নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেট:
সকাল ৯:০০ টা: ট্রাম্প এক চার্চে; কিন্তু সে ধর্মের ধারও ধারে না।
৯:২০: চার্চ সার্ভিস শেষ, হোয়াইট হাউসে যাচ্ছে।
৯:৫৫ : বাইডেন এই মহুর্তে ট্রাম্পকে হোয়াইট হাউসে রিসিভ করেছে।
১২:০১: ট্রাম্প শপথ নিয়েছে ও পরে জঘন্য বক্তব্য রাখেছে।
আজকে ট্রাম্প শপথ নিচ্ছে; শপথ নেয়ার পরপরই সে ১০০টি প্রেসিডেন্সিয়াল অর্ডারে স্বাক্ষর করবে, যে অর্ডারগুলো আমেরিকা ও বিশ্বের রাজনীতি এবং আন্তরজাতিক সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যাবে। ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে আজো কিছু বলেনি; তবে, সে জানে যে, বাংলাদেশ এখন আমেরিকান দুতাবাসের কন্ট্রোলে চলছে; বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে উহা নির্ভর করছে ট্রাম্প ও আমেরিকান কুটনীতিবিদদের সিদ্ধান্তের উপর।
শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে আমেরিকান এম্বেসী; তারা এই ক্যুটি এতই দক্ষতার সাথে করেছে যে, জাতির বড় অংশ উহাকে হয়তো কখনো বুঝে উঠতে পারবে না; কারণ, জাতি অশিক্ষিত হওয়ায়, তারা এসব কুটচাল বুঝার মতো জ্ঞানী নন। আমেরিকা শেখকে হত্যা করায় বাংলাদেশের একাংশ খুশী হয়েছিলো; কারণ, তারা মনে করেছিলো যে, সেনাবাহিনী তাদেরকে শেখের স্বৈরতন্ত্র থেকে রক্ষা করেছে। আসলে, শেখের সময়ে স্বৈরতন্ত্র ছিলো না, ছিলো শেখের কিছু বেকুবী।
আমেরিকা শেখকে হত্যা করার আগে ১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট আলেন্দেকে হত্যা করেছিলো; চিলির মানুষও তাদের সেনাপ্রধান, পিনোচেটকে অভিনন্দন জানায়েছিলো সেই সময়। সেই পিনোচেটের বিচার হয়েছিলো চিলিতে। কারণ, চিলির মানুষ সময়ের সাথে শিক্ষিত হয়ে আমেরিকা ও নিজেদের সেনাবাহিনীর অপরাধকে বুঝতে পেরেছিলো।
আমাদের মানুষ ১৯৭৫ সালে যেই পরিমাণ জ্ঞানী ছিলো, আজকে তাদের জ্ঞান সেই লেভেল থেকে নীচে; কারণ, ১৯৭৫ সাল থেকে এখন দেশে প্রশ্নফাঁস ও অসতের সংখ্যা অনেক বেশী।
ট্রাম্পের সময় বিশ্বের সমুহ ক্ষতি হতে পারে, এই ভয়ে বিশ্বের বেশীরভাগ জাতি চিন্তিত। ট্রাম্প বিশ্বকে কোন পথে নিয়ে যাবে, সেটা মোটামুটি অপরিস্কার হওয়ায়, আজকের এইদিনে অনেক জাতিই আগামী ৪ বছর নিয়ে অনিশ্চিত।
২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
জেনারেশন৭১ বলেছেন:
শেখ সেলিম এক ষময় রাজনীতিতে ছিলো; পরে ডাকাতীর টাকা নিয়ে চুপ হয়ে বসেছিলো। বসুন্ধরা তাপসকে চাকূরী দিয়েছিলো সরকারী জমি দখলে সাহায্য করতে।
আমেরিকান এম্বেসী কি করছে সেটা সবাই জানবে না এবং আসল ব্যাপার তারা জানাবে মিলিটারীকে; তবে, ট্রাম্প বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে যাবে না, হয়তো; এর ফলে, মিলিটারী ও জামাত দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
২| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০১
সৈয়দ কুতুব বলেছেন: শুনলাম এখন থেকে ট্রাম্প এসব দেশের ব্যাপারে সরাসরি ডিল করবে। আবার শুনলাম ভারত কে দায়িত্ব দিবে। এসব কিছু শোনা কথা। ২য় মতামত টি বেশি পপুলার।
২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
জেনারেশন৭১ বলেছেন:
আমি আমেরিকায় থেকেও কিছু শুনতে পাচ্ছি না; বাংলাদেশের মানুষ কার থেকে এসব শুনছেন। ভারত কোনভাবে বাংলাদেশের জন্য কিছু করতে যাবার সম্ভাবনা নেই; কারণ, বাংলাদেশে ভারত হচ্ছে সবচেয়ে ঘৃণিত দেশ, ইহা আমেরিকান এম্বেসী জানে।
আমার ধারণা, ট্রাম্প কোন মুসলিম দেশ নিয়ে উৎসাহী নয়।
৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে কি আওয়ামী লীগের কোন পলাতক এমপির যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে? চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল আনন্দবাজার কে সাক্ষাৎকার দিয়েছে। আজকে নাকি আওয়ামী লীগের ইদের দিন।
আওয়ামী লীগের পলাতক অনেক এমপি বিভিন্ন মাথামোটা ইউটিউবাদের কাছে সাক্ষাৎ দিচ্ছেন। কোন দরকার আছে এসবের?। তাদের কথা বলা শুরু হলেই কেবল ভারত ও আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে টাইপ ফালতু কথাবার্তা বলে। এগুলো জনগণ ভালো চোখে দেখছে না।
খারাপ কাজ করেছে তা শিকার না করে জনগণ কে ইগনোর করে বিদেশি শক্তির আশায় বসে আছে।
২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনার পুরো সময়টাতে ২ জন মানুষের এমপি হওয়ার কাছাকাছি যোগ্যতা ছিলো; এরা হচ্ছেন মতিয়া চৌ: ও আবদুর রাজ্জাক; বাকীরা সবাই ছিলো চোর-ডাকাত।
মহিউদ্দিন চৌ: ছিলো বসুন্ধতার মতো ডাকাত; নওফেল ডাকাতীর টাকায় বিদেশে পড়ালেখা করেছিলো।
২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগের পলাতক এমপি'র সাথে ও কয়েকজন বড় নেতার সাথে দেখা হয়েছে; আমার সামনে এরা মুখও খোলেনি এবং শেখ হাসিনাকে দোষারোপ করেছে।
৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: স্বীকার*, সাক্ষাৎকার*
৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: কি অবস্থা আমেরিকায়? আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক কাউয়া চুপচাপ আছে। সবার মনে আশংকা!
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১৬
জেনারেশন৭১ বলেছেন:
শপথের পরবর্তী বক্তব্যে কিছু কথা বলেছে, যেগুলো তার দলের লোকেরাও [ছন্দ করেনি; যেমন "গালফ অফ মেক্সিকো"কে "গালফ অফ আমেরিকা" নামকরণ, পানামা খালের দা্যিত্ব গ্রহন, ইত্যাদি।
৬| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:০২
কামাল১৮ বলেছেন: যুক্তরাজ্য,জার্মান ফ্রান্স ও ভারতের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রন না জানানোর কারণ কি হতে পারে বলে আপনার ধারণা।
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২২
জেনারেশন৭১ বলেছেন:
১০০টি প্রেসিডেন্সিয়াল অর্ডার ও ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ভিন্ন মতের কারণে ও যুক্তরাজ্য,জার্মান ফ্রান্সের "অতি ডানপন্হিদর" প্রতি ট্রাম্পের সাপোর্টের কারণে।
৭| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ট্রাম্পের বাংলাদেশ নীতি কেমন হতে পারে বলে আপনি ধারণা করেন?
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৭
জেনারেশন৭১ বলেছেন:
এই ব্যাপারে সে আজ অবধি কিছুই বলেনি; সে যথাসম্ভব "এই ক্যু'কে অপ্রয়োজনীয় কাজ" বলে এম্বেসীকে ইহার জন্য দোষারোপ করবে। তারফলে, এম্বেসী বাংলাদেহসকে আমাদের সেনাবাহিনীর হাতে দিয়ে দায়িত্ব এড়াতে চাইবে; তখন, জামাত-শিবির ও হেফাজত দেশের ক্ষমতা দখলে রাখার জন্য ঝাপিয়ে পড়তে পারে।
৮| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিস্টার প্রেসিডেন্ট এর জন্য আামার শুভ কামনা রৈল।
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৬
জেনারেশন৭১ বলেছেন:
সে সারা বিশ্বে বিশৃংখলার সৃষ্টি করবে
৯| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ধারনা,
বানিজ্য ,অর্থনীতির, ভূ=রাজনীতির কারনে
বাংলাদেশকে ব্যবহার করবে
চীন ও ভারতের লাগাম টানার জন্য ।
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৪
জেনারেশন৭১ বলেছেন:
চীন হলো বিশ্বের ২য় অর্থনীতি, ভারত ৫ম অর্থনীতি, বাংলাদেশ হলো ভিক্ষুক; আপনি কিভাবে ভাবছেন যে, বাংলাদেশকে কোন কাজে, কোনভাবে ব্যবহার করা যাবে?
১০| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৯
সৈয়দ কুতুব বলেছেন: চীন ড. ইউনূস কে প্লেন পাঠিয়ে চীনে নিয়ে যেতে চায়। কিসের ইঙ্গিত?
২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
এগুলো গুজব!
চীন যদি চায় যে, ড: ইউনুসের সাথে কথা বলতে, উহা তারা যে কোন স্হানে বলতে পারে, চীনে নেয়ার দরকার নেই। মনে হয়, চলমান প্রজেক্ট ইত্যাদির পেমেন্ট নিয়ে ড: ইউনুস চীনের সাথে দর কষাকষি করতে চাচ্ছে।
১১| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৭
সৈয়দ কুতুব বলেছেন: চীন একটি খচ্চর দেশ। এরা রাজতন্ত্র, সমাজতন্ত্র, শরীয়া আইন, গণতন্ত্র সহ যে কোন ধরণের দেশের সাথ্ব ব্যবসা করে। তাদের কারণে গণতন্ত্র সারা বিশ্বে হুমকির মুখে । কোন দরকার আছে আফগানিস্তানের সাথে ব্যবসা করার? সে দেশের মেয়েদের ক্লাস সিক্স এর পর পড়া নিষেধ। দুইদিন আগে মেডিকেল কোর্স বন্ধ করে দিয়েছে মেয়েদের।
২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
মানবিক দিক থেকে ভাবলে, চীনারা বর্তামন বিশ্বের জন্য গার্বেজ।
১২| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৫
ক্লোন রাফা বলেছেন: ট্রাম্পের কোন তালিকায় বাংলাদেশ নাই।ইউনুস এমনিতেই চাপ অনুভব করছে। কারন ড. সাহেব খুব বাজে মন্তব্য করেছিলেন ট্রাম্প
কে নিয়ে॥
২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৯
জেনারেশন৭১ বলেছেন:
ট্রাম্পকে নিয়ে উনি কিছু বলে থাকলে, উহা ট্রাম্প অবধি পৌঁছার কথা নয়।
১৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১
নূর আলম হিরণ বলেছেন: সব পুঁজিবাদ ও অলিগার ট্রাম্পের পিছনে জড়ো হয়েছে। এরা নিজের দেশ ও বিশ্বকে তাদের মতো করে দেখবে ও দেখাতে চাইবে।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প পুঁজিবাদকে আরো শক্তিশালী করবে বলে মনে হয়।
১৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: আমরা অপেক্ষা করব দেখতে যে এই গোলমেলে লোকটা কি কি করে !
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ডিপ স্টেট কূটনীতিক তিনজন কে নাকি পদত্যাগ করতে বলেছে? মার্শি বার্নিকাট নাকি আবার বাংলাদেশের অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল।
আনন্দ বাজার পত্রিকায় ফজলে নুর তাপস ও শেখ সেলিম এর লুটপাট বিস্তারিত তুলে ধরা হয়েছে।