নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

  বার্মা ঘুরাঘুরি এবং রোহিঙ্গাদের কান্না!! -পর্ব -৩

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১১

পর্ব-১

পর্ব-২



আগের পর্বে তাড়াহুড়া করতে যেয়ে কিছু জিনিস মিস করেছি। এই বিষয়গুলো সাধারণ হলেও আমাদের মতো সাধারন পর্যটকদের কাছে খুব জরুরী। আমরা শুনেছি যে বার্মা ইমিগ্রাশনে ৫০টাকা ফিস দিতে হয় কিন্তু আমাদের কাছ থেকে কোনো ফিস নিলো না! খুব অবাক হলাম। যাই হোক আমাদের হোটেল ঘাট থেকে সবচেয়ে দূরে। তবে সুবিধা হলো এটা শহরের মাঝখানে। কিসের সুবিধা কম টাকা ভাড়া তাই একটু চাপা মারতেছি!!



ঘাট থেকে রিক্সা নিলাম ভাড়া ২০ টাকা। যদিও এরা ৫০/ .৬০ টাকার মতো চাবে দামাদামি করে নিতে হবে। হোটেলে পৌছাবার পর আমাদের পাসপোর্ট নিয়ে নিলো এবং পাসপোর্ট প্রতি ৫০ টাকা করে নিলো। এখন বুঝলাম কেনো ৫০ টাকা নেয়নি তারা। হোটেল ভাড়া নিতে যাবো কিন্তু যে বাংলা টাকা নিবে না অগ্যতা কি আর করা একটু ফ্রেশ হয়ে টাকা ভাঙাইতে গেলাম।



রিক্সাওলাকেই বললেই দেখাইয়া দিবে যায়গাটা ঘাটের কাছেই। আমরা টাকা ভাঙলাম ২/৩ দোকান ঘুরে। ১০০ টাকা দিয়ে প্রায় ১১৭০ বার্মিজ চ্যাট পেলাম।



যাই হোক এইবার খাবার পালা। সামনেই একটা ভালো মানের হোটেল আছে। এখানে খাবার দাম এবং মান অনেক ভালো। ২ প্লেট ভাত সবজি ডাল সালাদ এবং ৭/৮ টুকরা গরুর মাংস সহ দাম পড়বে মাত্র ১০০০ বার্মিজ চ্যাট মানে বাংলা ১০০ টাকারও কম। জিজ্ঞাসা করলাম কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে। বললো সন্ধ্যা ৬/৭ টার মধ্যেই বন্ধ হয়ে যায়।



যাই হোক ভাত খেয়ে চা খাওয়ার জন্য বের হলাম। এখানে চায়ের অনেক দাম প্রায় ২০ টাকা। তবে স্বাদ খুব ভালো। চা খেয়ে একটু বাজারে ঘুরতে গেলাম । বাজারে এসে পুরা অবাক এইটা বাংলাদেশ নাকি বার্মা। বাজারে বাংলাদেশী জিনিস দিয়ে ভর্তি। যাই হোক রোদ থেকে বাঁচার জন্য তিন জন তিনটা ক্যাপ কিনলাম। এবার শহর ঘুরার পালা। আজকে আর লিখতে ইচ্ছা করছে না কথা দিচ্ছি কাল ছবিসহ নতুন পর্ব লিখবো।



মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

দালাল০০৭০০৭ বলেছেন: ভালই লাগল মিয়া ভাই।

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

পথহারা নাবিক বলেছেন: ছবি দিতে পারি নাই এই পর্বে!! সাম্নের পর্বে দিমুনে!!

২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০০

চুক্কা বাঙ্গী বলেছেন: বাজারে এসে পুরা অবাক এইটা বাংলাদেশ নাকি বার্মা। বাজারে বাংলাদেশী জিনিস দিয়ে ভর্তি।
আহারে ভাই! কি শুনাইলেন। কইলজাটা ঠান্ডা হয়া গেল। চিন্তা কইরা দেখেন, আমরা শালার ইন্ডিয়ান জিনিস ছাড়া চলবার পারিনা। থ্রি-পিস ইন্ডিয়ান, টিভি চ্যানেল ইন্ডিয়ান। বাংলাদেশী জিনিপত্রের কদর আমরা করিনা কিন্তু বার্মিজগুলা করতেছে। এগোর মধ্যে বাংলাদেশের জন্য যেই টান আছে আমাগো মধ্যে হেউডাও নাই। ধুর!

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩০

পথহারা নাবিক বলেছেন: বাংলাদেশের জন্য টানতো আছেই সাথে আরো কিছু জিনিস আমলে আনতে হবে যেমন
১। আমাদের পন্যের মান
২। সহজলভ্যতা
৩। বার্মায় লুঙ্গি আর আচার ছাড়া নিজেদের কিছুই নেই।
৪।এই অঞ্চলটা বাংলাদেশ ছাড়া মোটামুটি অচল।

৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২০

আজমান আন্দালিব বলেছেন: আরও ছবি এবং বর্ণনা চাই। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩০

পথহারা নাবিক বলেছেন: সঙ্গে থাকুন!!

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

নীল চাঁদ বলেছেন: ভাই ক্যামারে কিভাবে নিয়েছিলেন ? শুধু এইটা বলেন। বাংলাদেশি ইমিগ্রেশন অফিসার তো বলে দিয়েছিল, ক্যামারা, মোবাইল, সিম, ল্যাপটপ এগুলো নিয়ে যাওয়া যাবে না। ধরা পড়লে ওরা সব কিছু রেখে দেয়। এমনকি আপনাকে আটকেও রাখতে পারে। পরে পতাকা বৈঠক করে নাকি ফেরত আনতে হয়!!!
সেখানে রাতে থাকার হোটেল এর নাম এবং ঠিকানা দিতে পারেন? আমি সকাল বেলা গিয়ে আবার বিকাল বেলা চলে এসেছিলাম। ফলে থাকার জন্য কোন হোটেল ই খুজ করিনি।
তবে ওখানকার লিচু জুস টা অত্যন্ত ভাল লেগেছিল।
ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

পথহারা নাবিক বলেছেন: আমার দ্বিতীয় পর্বে আপনার উত্তর পেয়ে যাবে তবে সহজ উপায় জানতে সাথে থাকুন সবার সাথে আপনাকেও বলে দেবো। লিচুর জুস অসাধারণ। দামও কম। আমি আসার সময় এক কার্টন নিয়ে এসেছিলাম। স্কাই ভিউ এবং খান্না। খান্নার ভাড়া একটু বেশী।

৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৩

মামুন রশিদ বলেছেন: ভালো লাগছে । আর একটু বেশি লেখা যায় কি না দেখবেন ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৫

পথহারা নাবিক বলেছেন: বেশী করে লিখতে হইলে টাকা লাগবো। :P

৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২

উদাস কিশোর বলেছেন: অপেক্ষায় থাকলাম

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: পোস্ট সিরিজ ভাল লাগছে। চলতে থাকুক।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: ইন্টারনেটও কি বাংলাদেশী ফোন কোম্পানির নেটওয়ার্ক নাকি বার্মিজ?

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৫

পথহারা নাবিক বলেছেন: বাংলালিঙ্ক, এয়ারটেল ফুল নেটওয়ার্ক। এইবার বুইঝা লন!! তবে ওদের আলাদা মোবাইল নেটওয়ার্ক আছে!!

৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬

মদন বলেছেন: চলুক...

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

পথহারা নাবিক বলেছেন: চলবে............

১০| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাজারে এসে পুরা অবাক এইটা বাংলাদেশ নাকি বার্মা। বাজারে বাংলাদেশী জিনিস দিয়ে ভর্তি। খুব ভালো লাগলো...

চালিয়ে যান।

২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১১| ২২ শে মার্চ, ২০১৪ ভোর ৫:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভ্রমণ পোস্টে আরও একটু বিস্তারিত এবং ছবিসহ হল ভালো হয়। সামনের পর্ব ছবিসহ পাবো আশ্বাস দিয়েছেন। আশা রইলাম। এই পর্বে কিছু জানলাম। তবে বার্মিজ মার্কেটে বাংলাদেশী পণ্যের আধিক্যের কথা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ পথহারা নাবিক।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১২| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর মিয়া, জিনিস আরেট্টু বড় করেন... ;) ;)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

পথহারা নাবিক বলেছেন: টাকা দেন বড় করে লেখমু!! :P

১৩| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

১৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫০

পুরান লোক নতুন ভাবে বলেছেন: |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.