নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু

I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.

গোলাম কিবরিয়া পিনু › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভাষা _____________

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩



কোন মহাজনের হাতে মাত্রাহীন অক্ষর বাড়ছে ?

লিপিকুশলতা না জেনে

হাতে পেয়েছে ঝরনা কলম

কলমবাজিরও মাত্রা থাকা দরকার

না হলে এদের হাতে বর্ণলোপ হবে--বর্ণবিপর্যয় হবে

এমনিতে গুরুচণ্ডালি ভাষার প্রকোপ

গণমাধ্যমে-রেডিওতে,

কারো কারো জিহ্বামূলীয় উন্নাসিক শব্দ তৈরির বাতিক

শিষ্ট ভাষা--আশা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।



যারা ছিল রুচিবান--তারা কোন্খানে গিয়ে গাইছে গান ?

শুধু মোহরের লোভে !

ভাষাবোধ-রুচিবোধ আজ হবে পুরাঘটিত অতীতকাল ?



ধ্বনিতত্ত্ব-শব্দতত্ত্ব ও ব্যাকরণ না জানি

বাংলাভাষার শক্তি ও সম্ভাবনা অন্তত কিছুটা মানি,

শুধু একদিন উপচে পড়বে ভাষাপ্রীতি

অন্যদিনে শুধুই অন্য ভাষার দূতিয়লি !



যারা বাংলাভাষা বাঁচাচ্ছে না

তারা অন্যের নির্ঘণ্ট ও সূচিপত্র নিয়ে আছে,

তারা রেক্সিনে বাঁধাই করা দাসলিপিতে লিখছে

কার নামে উৎসর্গপত্র ?



তারা আমাদের প্রস্তরলিপি ও তালপাতার পুঁথি বাঁচাবে না

তারা আমাদের পাঠাগার ও কোষগ্রন্থ বাঁচাবে না

তারা আমাদের ঋতু ও বর্ষপঞ্জি বাঁচাবে না

তারা আমাদের লোকগাথা ও বীরগাথা বাঁচাবে না

তারা আমাদের নাটক ও যাত্রাপালা বাঁচাবে না

তারা আমাদের জারিগান ও কাঠিনৃত্য বাঁচাবে না

তারা আমাদের ভাস্কর্য ও চিত্রকর্ম বাঁচাবে না

তারা আমাদের হস্তশিল্প ও তাঁত বাঁচাবে না

তারা আমাদের ভাষাআন্দোলন ও মুক্তিযুদ্ধ বাঁচাবে না



আমাদের ভাষা না থাকলে

এক এক করে অনেক কিছুই থাকবে না--

আমাদের থাকবে না আকাশপ্রান্ত ও ঝুলন পূর্ণিমা

আমাদের থাকবে না নিজস্ব জলস্রোত ও টলটলে জল

আমাদের থাকবে না সমুদ্র ও মিঠাপানির মাছ

আমাদের থাকবে না আকাশভাঙা বৃষ্টি ও বর্ষা

আমাদের থাকবে না চারণক্ষেত্র ও পলিমাটি

আমাদের থাকবে না পাহাড় ও গিরিচূড়া

আমাদের থাকবে না বায়ুহিল্লোল ও বসন্তবাতাস

আমাদের থাকবে না কালবোশেখি ও ঘূর্ণিবায়ু

আমাদের থাকবে না দিন ও দিনের বিভা-দ্যুতি

আমাদের থাকবে না চিড়েমুড়ি ও কালোজিরের ঝোল

আমাদের থাকবে না শরীরে পুষ্টি ও সুখনিদ্রা

আমাদের থাকবে না রোগমুক্তি ও হাসপাতাল

আমাদের থাকবে না গাছ-বৃক্ষ ও কচিপাতা

আমাদের থাকবে না বীজতলা ও পুষ্পরেণু

আমাদের থাকবে না শস্যক্ষেত্র ও জমির উর্বরতা



বাংলাভাষা কি শুধু নিছক কিছু শব্দভাণ্ডার

কিংবা অল্পপ্রাণ নাসিক্য-ধ্বনি ?

পুরনো মুদ্রাকরের পুরনো মুদ্রালিপির টাইপ

কিংবা রবারষ্ট্যাম্পের বর্ণ ?





কারা বাংলাভাষা না বাঁচিয়ে নিজেকে সঙ্কুচিত করছে ?

নিজেদের সজীবতা হারিয়ে টিকে থাকবো ফসিল হয়ে ?

শুধুই দুর্ভাগ্য ও জ্ঞানহীন বিবশতা নিয়ে বাঁচবো ?



আমাদের এত কেন অবিন্যস্ততা

আমাদের এত কেন কপটতা

আমাদের এত কেন হীনমন্যতা

আমাদের এত কেন বিভেদপন্থা

আমাদের এত কেন দাসমনোভাব

আমাদের এত কেন পরনির্ভরতা



আমাদের ভাষাপ্রেম কি দেশপ্রেম নয় ?

আমাদের ভাষাপ্রেম কি মানবপ্রেম নয় ?

আমাদের আদি-উৎস ও সৃষ্টিধারা আছে

আমাদের আছে নিজেদের বাঁচানোর জিয়নকাঠি।



আমরা আরও উন্মীলিত হতে পারি

আমরা আরও উন্মোচিত হতে পারি

আমরা আরও প্রাণময় হতে পারি

আমরা আরও দৃশ্যমান হতে পারি

আমরা আরও পুনর্গঠিত হতে পারি

আমরা আরও গর্বিত হতে পারি

আমরা আরও নির্ভীক হতে পারি

আমরা আরও অবিভাজ্য হতে পারি

আমরা আরও প্রত্যাশী হতে পারি

আমরা আরও পরিব্যাপ্ত হতে পারি।







মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অভিব্যাক্তি
ব্যকরন জ্ঞানই সাহিত্য শক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.