![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
১
বৃষ্টিমুখরিত রাতে মুখরারমণী
মুখর হলে প্রকৃতিও কষ্ট পায়
মেঘবহ্ণি আগুন ছড়ায়।
২
শজিনার পাতা ভিজে ভিজে ব্যাকুলতা তৈরি করে
কামরাঙা জল পেয়ে কীসের ইঙ্গিত দেয়
বাসক পাতার ভেতর ! রক্তচিতার ভেতর !
জলচেতনার ছায়া খেলা করে।
৩
মজাপুকুরের জল আনো টেনে
এঁদোপুকুরের খিঁড়কিদুয়ার খুলে দাও
স্রোতস্বিনীর সঙ্গে সম্পর্ক করো
কল্লোলিনীর হাত ধরে নেচে ওঠ।
৪
চোখ আজ আর্দ্র, জলসিক্ত চোখে
পূর্ণগ্রাস, জল নেই
শোকভূমি তৈরি হয়
ধূ-ধূ মাঠে মৃগতৃষ্ণা নিয়ে থাকি।
৫
বৃষ্টিপাতের পর ভূমিকর্ষণ
লাঙল দেওয়া
কৃষি জমি জেগে ওঠে
কৃষকের ভেতর শস্যোৎপাদনের অরণ্যপুষ্প।
৬
জলকাদা মেখে ভদ্রলোকের পা
যেতে পারে না বিজয়নগর থেকে শান্তিনগর
পাথুরে মাটিতে থাকতে থাকতে
স্বভারের দোষ --মোষ হয়ে যায়।
৭
জল নিয়ে গিরিমাটিও সিক্ত হয়
কাঁকুরে মাটিও প্রাণ পায়
পলিমাটি ঘ্রাণ ছড়ায় ফসলের
জলছাড়া মৃত্তিকা শুধুই পরিত্যক্ত ভূমি।
৮
মরুভূমি - তার কাছে জল নিয়ে যাও
জলের উপরে থেকেও সে নিঃসহায়-বন্ধা
মরুমায়া থেকে শুধু মরীচিকা দেখা যায়
জলের অভাবে বৃক্ষহীন।
৯
হাতে জল নাও, জলে
হও পরিষ্কার, ঘরে কাদা-পায়ে
কেন? কেন ম্রিয়মাণ?
শরীরে তোমার লেগে আছে ঘিনঘিনে ময়লা ও গন্ধ
জল দিয়ে ধোয়াপাগলা করে নাও।
১০
জলের উদারতা নিয়ে
জাগে মহাপ্রাণ
বৃষ্টিজল - প্লাবনের জল
এসে মিশে যায়, এরপর
সমুদ্র-হৃদয়।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় চমৎকার
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৬
এএইচ ছোটন বলেছেন: আর বলা লাগবে না যে ভালো লেগেছে-- শেষ করলাম তো সেই কারণে।
৪| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৬
এএইচ ছোটন বলেছেন: আর বলা লাগবে না যে ভালো লেগেছে-- শেষ করলাম তো সেই কারণে।
৫| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৬
এএইচ ছোটন বলেছেন: আর বলা লাগবে না যে ভালো লেগেছে-- শেষ করলাম তো সেই কারণে।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৬ শে জুন, ২০১৪ রাত ১২:১৯
অতঃপর জাহিদ বলেছেন: বৃষ্টির মাঝে আসলেই রোমান্টিক ভাব আছে দিনে আর স্পষ্ট বোঝা যায়!
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো ভীষণ।
++++
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল