নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৪৭ সাল থেকেই ভারত বিদেশী পণ্য ও রিলিফ পরিত্যাগ করে আসছে; আজকের বাংগালী বুদ্ধিজীবিরা বলছে, ভারত নাকি চীনের উপে নির্ভরশীিল! এসব বুদ্ধিজীবিদের সৌদী আরবে রপ্তানী করলে জাতি লাভবান হবে।
শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ায় স্বাধীনতা-বিরোধীরা, শেখ হাসিনা-বিরোধীরা ও আমাদের অপদার্থ ছাত্র শ্রেণী ( এরা পরীক্ষা দেয়নি ও দেশে অরাজকতা সৃষ্টি করেছে ১০০ ভাগ ) ভারতকে মোটামুটি জাতীয় শ্রত্রু হিসেবে ঘোষণা দিয়ে প্রশ্মফাঁস মানের বক্তব্য রাখছে মিডিয়ায়।
আমাদের মিডিয়া, সোস্যাল মিডিয়া ও ব্লগারেরা নীচু মানের কথা বলছেন, পোষ্ট লিখছেন; ভারত সম্পর্কে ব্লগে যেসব পোষ্ট আসছে, ইহা আমাদের ব্লগারদের জ্ঞান সম্পর্কে ভীতিকর তথ্য দিচ্ছে:
১) চীন পণ্য না'দিলে, ভারত না খেয়ে মরবে: বাংগালীদের মাঝে যারা ভারতের অর্থনীতি বুঝেন, তাঁরা জানেন যে, ১৯৪৭ সাল থেকেই ভারত বিদেশী পণ্য পরিত্যাগ করে আসছে; চীনা পণ্য তো দুরের কথা জাপানী গাড়ী, আমেরিকার কোকাকোলা ভারতে প্রবেশ করতে পারেনি ৪০/৫০ বছর; ভারত সব সবকিছুতেই স্বনির্ভর।
ভারতের ৪টি বড় কর্পোরেশনের ( টাটা, রিলায়েন্স, লাইফ ইন্সুরেন্স, ইন্ডিয়ান অয়েল ) বার্ষিক রেভেনিউ আমাদের জিডিপি থেকে বেশী।
২) শীঘ্রই ভারতের অর্থনীতি কলাপস করবে ( লিখেছিলেন এক সময়ে আরবে প্রবাসী ১ জন ব্লগার ); ইহার বিপরিতে আমি একটি পোষ্ট লিখেছিলাম ( "জাতির ভর্তা বিশষজ্ঞের প্রেডিকশান, "ইন্ডিয়ার অর্থনীতি কলাপস করবেই"। ); পড়তে দেড় মিনিট সময় লাগবে, চোখ বুলায়ে দেখতে পারবেন। একই লেখক লিখেছিলে্বন যে, ভারত ভিসা বন্ধ করায় আমরা লাভবান হচ্ছি!
৩) বাংলাদেশীদের ভিসা বন্ধ করায়, ভারতের মুদ্রার মান কমে গেছে; ইহা যিনি লিখেছেন, তিনি ব্লগে নিজ পরিচায়ে লিখেছনে যে, তিনি কমপ্লেক্স ব্যবস্হাপনায় দক্ষ।
৪) ভারত বাংলাদেশ আক্রমণ করলে উচিত শিক্ষা পাবে; ভারত কি কারণে বাংলাদেশ আক্রমণ করবে? আমাদের মিলিটারী কি এই ধরণের কোন সম্ভাবনার কথা বলেছে?
৫) মুক্তিযুদ্ধের "স্মৃতিচারণ" পোষ্টে ১টিও মন্তব্য পড়েনি; মুক্তিযুদ্ধের উপর এই মাসে লিখা ৪টি কবিতায় ১টিও মন্তব্য পড়েনি, কিন্তু ভারতের সাথে যুদ্ধের কথা লিখে ২০০টিরও বেশী পোষ্ট গড়ে ৪০টি করে মন্তব্য পেয়েছে,।
এগুলো ব্লগারদের নীচু জ্ঞান ও ভুল ধারণার প্রমাণ হয়ে থাকছে সোস্যাল মিডিয়ায়।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৩
জেনারেশন৭১ বলেছেন:
জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা জাতিকে ধ্ংস করেছে; এদের ইডিয়টগিরির সুযোগ নিয়ে ব্যুরোক্রটরা, সেনাবাহিনী, পুলিশ ও ব্যবসায়ীরা ডাকাতী করেছে; আপনাকে এদের সবার বিপক্ষে কথা বলতে হবে। এদের মাঝে বেগম জিয়া ও এরশাদ চোর ছিলো।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
যাঁরা লাইক দেন, তাঁদের জন্য ধন্যবাদ রলো; আমি পেছনের পাতার ব্লগার, আমার বেলায় লাইক বড় ধরণের কাজ করে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনারা কি শুরু করলেন? বাচ্চাদের কাজ কারবার! ভারত আত্মনির্ভরশীল দেশ। মধ্যপ্রচ্যের দেশগুলোতে চিফ এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট হেড, এইচআর হেড, জিএম, পিএম পজিশন গুলো ভারতের লোকজন যোগ্যতার সাথে ধরে রেখেছে দীর্ঘদিন যাবত।
বাংলাদেশের মানুষজন যদি এইভাবে কলিকাতাকে ভারত মনে করে! তাহলে তো বিপদের শেষ নেই। প্রবাসে - বাংলাদেশী প্রবাসী চাকরী জীবন নিয়ে খুব বড় ধরনের ঝুঁকিতে থাকবে।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১
জেনারেশন৭১ বলেছেন:
আমি ভারত, আমেরিকা ও ইউরোপ নিয়ে চিন্তিত নই; আমি সামুর লেখকদের নিয়ে চিন্তিত; সামুর ৯০ ভাগ লেখক গার্বেজ লেখক।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১
কামাল১৮ বলেছেন: আমি চীন ভারত দুই দেশ থেকেই আমদানি করেছি।২০০৮ সালের আগে।তুলনামুলক ভারত থেকে চীনের দ্রব্যের দাম অনেক কম।গুনগত মান ভারতের ভালো।আমাদের দেশের ক্রেতা গুনগত মান দেখে না তারা দেখে দাম।সেই সময়ে ভারত নিজেই চীন থেকে আমদানি শুরু করে।মুক্তবানিজ্য তখন জনপ্রিয় একটা শ্লোগান।ভারত তার বানিজ্য সবার জন্য উন্মুক্ত করে দেয়।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩০
জেনারেশন৭১ বলেছেন:
১৯৯০ সাল অবধি ভারতে বিদেশী পণ্যের চাহিদা ছিলো না; ২০১০ সাল অবধি ভারতে জয়েন্ট ভ্যানচার করে কেহ লাভের অর্ধেকও নইটে পারতো না।
ভরত সব কিছুতেই স্বনির্ভর। কিন্তু সামুর লিলিপুটিয়ানরা এগুলো কি লিখছে?
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। ভারত চীনের উপর নির্ভরশীল হলেই কি আর না হলেই কি আসে যায়, বাংলাদেশের কি?
২। আমাদের ব্লগার ফেসবুকার ইউটিউবারদের কথায় চীন ভারতকে পণ্য দেওয়া বন্ধ করে দিবে?
৩। একদিকে বাংলাদেশের মানুষ মশা মাছির মতো ঘ্যান ঘ্যান করছে - আরেক দিকে কলিকাতার লোকজন মশা মাছির মতো ঘ্যান ঘ্যান করছে! কোনো এক পক্ষতো এই ঘ্যান ঘ্যান বন্ধ করা উচিত। তাহলে আজ নয়তো কাল উভয়পক্ষের এই পঁচা ঘ্যান ঘ্যান বন্ধ হয়ে যেতো।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪১
জেনারেশন৭১ বলেছেন:
আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে, ব্লগের শিক্ষিতদের মাঝে ৯০ জনের সঠিক জ্ঞান ও ধারণা নেই।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:২০
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগের শিক্ষিতদের মাঝে শতকরা ৯০ জনের সঠিক জ্ঞান ও ধারণা নেই।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
হিন্দুস্তান আর পাকিস্তান ঘুরে ফিরে মূদ্রার একই পিঠ। এদের সাথে বাংলাদেশীর বন্ধুত্ব আর শত্রুতা দুইটিই ক্ষতিকর। এই কথা ব্লগে আমি মনে হয় শতবার লিখেছি। কিন্তু পাক ভারতের সাথে বাঙ্গাল কাঙ্গালের মতো লেগে আছে আজীবন! - এই নষ্ট পঁচা হতে বাঙ্গাল বের হতে পারেনি। আর পারবেও না। ব্লগার বের হতে পারেনি, ফেসবুকার জোকার কেউ বের হয়ে আসতে পারবে না।
পাকিস্তান আর হিন্দুস্তান ছাড়া বাংলাদেশ অচল। (মনে হয়) বাঙ্গালের মাথায় পাক ভারত ছাড়া আর কোনো চিন্তা নেই। আপনি নর্দমার মাছি সম্পর্কে জানেন? নর্দমার মাছির কাজ ঘুরে ফিরে নর্দমায় চলে যাওয়া। ইডিয়ট গুলো কোনোদিন নিজের দেশ নিয়ে ভাবতে পারেনি। পাক ভারত ছাড়া বিশ্বে আরো শত দেশ আছে সহস্র সহস্র শহর আছে সেই সব নিয়ে ভাবনা নেই। মালয়েশিয়া পাম আর রাবার চাষ করে কোথায় চলে গিয়েছে! মরিশাস ট্যুরিজম দিয়ে কোথায় চলে গিয়েছে! বাংলাদেশে এতো বড় সমূদ্রসৈকত বিদেশ থেকে কেউ আসতে চায় না। - এতো বর্বরের দেশে কে কোনো আসতে চাইবে?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪২
জেনারেশন৭১ বলেছেন:
আজকের ট্যুরষ্টরা ইন্দোনেশিয়া ব্যতিত কোন মুসলিম দেশে যেতে চাহে না।
বাংগালীরা সঠিকভাবে কোন দেশ বা জাতিকে বুঝার মতো শিক্ষিত নন। ভারতকে দেখার পরও বুঝে না, সেখানে কিভাবে জাপান, ইতালী বা জার্মানীকে বুঝবে?
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল ভয়ংকর ভাবে নির্ভরশীল। চীন যদি শুধুমাত্র লাইটিং ও লাইটিং র প্রডাক্ট রপ্তানি বন্ধ করে দেয় তাহলে দেশে বাতি জ্বলবে না। বাংলাদেশ আবার কুপি হারিকেনের যুগে চলে যেতে হবে।
২। দেশে খাদ্যদ্রব্যে যেই পরিমাণ ভেজাল তা কল্পনাকেও হার মানায়। ঔষধ ভেজাল, বাতাস দূষিত হয়ে গিয়েছে, পানি দূষিত হয়ে গিয়েছে। কোনো সরকার এইসব দেখার সময় পায়নি। শুধু দেখেছে ক্ষমতা আর টাকা। নিজের দেশের অর্থ সম্পত্তি চুরি চামারি করে হয় জেলে থাকবে নয়তো প্রবাসে রিফিউজির জীবন যাপন করবে। - চলমান প্রক্রিয়া, এই প্রসেসিং চলতে থাকবে।
ব্যাপারী সাহেবের শেষ গতি মনে হয় জিয়া ও শেখ সাহেবের সফরসঙ্গী হয়ে যাবেন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৯
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হসাহেবের সময় মানুষের আয় কম ছিলো, চুরি কম হয়েছে; জে" জিয়ার আমল থেকে আরবী ডলার আসার শুরু হয়েছে ও ডাকাতীও শুরু হয়েছিলো।
শেখ হাসিনার আমলে সোমনাথ মন্দির মতো লুটতরাজ হয়েছে। ড: ইউনুসও জালিয়াত ও ক্রিমিনাল; আন্দোলনের সাথে জড়িত ছাত্রদের দেশ থেকে না তাড়াতে পারলে, ইহা সুদানে পরিণত হবে।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন। অর্থনীতি সংস্কার কমিশন করেন নাই। এই কারণে উনার প্রতি ইন্টারেস্ট নাই। উনাকে আমার অনেক এলিট ক্লাস মনে হয়। চলাফেরায় যতই সাদাসিধে হউক উনি এলিট ভাব বজায় রাখেন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫২
জেনারেশন৭১ বলেছেন:
এখন আমার মনে হচ্ছে, উনি এলিট নন, জালিয়াত ক্লাস; উনি আমেরিকা ও পুরো পশ্চিমের সাথে জালিয়াতী করেছে। বরং এখন ধরা খাওয়ার সময় হয়েছে।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি বাংলাদেশে এসে কিছু একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, ব্লগারদের চাকুরী দেবেন ইত্যাদী ইত্যাদী বলেছিলেন সেই ইচ্ছা কি এখনো আছে?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
বয়স বেশী হয়ে গেছে।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যদিও বাংলাদেশকে ত্যগ করেছেন কয়েগ যুগ আগে তারপরও আপনি ১৮ কোটি বাঙ্গালী চেয়ে বেশি বুদ্ধিমান। মেরিলিন ভস সাভান্ত এর আইকিউ ছিল সর্বোচ্চ ২২৮, নিউটনের আইকিউ ছিল ১৯০, লিওনার্দো দ্য ভিঞ্চির ১৮০, আইনস্টাইনের আইকিউ ছিল ১৬০ তার চেয়েও আপনার আইকিউ বেশি আর আপনি চীন পণ্য না দিলে ভারত না খেয়ে মরবে এই ব্যঙ্গাত্মক কথাটি বুঝলেন না?! ব্যঙ্গাত্মক কথাটি নিয়ে ব্লগে যুদ্ধ শুরু করেছেন! করবেনই তো কারণ আপনি ভুয়া মুক্তিযোদ্ধা জেনারেশন৭১, প্রশ্নফাঁস তো বটেই।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
জেনারেশন৭১ বলেছেন:
জাতিতে পাকী কমান্ডোরা ঢুকতেছিলো ২০১৮ সালের আগের থেকেই; শেখ হাসিনার বুদ্ধি না থাকাতে ৫৪ বছর পরে আমরা পাকীদের ও আমাদের সেনাভিনীর শিকারে পরিণত হয়েছি।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: আমরা বিশ্বজ্ঞানী বাঙালি। সোশ্যাল মিডিয়ার জ্ঞান দিয়ে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে তা পর্যন্ত প্রেডিকশন করতে পারি।
আজকে একজন ব্লগার লিখেছেন আমি সব পক্ষে কথা বলি। নিজস্ব স্বকীয়তা নেই। কিন্তু আমার সমস্যা হলো আমি শেখ হাসিনা কে পছন্দ করি না। উহা বিএনপি-জামাতের পক্ষে যায় এবং আওয়ামী লীগের বিপক্ষে যায়। কিন্তু আমি চাই ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা বিচার পাক। এইটা লজ্জার বিষয় একজন সাবেক প্রধানমন্ত্রী দেশে ন্যায় বিচার পান না সাধারণ মানুষ কই যাইবে! ইহা আবার আওয়ামী লীগের পক্ষে যায় কিন্তু বিম্পি-জামাতের বিপক্ষে যায়।
এখন আমি আমি ন্যায় বিচার চাই বলে আমার কি স্বকীয়তা নাই?