নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতাকামীদের বাচ্চারা মাদ্রাসায় গিয়ে কিসে পরিণত হয়?

২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭



স্বাধীনতাকামীদের বাচ্চারা মাদ্রাসায় গিয়ে শিবির কিংবা হেফাজতে পরিণত হয়, যারা ১৯৭১ সালের স্বাধীনতায় বিশ্বাস করে না।

মুসলিম বিশ্বে, গরীবদের ছেলেমেয়েরা মাদ্রাসায় গিয়ে, আধুনিক জীবনভাবনা থেকে বিদায় নেয়, কামাল পাশা এই ব্যাপারটা অনুধাবন করেছিলেন; কিন্তু শেখ সাহেব ও শেখ হাসিনার মগজে ইহা ঢুকেনি। শেখ ও শেখের কন্যার ভুলের জন্য স্বাধীনতাকামীরা আজকে মুল্য দিচ্ছ, জাতিতে স্বাধীনতাকামীদের অনুপাত কমছে, বাড়ছে ৩৬শে জুলাইর "নতুন স্বাধীনতার" নাগরিকেরা ( পুর্ব পাকিস্তান পুনরোদ্ধারকারীরা )।

মাদ্রাসা দ্রুত গতিতে স্বাধীনতাকামীদের থেকেই নতুন করে স্বাধীনতা-বিরোধীদের জন্ম দিচ্ছে; অনেক শিবিরেরা দাবী করে যে, এদের অনেকের পিতা কিংবা চাচা মুক্তিযোদ্ধা।

পুর্ব পাকিস্তানের দরিদ্ররাই স্বাধীনতা চেয়েছিলেন; তাঁদের ধারণা ছিলো যে, বাংগালীরা স্বাধীন হলে, তাদের জন্য সুদিন আসবে! কিন্তু তাঁরা জানতেন না যে, সেই সুদিন কিভাবে আসবে, কে আনবে? তৃতীয় বিশ্বে, শিশুদের সুদিন/দুর্দিন আসে পারিবারিক অবস্হান থেকে; ইহা অবশ্য ধনিক শ্রেণির জন্যও সত্য! কিন্তু ধনীকদের সন্তানেরা যে পড়ালেখা করার সুযোগ পাবে, সেটার নিশ্চিয়তা আছে; গরীবদের বেলায় ইহা মোটামুটি এখনো অসম্ভব; এই কারণেই মাদ্রাসা ব্যবসা বাড়ছে ব্যাংকের ছাতার মতো; শীঘ্রই গ্রামের প্রাইমারী স্কুলে ছাত্র থাকবে না; গ্রামগুলো চলে যাবে শিবির,হেজত ও হুজিদের দখলে।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: গাজী সাহেব,
মাদ্রাসা শিক্ষাও আপনার প্রিয় শেখের বেটি ধ্বংশ করে গিয়েছে! আপনি প্রবাসে থেকে হয়তো সঠিক তথ্য প্রাপ্ত নন।

বাংগালী রাজপরিবারের অপকর্মের কলংক এখন য়ুরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছে।

৩৬ জুলাইয়ের ত্যাগীদের এখনো সঠিক স্বীকৃতি মিলেনি!

২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭

জেনারেশন৭১ বলেছেন:



৩৬শে জুলাইর ত্যাগীরা আপনার মতো কিংবা আপনার আদর্শের লোকজন; আপনার স্বীকৃতিটা কি মিলেছে? ব্লগে যা লিখেছেন, সেটা গণনায় নিলে, আপনি কি '৭১'এর পক্ষের মানুষ নন।

২| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩

যবড়জং বলেছেন: গোপাল ভাড়ের মত তালগাছে হাড়ি ঝুলিয়ে ভাত রাধবেন না । এ দেশের কওমী জননী কে ছিলো ভূলে গেলেন, তিনি পুরো শিক্ষা ব্যাবস্খা ধ্বংস করেছে, শিক্ষকদের কে দলকানা আর দূর্নিতিবাজ বানিয়েছে ।

এখন সব সুবিধাবাদীদের দখলে, ছাত্রদের কদিন পর তারা আর গুনবে না ।

২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৯

জেনারেশন৭১ বলেছেন:




শেখ হাসিনার সময় দেশের শিক্ষা ব্যবস্হা ডুবে গেছে, এতে সন্দেহ নেই! কিন্তু আপনি তো ইহাতে উপকৃত হয়েছেন, সন্দেহ আছে?

৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আরেহ আপনি আছেন এসব নিয়ে! অন্যদিকে দেশে 'লাল সন্ত্রাস ' ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। ভালো ঘটনা-অঘটন গঠছে দেশে।

২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

জেনারেশন৭১ বলেছেন:



কোন লাল সন্ত্রাস ফেরত আসছে? ষড়যন্ত্র কাহারা করছে?

৪| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: দুঃখিত! আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন। আসলে লাল সন্ত্রাস নিয়ে খুব এক্সাইটেড আছি। আবার সিরাজ শিকদার, আবার শামীম শিকদার, যেন ১৯৭২ সাল ফিরে আসছে।

২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

জেনারেশন৭১ বলেছেন:



ওসব লোকজন তো সব সময় ছিলো, এখনো আছে! নতুন কি দেখছেন?

শেখ হত্যা নিয়ে কামারুজ্জমানের গরুর রচনায় আপনি "বাকশাল" শব্দটা লিখেছেন দেখলাম; ইহা নিয়ে কি আপনার ধারণা কি রকম?

৫| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সমাজে চলতে কতরকম কথা বলতে হয়! ;) । আমি বাঙাল ডিগ্রি ধারী মানুষ সহজ ভাষায় বুঝি এটা সোভিয়েত বা সমাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ হইতে পারে। আপনার সোশ্যালিস্ট ইকোনমি টাইপ কিছু! :(

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

জেনারেশন৭১ বলেছেন:




সঠিক; দেশ চালাতে গিয়ে হিমশিম খেয়ে, শেখ ততকালীন সোস্যালিষ্ট নেতাদের ( ফিদেল, মার্শাল টিটো ও সোভিয়েতের কিছু নেতার ) উপদেশে, বাংলাদেশে সীমিত সোস্যালিষ্ট অর্থনীতি চালু করার জন্য ১টি রাজনৈতিক প্লাটফর্ম করেছিলেন, উহাই ছিলো বাকশাল।

শেখ হাসিনা আমেরিকার ভয়ে, বাকশাল শব্দটা কোনদিন উচ্চারণও করেনি।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার একটা টারগেট ছিলো কিন্তু আত্নীয় স্বজন, এমপি, আমলা ও ছাত্রলীগের কারণে পারেন নাই। শেখ হাসিনা ততটা মেধাবী নন। ভিশন কম। শিক্ষা খাতে বরাদ্দ বাংলাদেশের মতো দেশে খুবই জরুরি। ছোট একটা দেশ যেখানে সম্পদের তুলনায় মানুষ অনেক বেশি। এত উচু স্থাপনা না করে যদি শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন তবে আজকে এরকম ইলন মাস্ক, জ্যাক মা, জাকারবার্গ বাংলাদেশে ১/২ টা পাওয়া যেত। শুধু সরকারি ভাবে ট্রেনিং দিলে হবে না। বিনিয়োগ ও ইনোভেটিভ আইডিয়া দরকার। সবার আগে দরকার সৎ মানুষ যেটা শেখ হাসিনার ছিলো না।

জাফর ইকবাল ও কায়কোবাদ কে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার আপগ্রেড করতে। তারা ফুন মেরে দিসে! তাই আমি শেখ হাসিনা কে ঘৃণা করি।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

জেনারেশন৭১ বলেছেন:




বেগম জিয়া, শেখ হাসিনা, জিয়া ও এরশাদের মাঝে কেহ কি মোটামুটি স্বাভাবিক মানুষ ছিলো, এদের কেহ কি দেশ চালনার জন্য উপযুক্ত ছিলো? এদের মাঝে কে জাতিকে শিক্ষিত করার উদ্যোগ নিয়েছিলো?

৭| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কার কাছে আশা বেশি রাখেন? মার কাছে নাকি ফুফুর কাছে?

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

জেনারেশন৭১ বলেছেন:



মায়ের কাছে।

কিন্তু শেখ হাসিনার পক্ষে এই সমস্যাজড়িত বাংলাদেশ চালানো সম্ভবপর ছিলো না; যদি ইন্দিরা জীবিত থাকতেন, শেখ হাসিনা এরশাদের পরপরই ক্ষমতায় যেতো ও ভালো করার সম্ভাবনা ছিলো।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০

সৈয়দ কুতুব বলেছেন: চাচীর*

৯| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

এ পথের পথিক বলেছেন: দেশের খবর মনে হয় জানেন না । না হয় আরো বেশী আফসোস করতেন ভাই ।
দেশে কিন্তু এখন সব মাদ্রাসা মসজিদ শিবির, জামায়াত, হেফাজত, আহলে হাদিস চালাচ্ছে ।
আরো দুঃখের খবর আপনার জন্য দেশে এখন তাদের মাদরাসার সংখ্যা আরো বেড়েছে, এমন কি তারা ইসলামি বিশ্ববিদ্যালয় ( মাদরাসা ধাচের ) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করছে । আরো জানেন কি তারা স্কুল প্রতিষ্ঠা করছে এবং তাদের রীতিতে পরিচালনা করছে ।
হায় হায় আপনি এত আফসোস কোথায় রাখবেন ?

২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

জেনারেশন৭১ বলেছেন:




সেটাই ঘটছে।
সেজন্য জন্য স্বাধীনতাকামীদের পরিবার পরিজনকে মাদ্রাসা থেকে রক্ষা করার। দেশ পাকিস্তানে পরিণত হয়েছে, আপনিও পুর্ব পাকিস্তানের মতো যায়গায় ছিলেন ও আছেন।

১০| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


মাদ্রাসাই জীবন, মাদ্রাসাই মরণ।

২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



মাদ্রাসাই মরণের জন্য ভালো যায়গা।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮

ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনা মনে করছিলো মসজিদ, মাদ্রাসা করলে, মোল্লা শ্রেণীর ভোট পাবে‼️ কিন্তু এটাই বুঝতে পারলো না শিক্ষিত করার কোনো বিকল্প নাই ‼️ শিক্ষিত জনগণ দেশের উন্নয়ন করে। দেশ আরো দুর্বার গতিতে এগিয়ে যেতো। দেশের মানুষ ভালো থাকলে,আওয়ামীলীগের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত।
ধন্যবাদ, চাদগাজী॥

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৫

জেনারেশন৭১ বলেছেন:



আধুনিক রাষ্ট্র সম্পর্কে উনার কোন ধারণা ছিলো না; চোর-ডাকাত ব্যুরোক্রেটরা উনাকে যা বলেছ, উনি সেটা করেছিলো।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: ক্লোন রাফা@ এখন সে জন্য শেখ মুজিবুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ হচ্ছে। সিরাজ শিকদার কে বিরাট বড়ো দেশ প্রেমী দেখানো হচ্ছে। কোন একটি পক্ষ আছে যারা সিরাজ শিকদারের আইডিওলজী আবার দেশে ফেরত আনতে চাচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৮

জেনারেশন৭১ বলেছেন:




সিরাজ শিকদারের জন্ম হয়েছিলো খুনী হিসেবে; আইডিওলোজী রাখার মতো স্হান উহার মগজে ছিলো না।

শেখের ছবিতে যারা জুতা মারছে, এরা কোন না কোনভাবে '৭১'এর পরাজয়ের সাথে জড়িত।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১৭

আদিত্য ০১ বলেছেন: শিবিরের দ্বারা ট্রেনিং প্রাপ্ত গেঞ্জি আন্দোলনকারী নেতারা জুলাইয়ে ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারি সব ভাগ বাটয়োরা নিয়ে ব্যস্ত, ছোট এরশাদ সারজিস ভাগ ছোট পাইছে তাই সে জুলাইয়ে ফাউন্ডেশনের পদ থেকে চলে গেছে, সে এখন শফির জুতা চাটে। এরা সবাই এখন শিবিরে নতুন রগ কাটা মিশনের প্রস্তুতি নিচ্ছে, আসলেই এই রগ কাটা হয়ত ২০০৫ এর ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা বোমা হামলার মত। আর ওইদিকে বাবর ছাড়া পাইছে হয়ত এইবার আস্ত শিপে করে বোমা অস্ত্র নিয়ে আসবে। এইবার সবাইকে মেরে তারাই ক্ষমতায় থাকবে, টীক্কার মত বলবে বাংলাদেশের জনগন চাইনা, মাটি আর ক্ষমতা চাই

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৯

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকান এম্বাসেসী এদেরকে ভাড়া করেছিলো; এখন দেখার বিষয়, কি করে সরায়ে দেশকে হায়েনামুক্ত করবে।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:২০

সৈয়দ কুতুব বলেছেন: বামপন্থীরা এখন নিজেদের কে আওয়ামী লীগ থেকে আলাদা দেখানোর জন্য সিরাজ শিকদার কে বেছে নিয়েছে। কারণ এই সিশি নাকি ভারত বিদ্বেষী ছিলো। সিরাজ শিকদার ডালিমের মতো ভাবতো যে শেখ ভারতের হাতে দেশ তুলে দিবে।

আমি আগে জানতাম না যে সিরাজ শিকদারকে বাংলাদেশের বামেরা অনেক বড়ো নেতা ভাবে। সিরাজ শিকদার নাকি বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের শিকার। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোক এখনও বেচে আছে যাদের ধরলে শেখ মুজিব কে মানবতা বিরোধী অপরাধে দায়ী করা যাবে।

এত প্যাচ বাংলাদেশের রাজনীতিতে! :-<

১৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ ভেঙ্গে দেবার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বিধান রয়েছে। ৬ মাস হতে চলল। নির্বাচনের কোন খবর নেই। কারণ কী?বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ ভেঙ্গে দেবার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বিধান রয়েছে। ৬ মাস হতে চলল। নির্বাচনের কোন খবর নেই। কারণ কী?

আলীগ নির্বাচনে অংশ নিবে এবং সম্মানজনক আসনও লাভ করবে। তবে কারচুপি হতে পারে। বিশেষ করে মিডিয়া ক্যু হবার সম্ভাবনা আছে ১০০%।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:১২

এইচ এন নার্গিস বলেছেন: দেশ কোন দিকে যাচ্ছে জানিনা । মাস্তান বাহিনী ,হিজবুত তাহিরী নাকি এই সরকার ,কে ভাগ ভাটোয়ারা করছে কে জানে। ফাঁকা মাঠে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরা এই প্ল্যান তাও হতে পারে।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৪০

জেনারেশন৭১ বলেছেন:



দেশ ভয়ংকর সমস্যায় আছে: ইহা আমাদের মানুষের কন্ট্রোলে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.