![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
১
জলের দীপ্র-শক্তি নিয়ে ধাত্রীরা
এক পা থেকে দু’পায়ে দাঁড়ায়
কিরণমণ্ডিত গর্ভকুসুমের খোঁজ পায়
শ্রাবণের রাতে!
জলগর্ভ তৈরি করে কোন্ বৃষ্টি?
বাদলবাতাস কার জন্য মাতে?
২
জলমগ্ন না হলে জন্ম হবে না
এই বোধশক্তি হারিয়ে ফেলে আজ
দাঁতলাগা অবস্থায় কারা সংজ্ঞাহীন?
প্রাণকোষ জলসজীবতা নিয়ে জেগে ওঠে
তাও তারা ভুলে যাচ্ছে চোরাস্রোতে পড়ে
বর্ষণশীল এ শ্রাবণে আদ্যজ্ঞান কি তারা ফিরে পাবে না?
৩
সংবেদ ফিরে পাই - জড়তা থাকে না
আঁতুড়ঘরের চৌহদ্দি থেকে বের হয়ে
সংজ্ঞালাভ করি
ও বরিষণধারা!
ধারাজল কারা ভেঙে ভেঙে জলমগ্ন করে
কোন্ রসায়ন আজÑকোন্ সাজ পরিয়ে দেয়?
৪
প্রস্ফুটন হলো এ মুষলধারায়
এরপর কী বিস্তার!
জীবনস্রোতের বিপরীতে আঁতুরঘর ভুলিনি,
বন্যাকবলিত হওয়ার পরও
উৎপত্তিমূলে ফিরে আসি সিক্তনদী খুলে খুলে।
৫
অকর্ষিত মাটি ছুঁয়েছে এ বৃষ্টি
কী আনন্দ!
যদিও আমি এখনো ভাগচাষী
খণ্ড খণ্ড হয়ে যাই ধনিচার ক্ষেতে
তবু ফসলের বীজ নিয়ে
বর্ষণমুখরিত ভোরে মাঠে গিয়ে পৌঁছি।
৬
টাট্টুঘোড়ায় চড়ে এলো জলধরপটল
রাখাল জানে এখন হবে আকাশভাঙা বৃষ্টি
গোয়ালঘর ভিজে যাবে
জলভেজা চারপাশ নিয়ে
ঘুমিয়ে কি থাকা যায়?
বর্ষণমুখর এ শ্রাবণ আবারও তার চেনা হয়ে যায়!
৭
চিতাবাঘ ভিজে গেল
কোন্ ঝোপজঙ্গলে? খোঁজ কি পাও?
বাঘও বাদলরাত নিয়ে মাতোয়ারা হয়
টিপটিপে বৃষ্টি তার পছন্দ নয়
উতলধারায় নিজেকে প্লাবিত করে নাচে
কোন্ আগুনের আঁঁচে?
৮
বৃষ্টিবাদলের দিনে
কোন্ অশ্বারোহী অশ্বধ্বনি নিয়ে
এইখানে আসে?
সে-কি অঝোরধারা ভালোবাসে?
নাকি শুধু জলবিয়োজন চায়
আর চায় শুস্ক পথঘাট?
প্রাণসঞ্চারী বৃষ্টি নিয়ে
তার কোনো বোধশক্তি আছে?
সে-কি ছিল কখনো জলের কাছে!
২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩
টুম্পা মনি বলেছেন: হু অনেক ভালো লিখেছেন।
৩| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫
নাজমুল পথিক বলেছেন: অসাধারণ ।
৪| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
আহসানের ব্লগ বলেছেন: দারুন লেখা
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব শব্দ চয়নে দারুন কবিতা ।