নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু

I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.

গোলাম কিবরিয়া পিনু › বিস্তারিত পোস্টঃ

মধুপুর আজ বিষপুর হয়ে উঠছে!

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

`Independent TV' এর ‘তালাশ’ নামক নামক অনুষ্ঠানে আজ দেখলাম, টাঙ্গাইলের মধুপুর এলাকায় কীভাবে কত ধরনের বিযাক্ত রাসায়নিক পদার্থ ছিটিয়ে ক্ষেতেই আনারস আগাম পাকানো হচ্ছে, চকচকে করা হচ্ছে, তাজা করা হচ্ছে - এরপর বাজারজাত করা হচ্ছে। এ-যেন ফল নয়, হয়ে উঠছে বিষের আধার! বাজার থেকে তা কিনে আমরা খাচ্ছি! এসব হচ্ছে প্রকাশ্যে অবলীলায় জমির মালিক-ব্যবসায়ী-গ্রামের প্রশাসন-জনপ্রতিনিধি ও আনারস ব্যবসায়ী সমিতির লোকজনের সামনেই। হায়, আমরা শুধুই অতিরিক্ত মুনাফার লোভে সম্মিলিতভাবে হন্তারক হয়ে উঠছি। যে রোগীটি পথ্য ভেবে আনারস খাচ্ছে - সে অলক্ষ্যে মৃত্যুকেই আহবান করছে! কী দিন এলো! দেখলাম - এক চাষী তার জমির একধারে দু’এক সারিতে আনারস চাষ করছে- ক্ষতিকর রাসায়নিক পদার্থ না মিশিয়ে, সেগুলো নিজের পরিবারের জন্য, এসব তারা নিজেরা খাবে! আর জমির বেশির ভাগ আনারসে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বীরদর্পে মিশিয়ে যাচ্ছে, আর তা তার বলতে কোনো দ্বিধা নেই! হায়রে মানুষের বিবেক-বিবেচনা! হায়রে সমাজবদ্ধ প্রাণির একে অপরের প্রতি দায়িত্বশীল ভূমিকা! মধুপুর আজ বিষপুর হয়ে উঠছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.