নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

৫ মাসে কি বুঝলেন, স্বাধীনতা-বিরোধীরা কি দেশ চালাতে পারবে?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৬



শেখ হাসিনাকে স্বাধীনতা-বিরোধীরা, জামাত-শিবির, হিজুরা উৎখাত করেনি, উহাকে উৎখাত করেছে আমেরিকান এম্বেসী, ঠিক যেইভাবে ১৯৭৫ সালে বেকুব শেখকে হত্যা করেছিলো। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আমেরিকার পকেটে বসবাস করে। এম্বেসী এখানে পাকিস্তানী মিলিটারী ইন্টেলিজেন্স, আইএসআইকে কাজে লাগায়েছে। আইএসআই সব সময় জামাত-শিবির ও বিএনপি'কে সাহায্য করে আসছিলো; ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য আইএসআই সব সময় আমেরিকান এম্বেসী ও জামাত-শিবিরের সাথে কাজ করছে।

শেখ হাসিনা স্বাধীনতাকামীদের ক্ষতি করে গেছে, পুরো জাতিই ( এমনকি জামাত-শিবির, বিএনপিও ) আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু জামাত-শিবির ও বিএনপি সাময়িকভাবে ক্ষমতা পেয়ে, আঁউক্কিতে ভুগছে, ভাবছে যে, তারা জয়ী হয়েছে; এই বিজয় গলা দিয়ে নীচের দিকে নামবে না।

সেক্রেটারিয়েটে আগুন কে লাগায়েছে? ব্লগারদের বড় অংশ মন্তব্য করেছেন যে, ইহা আওয়ামী সন্ত্রাসীদের কাজ! জিনিষপত্রের দাম কে বাড়াচ্ছে, টাকার মুল্য কে কমাচ্ছে? শিক্ষকদের কাজ থেকে হটিয়ে দিচ্ছে কারা, বেক্সিমকোর কর্মচারীরা চাকুরী হারাবে; সবই "ফ্যসিষ্ট" আওয়ামীরা করাচ্ছে; মানুষ আওয়ামীদের উপর ক্ষেপে যাবার কথা।

কিন্তু ৫ মাসে ইহা কি ক্রমেই পরিস্কার হচ্ছে কিনা যে, ছেলেরা ২ পয়সার বুদ্ধিজীবি; এরা দেশের চৌদ্ধগোষ্ঠী উদ্ধার করতে পারবে না! ড: ইউনুস কি জাতির আস্হা পেয়েছে? ড: ইউনুস সম্পর্কে আমার নতুন ধারণা হলো, উনি পশ্চিমা বিশ্বের সততাকে কাজে লাগিয়ে, দরিদ্র বাংগালীদের নামে "সুদহীন ডলার" এনে নিজে বিলিওনিয়ার হয়েছে; সে শেখ হাসিনার উপর রেগে ও ভুলক্রমে বাংলাদেশের সাময়িক সরকারের প্রধান হয়ে আটকা পড়েছেন শিবির ও হিজুদের হাতে। উনার বিলিয়ন রক্ষা করতে ও প্রাণে বাঁচার জন্য তিনি এই মাড়কষাদের থেকে একদিন পালাবেন; কিংবা শেখ ও জিয়ার সাথে সাক্ষাৎ করতে যাবেন।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

কামাল১৮ বলেছেন: দেশ চলছে খুড়িয়ে খুড়িয়ে।যে কোন সময় অচল হয়ে যেতে পারে সরকার।জয়শঙ্কর দেশে আসার পর একটা কিছু আঁচ করা যাবে।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

জেনারেশন৭১ বলেছেন:



পাকিস্তান শিবির, হিজু, জামাত ও বিএনপি'র তরুণদের গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এতো অস্থির হওয়ার কোন কারণ নেই; অযথায় কেন অস্থির হচ্ছেন? আপনি বাংলাদেশ বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ভাবুন তাতে আপনার শরীর ভালো থাকবে। আপনি বাংলাদেশে এসে কিছু একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, ব্লগারদের চাকুরী দেবেন ইত্যাদী ইত্যাদী বলেছিলেন সেই ইচ্ছা কি এখনো আছে?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন৭১ বলেছেন:



দেশ মিলিটারী, আমেরিকান এম্বেসী, আইএষআই ও স্বাধীনতা-বিরোধীদের কবলে; পাকিস্তান চায় যে, দেশে গৃহযুদ্ধ হোক।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


পারবে ব্যাপারটা আপেক্ষিক।দেশ চলছে,দেশ দখল হয়েছে,দেশ ভাগাড়ে যাচ্ছে,দেশ চলছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

জেনারেশন৭১ বলেছেন:




১০৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান আমাদের দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: দেশে আওয়ামী লীগ যে ভাবে চালাতো তার চেয়ে খুব একটা উন্নতি হয় নাই। ঘা সারাতে সময় লাগবে। সমস্যা হলো যারা শেখ হাসিনাকে সরিয়েছে এরা চরমপন্থি মনোভাবের। এরা বুঝে ডাইরেক্ট একশন। তবে এই চরমপন্থীরা কিভাবে এত শক্তি অর্জন করলো? তা জানতে হলে( আপনি সবই জানেন) চোখ রাখুন সামুতে। B:-)

আগামী বছর আশা করি আপনি মুক্ত ভাবে ব্লগে বিচরণ করতে পারবেন। সামুর সান্টার কাছে চিঠি লিখবো ভাবছি। আস্তিক- নাস্তিক, ভাদা-পাদা, আওয়ামী লীগ-এন্টি আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা- ভুয়া মুক্তিযোদ্ধা সবার মত প্রকাশের স্বাধীনতা চাই।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন৭১ বলেছেন:




আমাদের তরুণদের দখল করেছে পাকিস্তানী সংস্কৃতি; সব আওয়ামীরা টাকা ও সম্পদ চুরি করেনি; আওয়ামীরা বেরিয়ে আসবে। পাকিস্তান চাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগাতে; তারা তরুণদের সেই পথে নিয়ে গেছে।

জুল ভার্ণ "মুক্তিযুদ্ধের স্মৃতি (১৪ )" নামে ১টি পোষ্ট লিখেছে; উহা ১ জনেরও মন্তব্য পায়নি; কারণ কি?


৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তিনায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমাদের প্রিয় নবীজীকে নিয়ে কুৎসিত হাসি তামাসা করলেন এটা নিয়ে কোন হুজুর কোনো প্রতিবাদ করলেন না।

দেশে কি নবী প্রেমিক সব মরে গেছে নাকি?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

জেনারেশন৭১ বলেছেন:


নবীকে ভালোবাসার মতো কিছু নেই; মানুষ ভালোবাসে নিজের স্ত্রী, ছেলেমেয়ে ও নিজের পরিবারকে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আগামী বছর আশা করি আপনি মুক্ত ভাবে ব্লগে বিচরণ করতে পারবেন। সামুর সান্টার কাছে চিঠি লিখবো ভাবছি। আস্তিক- নাস্তিক, ভাদা-পাদা, আওয়ামী লীগ-এন্টি আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা- ভুয়া মুক্তিযোদ্ধা সবার মত প্রকাশের স্বাধীনতা চাই।

মনে হয় না। আমি নতুন এক জন ব্লগার নান্দাইল এর ইউনুস এর ব্লগ অনুসরণ করতাম। এখন তার পোস্ট পড়তে গিয়ে দেখি ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হইয়াছে।

ইহা তো কোন বাক স্বাধীনতা হতে পারে না।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগার জানা ১টি মহান কাজ করেছিলেন, সামুকে চালু রেখেছিলেন; কিন্তু ব্লগটিমে তিনি দক্ষ মানুষ নিয়োগ দেননি।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন@ আমার সন্দেহ হয় আপনি কি নান্দাইলের ইউনূছ নামে ছদ্মবেশে ব্লগ করতেন। মাল্টি নিক আরকি! B-)

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কার জন্য এত কষ্ট করছেন? আমেরিকাতে জীবনটা শান্তিতে কাটান। শেখ হাসিনাবিহীন বাংলাদেশ অনেক ভাল আছে...

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

জেনারেশন৭১ বলেছেন:





আমি চাচ্ছি, আপনার মতো বাংগালীরা যেন বুঝেন যে, আমাদের তরুণদের সন্ত্রাসী, জংগীতে পরিণত করেছে পাকীরা; ছাত্রদের কমান্ডোতে পরিণত করেছে, তারা ১৯৭১ সালের প্রতিশোধ নিচ্ছে। জাতির তরুণদের পুরো পাকিস্তানী তালেবানদের পর্যায়ে নিয়ে গেছে আইএসআই।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০

সৈয়দ কুতুব বলেছেন: শুনেন ভুয়া কাউকে আমার মতো স্বাধীনতার ২৫/২৬ বছর পর জন্মানো পাবলিক শুধু বইয়ের জ্ঞান দিয়ে ধরতে পারবে না। উহা আপনাদের পক্ষে সম্ভব। তবে আপনার যে স্মৃতি শক্তি অনেক ভালো তার প্রমাণ পাওয়া যায় মুক্তিযুদ্ধের বর্ণনা দেয়ার সময়। আপনি যুদ্ধের সময় যুদ্ধ করেছেন আবার পড়াশোনা করেছে ফাটিয়ে। আওয়ামী লীগে আমি এমন ভাবতাম একজন কে তার নাম তৌফিক ই এলাহী বীরবিক্রম। কিন্তু তিনি তো দেখি পাক্কা চোর।


আমার পক্ষে অনেক আগের ইতিহাস নিয়ে কাউকে ধরা কোনদিন সম্ভব নয়। আমি চলমান ঘটনার উপর কেবল ফোকাস করি। বই পড়ে প্রাপ্ত জ্ঞান আর অভিজ্ঞতা হতে প্রাপ্ত জ্ঞান সমান নয়। সেটা আপনার দুটোই আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

জেনারেশন৭১ বলেছেন:



আমি চোখের সমস্যায় বই কম পড়তাম, সবাই আমাকে বই পড়তে বলতেন! কাহাদের বই পড়বো? বাংগালী লেখকদের ৯০ ভাগ বই গার্বেজ, এমন কি টেক্সট বইতেও সমস্যা আছে। বই পড়তে হবে বিখ্যাত মানুষদের ( বিশেষ করে পশ্চিমা লেখকদের )।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি সবসময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেন। উহাতে দোষ নাই কিন্তু শেষ ৮/১০ বছর আওয়ামী লীগ-ছাত্রলীগ মিলে অনেক কষ্ট দিয়েছে। আমরা সাধারণ মানুষ ও কিছু কিছু বুঝতাম যে শেখ হাসিনার সব কিছুর উপর নিয়ন্ত্রণ নাই। অনেক বার সংবাদ সম্মেলনে তার প্রমাণ পেয়েছি। আপনার বিরুদ্ধে ব্লগে অনেকের অভিযোগ আপনি সবাইকে তার জ্ঞান নিয়ে কটাক্ষ করেন। কিন্তু অনেকে এইটা বুঝেন না যে আপনার সাথে দেশ বিদেশের অনেক ক্রিটিকাল বিষয় নিয়ে কথা বলা যায়। আপনার ব্লগে তাই আমার কমেন্ট বেশি দেখে অনেকে ভাবেন আমি আপনার মাল্টি নিক কিনা। কিন্তু ব্লগে আমি আমি কোন কিছু শেয়ার করবো কারো সাথে এমন লোক নাই। কেউ নিজের ব্লগে কমেন্টের পর্যন্ত উত্তর দেন না। আমার কাছে তাই অপু তানভীরের থেকে আপনার গুরুত্ব বেশি। আপনি আপনার সাধ্যমত জবাব দেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৪

জেনারেশন৭১ বলেছেন:




১৯৭২ সাল থেকে আমার ধারণা ছিলো যে, ছাত্রলীগ আমাদের ইউনিভার্সিটিগুলোকে গরুঘরে পরিণত করেছে; তোফায়েল, রব, সিরাজুল আলাম খান, শেখ মনি, প্রমুখ আমাদের জাতিকে পংগু বানাচ্ছে। আমি ভেবেছিলাম যে, শেখ ইহাকে বন্ধ করবেন; কিন্তু শেখ বেকুব ছিলেন, উহাকে বন্ধ না করায়, শেখ হতয়ায় ছাত্রলীগ ১টা বড় ফ্যাক্ট হয়েছিলো।

আমি ব্লগে আসতাম, ব্লগারদের মাঝে কতজন মানসম্পন্ন শিক্ষিত বাংগালী আছেন, তা বুঝার জন্য; এখন আসি অভ্যাসবশত:।

আমি বলতাম, সবাই সব বিষয়ে লেখা উচিত নয়। জুল ভার্ণ "মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ", করে পোষ্ট দেয়ায় ১ জনও মন্তব্য করেননি; ইহাতে মুক্তিযুদ্ধই অপমাণিত হয়েছে। আমি সেজন্য "জুতার মালার লোক নিয়ে লিখে নিজকে পরীক্ষা করে দেখেছি"; না;হয় আমি জ্জুতার মালার ( মিডিয়াতে আসা বিষয় ) লোক নিয়ে পোষ্ট লিখতাম না।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে কি ঘটনা ঘটেতে পারে বলে মনে করেন। ৭৫ আওয়ামী লীগকে একুশ বছর ঠেঁকিয়ে রেখে ছিল। চব্বিশ আওয়ামী লীগকে কত বছর ঠেঁকিয়ে রাখতে পারবে বলে মনে করেন?

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৯

জেনারেশন৭১ বলেছেন:



ট্রাম্প এলে, আমেরিকান এম্বেসী বাংলাদেশ নিয়ে বিপদে পড়বে; সে চাইবে না যে, আমেরিকা এই অপ্রয়োজনীয় দেশ নিয়ে মাথা ঘামাক; এতে দেশে পাকিস্তান ও মুসলিম জংগীদের উপস্হিতি বাড়বে।

এবার আওয়ামী লীগ ১ বছরের মাঝে রাস্তায় নামবে।
মতিয়া ছৌধুরী বেঁচে থাকলে এখুনি উনাকে রাস্তায় দেখা যেতো। রাজাকরারদের উত্তরসুরীদের ট্রেনিং দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তান।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এবার আওয়ামী লীগ ১ বছরের মাঝে রাস্তায় নামবে।
মতিয়া ছৌধুরী বেঁচে থাকলে এখুনি উনাকে রাস্তায় দেখা যেতো। রাজাকরারদের উত্তরসুরীদের ট্রেনিং দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তান।
আপনার চিন্তাধারা সঠিক হতে দেখেছি। আমারো মনে হয় আওয়ামী লীগ অল্পতেই ঘুরে দাঁড়াবে। সেই ভয়েই হয়ত বিএনপি দ্রুত ক্ষমতা চাচ্ছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৫

জেনারেশন৭১ বলেছেন:



আওায়মী সাপোর্টারেরা পাকী কমান্ডোদের থামার জন্য বিএনপি'কে এখন সাপোর্ট দিতে পারে। তৃণমুলের আওয়ামীরা আওয়ামী লীগের বড় চোরদের দেশে আসার পক্ষে নয়।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মহাজাগতিক কাগু@বাংলাদেশের ক্ষমতায় জামাত আসবে বলে মনে হয় না। এমন একটি দল যাদের ১০ জন নেতার নাম সঠিক ভাবে কেউ বলতে পারবে না। বিএনপি সেনাবাহিনী কোন ম্যাজিক না করলে ক্ষমতায় যেতে পারে। তবে ছাত্রদের প্লান ১০/১৫ বছর! অর্থাৎ আরো ৫ বছর হয়তো বাকি আছে। অনেক সময়!

৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বেরিয়ে আসবে ও কামন্ডো ছাত্রদের দিন দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৯

আদিত্য ০১ বলেছেন: পুচকে ছেলেরা যারা এখন নেতা যাদের কথায় সবকিছু হচ্ছে। তারা তো আল্টিমেটাম দিয়েছে ৩১ ডিসেম্বরে সব ঘোষনা করবে। এদের দম্ভ আর অহমিকা এদের অনিবার্য পতনের নিশানা দেখতে পাচ্ছি, এই ছেলেগুলার যে কি হবে। এরা অনুমান করছে না যে দেশ কোন বিভীষিকায় আছে। এদের ওপর জনগনের বড় অংশ ক্ষিপ্ত। এদের ধর মার কাট উদ্ধত্বের কারনে অনেকেই নিরব আছে, এই নিরবতা বিস্ফোরণ ঘটবে, এইটা বিএনপি একটু হলেও জানে বুঝে, কিন্তু এই পুচকে ছেলে গুলো রাজনীতিতে আনাড়ী এরা যা ইচ্ছে বলছে আর দম্ভ আর অহমিকায় সব কিছুকে ধর মার কাট উদ্ধত্বের চরমে নিয়ে যাচ্ছে, আহারে এই পুচকে ছেলেগুলা নিজেদের দুইদিনের ক্ষমতায় কি যে কি ভাবছে

৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৮

জেনারেশন৭১ বলেছেন:




ছেলে এইগুলো ক্রিমিনাল, এরা দেশ ছেড়ে পালাবে।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

আদিত্য ০১ বলেছেন: @সৈয়দ কুতুব ছাত্রদের কথায় ও ঊদ্ধত্ব আচরনে অনেকেই ক্ষিপ্ত, আমার মনে হইয়েছিলো এরা রাজনৈতিক দল করলে সামনে নির্বাচনে ভোট পেয়ে জয়ী হবে কিন্তু এদের যে কথায় ও ঊদ্ধত্ব আচরন তাতে এদের পতন অনিবার্য, একটার কথায় শ্রুতি মধুর বা মেচুরিটি নাই। মনে হয় গলীর মধ্যে ছিগারেট টানা আর কলার খুলে দাঁড়িয়ে থাকা পাতি নেতা "ওই ওরে ধর" ডিপজলের মত কত " ৩১ ডিসেম্বরে তোদের সান্ডে মান্ডে কুলুজ কইরা দিমু, আমারে চিনস"। মনে হইতেছে সারজিসে আর হাসনাতের বাপ দাদার সম্পত্তি।

ধরলাম জুলাইয়ে পুলিশ নিয়ে ১০০০ মারা গেছে। কিন্তু ৭১-এ ৩০ লাখ মারা গেছে। এই দিকে থেকেও ৭১ অনেক অনেক বড়। যদিও যুক্তিটা লেইম। কিন্তু ভয়নাক নারকীয় এই তান্ডবে মিত্র ছিলো জামাত। আর এই জামাতকে মিত্র বানাইছে আজকের বৈষম্য বিরোধী। এগুলা কেউ বুঝে না। এরা যে দম্ভ আর ধর মার কাট নিয়ে চলছে, ভবিষ্যতে এদের লেজ জামাতই কেটে দিবে, এরা রাজনৈতিক দল করলেই যে সেটা খুব জনপ্রিয় হবে তার কোন নিশ্চয়তা নেই। অন্য ৩০/৩১ টা ছোট দলের মত থাকতে হবে। কিন্তু এদের কথা বলা দম্ভ আর ধর মার কাট নিয়ে আস্ফালন অনেকেই ক্ষিপ্ত, এদের সরকার আছে বলেই কিছুই বলছে না।

এদের পতন অনিবার্য, দেইখেন

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

আদিত্য ০১ বলেছেন: @সৈয়দ মশিউর রহমান

দেশ নিয়ে আপনি যেমন ভাবেন, সেভাবে প্রতিটা নাগরিক ভাবার অধিকার আছে ও লেখার অধিকার আছে, অস্থির হওয়ার অধিকার আছে, মনে হচ্ছে আপনার গাঁ জ্বালা শুরু হইয়েগেছে। অপু, জটিল, জুমা, জুন এই আপনাদের এত সমস্যা কেন? দেশ সামু সবকিছুই কি আপনাদের বাপ দাদার সম্পত্তি? তাই তো মনে হয়। হ্যা আমি আওয়ামীলীগ করি তাতে আপনার কি? আপনার কথায় জামাতের গন্ধ থাকলে আমার কথায় আওয়ামীলীগ থাকবে। আপনার জামাত ৩০ লাখ মানুসকে মেরেছে। সেইটা আপনাদের কাছে কিছুই মনে হয় না, আপনার তো এই লাখকে জিরো বানাই দিছেন, এইবার আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেই দিচ্ছেন না। আপনারা সামুতেও যে টুনে কথা বলেন বা ব্লগ লিখেন মনে পাড়ার গলিতে বসে থাকা পাতি নেতা

৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫০

জেনারেশন৭১ বলেছেন:



মশিউর রহামান ফাঁসকরা প্রশ্ন পেলেও কোন বিষয়ে ব্যাচেলর করতে পারার সম্ভাবনা নেই।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামায়েত শহিদ মিনারে গিয়ে
ঘোষনা প্রদান করবে ????
...................................................
ভুতের মুখে রাম নাম !!!

৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫০

জেনারেশন৭১ বলেছেন:



জামাতের রাজনীতি হলো মানুষ হত্যা ও আমীরদের ফাঁসী।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার আদিত্য ০১
আপনি কেমন আছেন? যেমনি থাকুন তাতে আমার মাথা ব্যথার কারণ নেই। যাকে প্রশ্ন করেছি তিনি উত্তর দেবেন। কিন্তু আপনার পাছায় চুলকানী কেন হচ্ছে? অ্যালবেন, অ্যালমেক্স এগুলো খাবেন গুড়া কৃমি মরে যাবে।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনারা লেজেগোবরে করিয়া ফেলিয়াছেন।
এখন আবার নাকি নতুন সংবিধানের ঘোষণা দিবেন।
নেপথ্যে কারা যে কত টাকা দিচ্ছে এদেরকে কে জানে?

৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

জেনারেশন৭১ বলেছেন:




এতদিন শেখ হাসিনা জাতির ক্ষতি করেছে; এখন উনাকে দরকার, পাকী কামন্ডগুলোকে শায়েস্তা জন্য উনিই সঠিক ব্যক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.