নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**** আমাকে কমেন্টব্যানে রাখায় ব্লগে অনেক গার্বেজ আসে। ****
দেশ যেই অবস্হার মাঝ দিয়ে যাচ্ছে, এখন একজন সচেতন নাগরিক দেশের জ্ঞানী মানুষদের থেকে দেশের বর্তমান অবস্হা ও আগামীদিনে ইহা কোথায় যেতে পারে, তা নিয়ে শুনতে চান। দেশে ইডিয়টদের সংখ্যা সচেতনদের চেয়ে বেশী; ওরা আজকেও গোপাল ভাঁড়ের গল্প শুনে দিন কাটিয়ে দিতে পারবে।
ব্লগটা আসলে গোপাল ভাঁড়ের গল্পের আসর নয়। ব্লগারদের সময়-জ্ঞান ও সাধারণ জ্ঞান থাকতে হবে; দেশের এই সময় দেশ নিয়ে চুপ থেকে, যদি আবোল তাবোল কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী লিখে, উহা আসলে গার্বেজ পরিবেশন ছাড়া অন্য কিছু নয়।
যুদ্ধের মাঝেও সৈনিকদের গানবাজনা শুনানো হয়, সেটার দরকার আছে; তবে, সেগুলো ভেবেচিন্তে সিলেক্ট করা হয়, এবং সেই ধরণের গায়ক ও মিউজিশিয়ানদের আনা হয়; সেখানে গোপাল ভাঁড়দের স্হান হয় না; আর স্হান যদি হয়, গোপালের সময় জ্ঞান থাকতে হবে।
ব্লগারদের লেখায় সততা থাকতে হয়, ব্লগারকে সত্যবাদী হতে হয়; আমি বেশীরভাগ ব্লগারের লেখায় সততার অভাব দেখছি। সততাটা ব্যক্তিত্বের ১টি প্যারামিটার; সততা না'থাকলে মানুষ ব্যক্তিত্বহীন হয়ে থাকে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
জেনারেশন৭১ বলেছেন:
কয়েকজন কবি প্রতিদিন ১টি করে ইডিওটিক কবিতা প্রকাশ করে: কবি ফাতেমা ছবি "মৃত্যু নিয়ে লিখেছেন"; ইহা গার্বেজ ছাড়া কিছুই নয়। কবি খায়রুল আহসান উনার "ভাবনা" নিয়ে লিখেছেন, যার বেশীর ভাগই লজিক্যালী ভুল ভাবনা; উনি সরকারী বড় চাকুরী করতেন; কিন্তু ব্লগে ওসব অভিজ্ঞতার কথা না'লিখে দুনিয়ার গার্বেজ লোড করেন। কবির আলমগীর সরকার আরেক গার্বেজ পরিবেশনকারী।
না'হল তরকারী কার গার্বেজ কপিপেষ্ট করছে কে জানে!
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগার সত্যপথিক শাউয়্যান সৌদী থেকে দেশে ফিরলে, মনে হয়, দেশে "ইসলামিক হালাল মুদ্রা" চালু করবেন?
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
সৈয়দ কুতুব বলেছেন: সবাই যার যার অনুভূতি প্রকাশ করতেই পারে। কেউ কবিতা লিখে সুখ পায়, কেউ ভ্রমণ কাহিনী লিখে আবার কেউ মানুষের বয়স অনুমান করে!
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
গোপালের আড্ডা
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
সৈয়দ কুতুব বলেছেন:
বইমেলায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার গ্রাফিতি আকা। জনপ্রিয় থেকে কুখ্যাত হয়ে গেলেন
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
জেনারেশন৭১ বলেছেন:
উনার রাজনৈতিক জ্ঞান বলতে কিছুই ছিলো না; তবে, কিছু দরকারী কাজ করে গেছেন: (১) কিছু ভয়ংকর রাজাকারের বিচার (২) শেখ হত্যার জন্য সেনাবাহিনীর ভাড়াটে অফিসােরদের বিচার।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
সৈয়দ কুতুব বলেছেন: গত সপ্তাহে দেশে কওমী মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে কওমী উদ্যোক্তা সম্মেলন হয়েছে। ধর্ম উপদেষ্টা (হেফাজতের লোক) সেখানে প্রধান অতিথি হয়েছিলেন।
এদের মূল বিজনেস হচ্ছে বিদেশ থেকে ইমপোর্ট করা বাদাম, খেজুর, ত্বীন ফল। বেশিরভাগই তারা যৌন উত্তেজনার হারবাল বেচে। বাঙালির জোর কম তাই বউ একটা। অথচ দেশে মেয়ের সংখ্যা বেশি। তাদের দায়িত্ব নিতে হলে এসব হানি নাটস, খেতে হবে।
আমি ব্যক্তিগত ভাবে মনে করে ইন্ডিয়া আয়ুর্বেদ সবার সেরা। আমরা আরবের দামী ফল না খেয়ে জনবহুল দেশের মর্যাদা পাচ্ছি। গ্রামের কৃষক ভাত ডাল খেয়ে ৮০ বছর বয়সে বিয়ে করতো এই ভারত উপমহাদেশে।
দুঃখিত আপনার সাথে এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বাট দেশে যা ঘটছে তাই বললাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আমি জানি, মাদ্রাসায় পড়লে বাচ্ছাদের জ্ঞানের বিলুপ্তি ঘটে। তাদের সংস্কৃতিই আলাদা, জ্ঞান-বিরোধী।
ব্লগের সবচেয়ে বড় "বিজনেসম্যান ও বিজনেস আইডিয়া-ম্যান" ব্লগার সত্যপথিক শা্য্যানের বিজনেস আলোচনা, "বাংলাদেশ থেকে সৌদীতে আলু রপ্তানী"; কিন্তু উনার মেইন প্রোডাক্টস হচ্ছে "রোবট"।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
আমি জানি, মাদ্রাসায় পড়লে বাচ্ছাদের জ্ঞানের বিলুপ্তি ঘটে। তাদের সংস্কৃতিই আলাদা, জ্ঞান-বিরোধী।
ব্লগের সবচেয়ে বড় "বিজনেসম্যান ও বিজনেস আইডিয়া-ম্যান" ব্লগার সত্যপথিক শা্য্যানের বিজনেস আলোচনা, "বাংলাদেশ থেকে সৌদীতে আলু রপ্তানী"; কিন্তু উনার মেইন প্রোডাক্টস হচ্ছে "রোবট"।
===========================================
শুধু আলু নয়, পটেটো ফ্লেক্স, পটেটো চিপস ইত্যাদি ইত্যাদি।
রোবট দিয়ে আলু চাষ করতে হলে এগুলো জানতে হবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৪
জেনারেশন৭১ বলেছেন:
সব বাংগালীকে যদি দরকারী পরিমাণ ক্যালোরী খাবার সরবরাহ করা হয়, বাংলাদেশ কোন ধরণের খাদ্য রপ্তানী করতে পারার কথা নয়।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডাস্টবিন সফিককে নিয়ে আপনার মন্তব্য কী?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২২
জেনারেশন৭১ বলেছেন:
ইহার নাম শুনেছি বলে তো মনে হয় না।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: Click This Link
আওয়ামী লীগের প্রশ্নফাঁস জেনারেশন
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
জয় বাংলা শ্লোগান কেহ থামাতে পারবে না। স্বাধীনতার পক্ষের লোকেরা সব সময় সাহসী ছিলো।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্ব যেই ধরণের অপরাধ করেছে ইহা ভয়ংকর; তবে, বিএনপি-জামাত-শিবিরের অপরাধের কাছে উহা বড় কিছু নয়; ফলে, মানুষ জয় বাংলা শ্লোগান আবার শুরু করবে।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
সব বাংগালীকে যদি দরকারী পরিমাণ ক্যালোরী খাবার সরবরাহ করা হয়, বাংলাদেশ কোন ধরণের খাদ্য রপ্তানী করতে পারার কথা নয়।
============
বাংলাদেশে যত দিন পর্যন্ত ফুড ক্রপসের সাপ্লাই চেইন ঠিক না হচ্ছে, তত দিন পর্যন্ত এক্সপোর্ট করে যেতে হবে।
নাহলে, পচবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫০
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের মানুষ ক্যালরীর অভাবে গড়ে থাই, ফিলিপাইন ও ভারতের মানুষের তুলনায় ২ গুণ বেশী ভাত খায়; প্রয়োজনের চেয়ে বেশী চাল উৎপাদন করেও রপ্তানী করতে পারছে না।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৬
জনারণ্যে একজন বলেছেন: ওহে @ শাইয়্যান, আপনার ওই রোবট কুকুর-ঘটিত প্রজেক্টের সাথে সম্পর্কিত কুকুরটার একটা লোহার ঠ্যাং এক পোস্টে দেখাইয়া সেই যে বিদায় নিলেন, তারপর তো আর কোনো খবর পাইলাম না। আপনারই আরেক পোস্টে পড়ছিলাম গাড়ী নাকি বিক্রি করে দেবেন কুকুরটার জন্য।
কোনো আপডেট আছে ওই প্রজেক্টের?
এক কাজ করেন, আমাজনে পাঁচ/ছয়শো ডলার খরচ করলেই ভালো মানের রোবট কুকুর পাবেন। টাকা-পয়সা থাকলে ঐটা কিনে আপাতত দুঃখ ভুল।
আর হ্যাঁ, চাপাবাজি কোনো অনবরত চলুক, থামলে চলবে না।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৯
জনারণ্যে একজন বলেছেন: ও হ্যাঁ @ শাইয়্যান, আপনার শিশুতোষ অসংখ প্রজেক্টের মধ্যে আরেকটার কথা মনে পড়ে গেলো, মনে করে চাইলেও হাসি থামাতে পারছি না।
রোবটের মাধ্যমে ফার্মেসী থেকে ওষুধ সংগ্রহের ওই প্রজেক্টের আপডেট কি? ওই যে সেই রোবট - সব রিকশা, সাইকেল, টেম্পো, বাস, মোটরসাইকলে সর্বোপরি বাঙালির দু'পায়ের ফাঁকের মধ্যে দিয়ে সুড়ুৎ সুড়ুৎ করে পাশ কাটিয়ে ওষুধ কিনে আবার ফিরে আসবে?
দুঃখিত, সোনাগাজী, রোবোটিক্স সম্পর্কিত গোপাল ভাঁড়ের চাইতেও মজার এই জোকটা শেয়ার না করে থাকতে পারলাম না।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত। পুরো দুনিয়া একদিকে আর আমাদের ব্লগ অন্য যুগে বাস করে।