =p~ =p~

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের ভারতে ভালো মানের ব্লগ সাইট নেই? নাম বলেন তো দুই একটা! ঢু মেরে দেখি।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতিচমৎকার রম্য!

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় লেখক নিশ্চ্যই শিবরাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.