নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার নতুন নকিব ব্লগে ইসলাম প্রচার করেন, ইসলামের শান্তির বাণী ব্যাখ্যা করেন, মোল্লা শফির গুণগান করেন, শেখ হত্যার মহাত্য ব্যাখ্যা করে শান্তি পেয়ে থাকেন; ইহাই উনার ব্লগিং। কিন্তু উনি মাঝে মাঝে ব্লগার রাজিবের বিপক্ষে বিষোদগার করেন, আমাকেও মাঝে মাঝে ধরেন। ব্লগে উনার ইসলাম প্রচারের ফলে, কতজন ব্লগার সুফী ও পীর ফকিরে পরিণত হয়েছেন? হাতেগোণা কয়েকজন ব্লগার: অপু, ভুয়া, আলফা-তুন, জটিল, নীল আকাশ, শায়মা, প্রমুখ।
রাজিব আধুনিক মানুষ, উনি হয়তো মহাকাশ পেরিয়ে জিব্রাইলের আসা-যাওয়ার যানবাহন ( পাখনা ) নিয়ে সন্দেহ প্রকাশ করেন, ঢাকার ঘরে ঘরে পীর ফকি জ্বীন-পরীদের কর্মকান্ড পছন্দ করেন না; ১৯৭১ সালে জামাতের হত্যাকান্ডের বিপক্ষে কথা বলেন, মোল্লা শফির লোকজনের ব্লগার হত্যার বিপক্ষে কথা বলেন। এগুলো যেকোন স্বাভাবিক ও শিক্ষিত লোকই বলার কথা।
রাজিব কি পীর-আওলিয়াদের ছেড়ে বড়? রাজিবের কথায় কি কোন ব্লগার সিলেট যাওয়া বন্ধ করবেন, নাকি বিয়ার খাওয়ার শুরু করবেন? রাজিবকে নিয়ে টানাটানি কেন? নকিব সাহেব কি ভাবছেন যে, জামাত-শিবির ও হেফাজতিরা রাজিবের কথায় মানুষে পরিণত হবে?
রাজিব ব্লগার হিসেব বেশ পরিচিত; তিনি লিখলে অনেকে পড়েন; রাজিবের পাঠকেরা অবশ্যই কামারুজ্জমানের গরুর রচনার পাঠক নন, কিংবা অপুর তথাকথিত লিলিপুটিয়ান ইন্টারভিউর পাঠক নন। আমি রাজিবের পাঠক, উনি ঢাকার মানুষজনের কথা লিখেন, আমি পড়ে দেখি।
অপু, কামারুজ্জমান, ভুয়ারা ভুয়া পোষ্ট দিয়ে থাকেন; উনারা রাজিবের পপুলারিটিতে অখুশী। এঁরা নতুন নকিবের পোষ্টের পাঠক; ইহা কি নতুন নকিবের জন্য যথেষ্ঠ নয়? কামাল১৮ কি কোনদিন নতুন নকিবের পাঠক হয়ে যাবেন? নতুন নকিবের লেখা কি ব্লগিং'এর বিষয় যে, মানুষ পড়বেন?
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৮
জেনারেশন৭১ বলেছেন:
আপনি কি এর আগেও ব্লগিং করেছেন?
বর্তানের গড়ে ৩০ জন ব্লগার লগিন করেন; এঁদের মাঝে ৭/৮ জন ভালো ব্লগার আছেন; সময়ের সাথে সবাইকে চিনবেন, হতাশ হওয়ার কারণ নেই; কারণ, এদের বেশীরভগই গরুর রচনা লেখক।
২| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২২
সৈয়দ কুতুব বলেছেন: আমি নুব। আমি অনেক আগে থেকে সচলায়তন, আমার ব্লগ ও সামু তে ঢুকতাম। ব্লগার অভিজিৎ হত্যাকান্ড আমি পড়েছি।
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
জেনারেশন৭১ বলেছেন:
আমিও "আমার ব্লগে" ছিলাম, শুরুতে নিক ছিলো "ফারমার" ওরা আমাকে ১০/১২ বার ব্যান করাতে সামুতে এসেছি, ওরাও শেষ; এখানে ৮ বার ব্যান খেয়েছি। বাংগালীদের মাঝে শতকরা ৮/১০ জন বিশ্বকে বুঝেন, বাকীরা ডোডো।
৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ এখন রাজনৈতিক টেষ্ট গ্রাইন্ড
কর্তার ইচ্ছায় কীর্তন
দেখা যাক হয় দিন চলে এই কানামাছি খেলা ।
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
আসলে, গত ৫৪ বছর দেখতে দেখতে ও কানামাছি খেলতে খেলতে গিয়েছে; আমাদের দেশের সব ইডিয়ট কিছু জানতো না বলেই রাজনীতি করেছে।
৪| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
সময় আসবে, আরব থেকে ইসলাম চলে যাবে এবং বাংলাকে যাবতীয় ইসলামরক্ষাকারীদের কুর্নিশ করবে।
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
বেদুইনরা মিথ্যা সংস্কৃতির উদ্ভাবক ছিলো সব সময়; আর বেকুবেরা ছিলো ওদের অনুসরণকারী।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ ভেঙ্গে দেবার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বিধান রয়েছে। ৬ মাস হতে চলল। নির্বাচনের কোন খবর নেই। কারণ কী?বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ ভেঙ্গে দেবার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বিধান রয়েছে। ৬ মাস হতে চলল। নির্বাচনের কোন খবর নেই। কারণ কী?
আলীগ নির্বাচনে অংশ নিবে এবং সম্মানজনক আসনও লাভ করবে। তবে কারচুপি হতে পারে। বিশেষ করে মিডিয়া ক্যু হবার সম্ভাবনা আছে ১০০%।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
মিলিটারী রেজাল্ট বদলাবে; তারা ১৯৭৬ সাল থেকে বদলাচ্ছে!
দেশ মিলিটারীর হাতে; সুতরাং , দেশ সঠিকভাবে চলার কোন সম্ভাবনা নেই।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৬
আদিত্য ০১ বলেছেন: বাংলাদেশটা সৃষ্টি হওয়ার সেই ৭১ এর পরাজিত শক্তিরা চায় না তাদের মতে বাইরে কেউ থাকুক। তারা পরলে ব্লগেও ৭১ এর রাজাকার আলবদর আলসামসদের শান্তি কমিটির মত একটা সামু টিম বানিয়ে ৭১ এর স্বাধীনতা পক্ষের শক্তিদের ব্যান করতে চায়। সবচাইতে মজার বিষয়, কুটিল (জটিল) অন্য নিকে এসে আমাকে থ্রেট দিয়ে কমেন্ট করি, আমি কিন্তু ব্লগ লিখিনা বললেই চলে। আমি ২/১ টা লিখি তাও প্রথম পাতার না। আমি অলসতার কারনে লিখি না। দেখেন এই ৭১এর পরাজিত শক্তিরা কতটা হিংস্র, এরা ভেড়ার ভীড়ে ভেড়া চামড়া নেকড়ের চাইতেও হিংস্র।
আমি ৭১এর পক্ষে কথা বলি, আমি হাসিনার দোষ ও ভুল নিয়েও বলেছি। কিন্তু গেঞ্জি মানে আগস্টের আন্দোলনের সমর্থকদের একটারও এই সরকার বা ছাত্র নেতাদের দোষ নিয়ে কিছু বলতে দেখবেন না। উলটা কেউ বললে এরা তেড়ে আসে
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
যাক, দেরীতে হলেও মানুষ প্রতারণাকারীদের বুঝতে পেরেছ; ফলে, জল্লাদেরা খুব একটা সুবিধা করতে পারবে না।
৭| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:২৬
কামাল১৮ বলেছেন: রাজিবের উচিত বাংলাদেশে থেকে এবং নিজের পরিচয়ে নিক খুলে ইসলামের বিরুদ্ধ এই ভাবে না বলা।সে শিবিরকে চিনতে ভুল করছে।
স্বাধীনতার দুই দিন আগে এবং ব্লগার হত্যা ও হলি আর্টিজান হত্যার মাধ্যমে তাদের কিচুটা পরিচয় পাওয়া যায়।তার থেকে হাজার গুন বেশি ভয়ংঙ্কর রূপে তারা আবির্ভুত হবে গৃহযুদ্ধের কথা বলে।
সমস্ত সন্ত্রাসিরা এখন জেলের বাইরে।প্রচুর অস্ত্র তারা ইতিমধ্যে যোগাড় করছে।প্রথম টার্গেট হবে মুক্ত চিন্তার লোকেরা।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩০
জেনারেশন৭১ বলেছেন:
আপনি রাজিবের পোষ্টে কমেন্ট করে বলবেন, তিনি যেন ইসলাম নিয়ে আর ১ লাইনও না লিখেন। এই নিয়ে আমি পোষ্ট দিয়ে উনাকে জানাবো। এই ব্লগের ব্লগার প্রাণ হারায়েছিলো।
৮| ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজিব এক জন আবেগী মানুষ।
আমি তার সাথে কথা বলেছি।
তাকে বুঝতে চেষ্টা করেছি।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩১
জেনারেশন৭১ বলেছেন:
রাজিবকে বুঝতে হবে, উনি আমাদের কথা না'বুঝলে, উনাকে মোল্লা শফির লোকেরা বুঝায়ে বলবে।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: ওস্তাদ শুভ সকাল।
আমি সহজ সরল সুন্দর জীবনযাপন করি। আমি ঝামেলালাহীন মানুষ। কোনো খারাপের সাথে আমি নাই। কোনো প্রকার রাজনীতিতে নাই। কাজ করি। সময় পেলে লিখি, পড়ি। ব্যস এইটুকুই।
আমি সব বিষয় নিয়েই লিখি। আসলে যখন যেটা মন চায় লিখি। কারো উদ্দ্যেশে লিখি না। নিজে যেটা ভালো মনে করি, তাই লিখি।
এই সামুতে আমি আপনাকে শ্রদ্ধা করি। আর সামুতে যারা আপনাকে মন্দ কথা বলে, তাদের আমি অপছন্দ করি না।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৯
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে আমাকে শুরুতেই একজন তার পোস্টে কর্নার করে সর্বনাশ করে দিয়েছে। গতকাল আরেকজন আমাকে জামাত শিবির ট্যাগ দিয়ে অনুসরণ করা বাদ দিয়েছে। আমি কোন দল কে পছন্দ করি না। তবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করি। এখানে অনেকে আছে যারা জুলাই মাসে মাঠে না থেকেও বিপ্লবী সেজেছেন। এরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমি বিগত ৫/৬ মাসে উহাদের মুখ থেকে এটাই বের করতে পারলাম না যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তা কি ? আজকে ঢাবির স্টুডেন্ট সমন্বয়ক রা বেসরকারি ও জাতীয় ভার্সিটির সমন্বয়ক দের মারছে! অথচ প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা না বের হলে জুলাই মাসের ২০ তারিখ আন্দোলন শেষ! ঢাবির কয়জন মারা গেছে ? আমার মিলিটারি ইউনিভার্সিটির থেকে ইয়ামিন নামে একজন মারা গিয়েছে। ছেলেটা সাভারে কি করতে গিয়েছিল আল্লাহ জানে। মিলিটারি ইউনিভার্সিটি তে যারা পড়তো জুলাই মাসে সেনাবাহিনীর বড়ো কর্মকর্তারা এসে তাদের স্ট্রেইট থ্রেট দিয়েছিল যে আন্দোলনে বের হলে বহিস্কার করা হবে। কিন্তু আজ সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে বলে সে সব কর্মকর্তারা ধরা ছোয়ার বাইরে৷