![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
ব্যক্তিগত স্বার্থপরতা নিয়ে সকল তৎপরতা
হয়ে পড়ে অসরল ও কুটিল
ছড়িয়ে ধুম্রনীল,
পোশাকের কত রং ও নামাবলি।
অন্যের ভিন্নতা মানেনা - জানেনা শোভনতা
কাকে বলে সম্মান
অপরের জন্যে রাখে কৌটো খুলে অপমান,
চাপা পড়ে স্বর্ণচাঁপা
ছিন্নভিন্ন হয়ে পড়ে মাধবীলতা!
নাতিশীতোষ্ণমণ্ডলে
কার মূঢ় প্রেমে উন্মোহন!
ডেয়োঁপিঁপড়েও পোস্তদানা ফেলে রেখে দলে দলে
গহন অরণ্যে করে আত্মহনন!
নদীগর্ভ থেকে নদেরচাঁদ হতে চায়
নদীমাতৃকতা বোঝে না
নিজের ভেতর অন্তঃপ্রবাহ খোঁজে না
শুধু নগদ আদায়!
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: মন্তব্য করর টিকিট পেয়েছি।প্রথম মন্তব্য করে গেলাম
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
রাইসুল নয়ন বলেছেন: ভালো লিখেছেন।
ভালো লাগলো পড়তে,
সুন্দর কথামালা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
অড়বরই বলেছেন: শুধু নগদ আদায়! বাঃ, পিনু, খুব ভাল লিখেছেন। আমার ব্লগেও আসবেন।