![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
হটাত করে ঘুরতে যেতে ইচ্ছা করছে! এর মধ্যে এক বন্ধু আবার সামনের মাসে পরীক্ষা দিতে সিঙ্গাপুরে যাবে। সে এসে বললো কোথায় ঘুরতে যাওয়া উচিৎ! আমি বললাম কম টাকায় কোথায় যাওয়া যায় খুজে দেখ! হটাত করে মাথায় আসলো বার্মার নাম! পরিচিত কয়জনকে ফোন দিলাম যারা টেকনাফে আছে। তারা বললো আসেন ভাই কোনো সমস্যা নাই! দুইজন আমরা প্রস্তুত্ এর মধ্যে এক বন্ধু বললো সে যাবে! আমরা চট্রগ্রাম থেকে যাবো টেকনাফে আর ঢাকা থেকে আসা বন্ধু সরাসরি টেকনাফে যাবে! ওইখানে আমরা মিলিত হবো!
যাই হোক রাত ১২ টার দিকে চট্রগ্রামের বাস স্ট্যান্ডে পৌছালাম কিন্তু আজব কাহিনী বাস ছাড়বে রাত ২টার দিকে! তাও ভালো সকাল ৬/৭ টার দিকে নামিয়ে দিবে! আমাদের মুলত টেকনাফ বন্দরে যাবার পরিকল্পনা ছিলো কিন্তু বাসে কিছু লোক জন বললো যে এতো সকালে বন্দরের ইমিগ্রেশন অফিস খুলবে না তাই টেকনাফ শহরে নামতে! আমরাও চিন্তা করলাম এটাই আমাদের জন্য ভালো হবে!
যাই হোক টেকনাফ শহরে নেমে প্রাকিতিক কাজ এবং হাত মুখ ধুয়ে একটা দোকানে বসে ঢাকা থেকে আসা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমাদের পাসপোর্ট এবন ভোটার আইডি কার্ড ফটো কপি করলাম।
এর মধ্যে বন্ধু এসে পরলো! বেচারাকে এতো করে বলার পরেও ছবি আনতে ভুলে গেছে। যাই হোক কপাল ভালো এতো সকালে ছবির দোকান খুলেছে । তড়িঘড়ি করে ছবি তুলে নিলাম।
হাতে এখনো অনেক সময় বাকি তাই নাস্তা সেরে নিলাম আর লোক জনের সাথে কথা বলছিলাম বার্মা সম্পর্কে ! একেক জন একেক কথা বলছিলো! তবে সবাই একটা কথা বললো তা হলো মোবাইল এবং ক্যামেরা নেওয়া যাবে না সাথে সিমও নেওয়া যাবে না!!
মোবাইল নাইলে মানলাম কিন্তু ক্যামেরা ছাড়া ঘুরতে যাওয়ার কোনো মানে নাই!! ঘুরতে যাবার সৃতি তো ওই ক্যামেরার ছবিগুলোই থাকবে। ৯:৩০ বাজে তাই দেরি না করে একটা চান্দের গাড়িতে উঠে বন্দরের দিকে রওনা দিলাম! ১৫ মিনিটের মধ্যে বন্দরে এসে পরলাম! ঢুকার সময় বি ডি আর মানে বিজিবি বাধা দিলো এবং আমাদের উদ্দেশ্য বলতেই অফিস দেখিয়ে দিলো!! অফিসে গিয়ে এস আইকে আমাদের উদ্দেশ্য বললাম!! তিনি আমাদের খুব আন্তরিকতার সাথে সাহায্য করলেন এবং খুব তাড়াতাড়ি পাসপোর্ট বানিয়ে দিলেন এবং ইমিগ্রেশন পার করে দিলেন!
আসলে তারাতাড়ি না করলে আমরা বোট মিস করতাম! বোট ১১:৩০ এ ছাড়বে। ও আচ্ছা আসল কথা বলে নেই এখানে কিন্তু ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে কাজ হবে না!! বার্মা যেতে এইখানে একটা নতুন পাসপোর্ট বানাতে হবে! পাসপোর্ট , ইমিগ্রাশন এবং যাওয়া আসা বোট ভাড়া ২০০০টাকার মধ্যে হয়ে যাবে।
আমাদের এস আই মানা করে দিলো কোনো ভাবেই যেনো মোবাইল এবং ক্যামেরা না নেই তাহলে কিন্তু সমস্যায় পড়বো! মোবাইল কাস্টমের এক মহিলার কছে রাখলাম এবং বললাম যে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাবো।
আবার শুনলাম ৫ হাজার টাকার বেশী নিয়ে যাওয়া যায় না! এখন টাকাও অনেক বেশী আবার ক্যামেরা ছাড়া যাবো না!! কি করা যায় একটা তো ব্যাবস্থা করতে হবেই!!
যাই হোক শেষ পর্যন্ত ক্যামেরা এবং টাকা দুইটাই নিতে পেরেছিলাম ! আর লিখতে ইচ্ছা করছে না তাই পরের পর্বে বর্ণনা করবো কি ভাবে ক্যামেরা আর টাকা নিয়েছিলাম!
অনেক চেষ্টা করেও ছবি আপলোড করতে পারি নাই!! পরের পর্বে দিবো ইনশাল্লাহ!!
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫২
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!! আপনাদের জন্যই আসছে পরের পর্ব!!
২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৮
চুক্কা বাঙ্গী বলেছেন: রেঙ্গুন গেসিলেন?
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩
পথহারা নাবিক বলেছেন: ইয়াঙ্গুনে ২ বার গিয়েছিলাম এবং প্রায় ২ মাস ছিলাম সব মিলিয়ে!! আমি লিখছি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা মংডু নিয়ে!!
৩| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৯
মদন বলেছেন: লিখুন
১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫
পথহারা নাবিক বলেছেন: পড়ুন!!
৪| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রোহিঙ্গাদের কথা বললেই কেউ কেউ আছেন বিভিন্ন ধরনের ট্যাগ লাগায়ে দেয়।
ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫
পথহারা নাবিক বলেছেন: হুম পরের পর্বে সব পরিষ্কার হয়ে যাবে আশা করি!!
৫| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম। বার্মা ট্যুরের একটা গাইড লাইন পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
পথহারা নাবিক বলেছেন: হুম আপনাদের সুবিধার জন্যই বিস্তারিত লিখছি!!
৬| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
মামুন রশিদ বলেছেন: দারুণ একটা সিরিজ হবে । আচ্ছা মংডু'র পরে নাকি যেতে দেয় না ?
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
পথহারা নাবিক বলেছেন: যেতে তো দেয়না তবে আপনি গেলে কে আটকাবে!!
৭| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৮
সোহানী বলেছেন: নতুন কিছু জানলাম...
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮
পথহারা নাবিক বলেছেন: আরো অনেক কিছু জানানোর চেষ্টা করবো!!
৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
লুৎফুল ইসলাম বলেছেন: আমিও গিয়েছিলাম মংডু। ভাল লেগেছে এই জন্য যে নতুন একটা দেশে যাওয়া।তবে সে সময়ে সামরিক জান্তাারা অস্ত্র নিয়ে টহলরত াবস্থায় ছিল। ভয়ও একটু পেয়েছিলাম আরকি। তবে টাকা পয়সার হিসাব নিয়ে সমস্যা হচ্ছিল খুব। আমাদের বাংলাদেশী ৫০০ টাকা দিয়ে বার্মার ৭,৫০০ টাকা পেয়েছিলাম।খরচ ও সেইরকম। একপ্লেট ভাত ২০০ টাকা মুরগীর মাংস ৮০০ টাকা,এককাপ চা ২০০ টাকা ,রিক্সায় ঘুরবেন দুরত্ব ভেদে ১২০০-২০০০টাকা । লুঙ্গি কিনবেন ২২০০-২৫০০ টাকা। আরও কত কি।তবে ভাল লেগেছে্ আমার কাছে। পুরাই মাথা নষ্ট।
ভাইজান আপনার ভ্রমন কাহানী এবং ছবির জন্য অপেক্ষায় থাকলাম।
১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০২
পথহারা নাবিক বলেছেন: হুম আমার কিন্তু এতো খরচ হয়নি! যাইক হোক পরের পর্বে বিস্তারিত লেখার চেষ্টা করবো!!
৯| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম...
১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
পথহারা নাবিক বলেছেন: মনে হয়না সামুর ছবি আপলোডের সমস্যা ঠিক হওয়ার আগ পর্যন্ত পরবর্তী পোষ্ট আসবে!! কারণ পরের পর্ব ছবি ছাড়া দেওয়ার কোনো মানে হয় না!!
১০| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপেক্ষায় আছি সিরিজ পড়ার
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫
পথহারা নাবিক বলেছেন: সামুতে ছবি পোষ্ট করা না গেলে সিরিজ কিন্তু আসবে না!!
১১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৮
উদাস কিশোর বলেছেন: আমি এপ্রিলে কোথাও যাবো ভাবছিলাম ।
আপনি সিরিজ দিতে থাকেন , ঘুরে আসা যাবে ।
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৭
পথহারা নাবিক বলেছেন: বিদেশ ভ্রমনের জন্য যেতে পারেন কি দেখার কিছু নেই অইখানে!
১২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর , ছবি হলে আরও ভাল হত
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
পথহারা নাবিক বলেছেন: ছবিতো দিতে চেয়েছিলাম কিন্তু সামু সমস্যার কারণে দেওয়া হলো না!! পরের পর্বে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো!!
১৩| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: কালই তো লিখলুম, গেল কৈ?
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
পথহারা নাবিক বলেছেন: ভাই ভুলে দুইবার পোষ্ট করছিলাম!! আপনি ওইটাতে মন্তব্য করছিলেন! অইটা ড্রাফ্ট করে দিছি!! সাথে থাকুন ইনশাআল্লাহ ১/২ দিনের মধ্যেই পরের পর্ব আসছে!!
১৪| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: দালাল ভাই আপনার ছবিটা চেঞ্জ করেন প্লিজ।
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬
পথহারা নাবিক বলেছেন: উনিতো বাংলাদেশের দালাল! তাই এই ছবি দিছে! পরিবর্তনের প্রয়োজন মনে করি না!!
১৫| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৩
উদাস কিশোর বলেছেন: একটা নতুন দেশ , তাদের সমাজ , পরিবেশ ,সংস্কৃতি দেখাটা কম কিছু ?
স্পেসাল জায়গা বা স্থাপনা কোন দিনই আমাকে টানে নি । ভিন দেশের মানুষের থাকা খাওয়া চলা ফেরাই আমাকে বেশী টানে ।
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৮
পথহারা নাবিক বলেছেন: হুম!! জাতি ভেদে খাওয়া চলা ফেরার পার্থক্য তো থাকবেই!! আমি এগুলো তুলে ধরার চেষ্টা করবো!!
১৬| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৪
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: পতাকা ঠিক আছে বাট ওনার পিকচার টা বুকে জ্বালা ধরায় দেয়। মানে ইয়ে কি বোঝাব........................
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
পথহারা নাবিক বলেছেন: হুম
১৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯
আজমান আন্দালিব বলেছেন: ভ্রমণের গল্প! পরের পর্বে যাই...
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৬
পথহারা নাবিক বলেছেন: সাথে থাকুন!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮
আরাফআহনাফ বলেছেন: আছি সাথে। চলুক.......।