![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজের বিভিন্ন মানুষের নানাসময়ে বিভিন্ন কিছু লাগে। যেমন কারো লাগে রক্ত, কারো লাগে চোখ কারো লাগে কিডনি।
এগুলো যখন দরকার পরে খুঁজে পাওয়া যায় না। পেলেও দাম দিতে হয় বেশি।
আজ এমন এক ফর্মুলা দিব, যেখানে এসব জিনিস তো পাওয়া যাবেই, সাথে সরকারের ও রাজস্ব বাড়বে।
এত গুলো মানুষ প্রতিবছর পুড়ে অপচয় করার চেয়ে, ১০০০০, ২০০০০, একলক্ষ বা ১ টা ছাগল দিয়ে তাদের পরিবার থেকে মানুষ গুলোকে কিনতে পারে সরকার।
তার পর তাদের ব্লাড গ্রুপ, পুরুষ নারী, সামর্থ্যবান, ইত্যাদি ক্যাটাগরিতে রেখে পালন করা যেতে পারে।
তখন যার যেটা দরকার হবে, বিশেষজ্ঞ ডাক্তার এর সাহায্যে ম্যাচিং পার্টস খুঁজে বের করে সুলভ মূল্যে বিক্রয় হবে।
তবে সুশীল রা এদের শরীরের পার্টস ইউজ করবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এবং তারা এটার বিরোধিতা করবেন। কারন মানুষ পোড়া বন্ধ হয়ে গেলে তো তাদের আর্টিকেল লিখার টপিক্স কমে যাবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮
ঘর কুনো বলেছেন: ?
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
হেডস্যার বলেছেন:
আপনের কিডনি দুইডা আর কইলজাডা কিনতে চাই .... নগদে ২,৫০,০০০ দিমু। বেচবেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
ঘর কুনো বলেছেন: জী না। বিক্রয় হবে তাদের যাদের পুরো শরীর ২০০০০ টাকায় ক্রয় করা যায়।
পুড়ে অপচয় করার চেয়ে ধারনাটা বেশ প্রোডাক্টিভ মনে হল।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
মাক্স বলেছেন: প্রতি ৫ বছর পর ভোট দিয়া ভ্যাম্পায়ার নির্বাচন করি। তাহারা কৈলজা গুরদা কিডনী কিছুই খায় না। খালি রক্ত খায়।
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮
ঘর কুনো বলেছেন:
সহমত
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৮
ইথান মাহমুদ বলেছেন: এহন কি হেই যুগ আছেনি ! এহন ভ্যাম্পায়ার গুলা রক্ত কাই না কাই শুধু টাহা। আজব দুনিয়া !!
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯
ঘর কুনো বলেছেন:
আজব
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: