![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
তরঙ্গিনীও তার তরঙ্গ হারিয়ে ফেলেছে
কল্লোলিনীও তার কল্লোল হারিয়ে ফেলেছে!
বড় নদী করতোয়া বহু আগে
নাব্যতা হারিয়ে
পুন্ডবর্ধনপুরের মতন মৃত্যুগন্ধ নিয়ে
পরিত্যক্ত খাতে পরিণত হয়ে আছে!
বেগবতী নদীরও মৃত্যু হয় -
কত নদী-তো এ-ভূখণ্ডে প্রমত্তা ছিল!
তিমিরাচ্ছন্ন সময়ে
ধূলিধূসরিত সময়ে
বেলেপাথরের সমযে
এই চারণভূমিতে - এই মৃত্তিকায়
নবাঙ্কুরের জন্য
চারাগাছের জন্য
মূলরোমের জন্য
পুষ্পরেণুর জন্য
বীজাধারের জন্য
শস্যদানের জন্য
স্বতন্ত্র নদীর উন্থান জরুরি হয়ে কি পড়ে নি?
সেই নদী আপনাআপনি সৃষ্টি হবেনা কখনো -
জোরালো ভূমিকম্পের সাহচর্যে তলদেশ উত্তোলিত হলে
সেই নদী সৃষ্টি হবে,
পাহাড়ের জলের সাথে বন্যাজলের মৈত্রীবন্ধন হলে
সেই নদী সৃষ্টি হবে,
বৃষ্টিমুখরতায় প্লাবনের চঞ্চলতায় জলস্রোত তৈরি হলে
সেই নদী সৃষ্টি হবে,
হিমবাহ থেকে - সরোবর থেকে নবজলধারা স্রোতমুখী হলে
সেই নদী সৃষ্টি হবে।
সে নদীর অপেক্ষায় - বালুকাবেলায় পড়ে আছি
গর্ভমোচনের রূপ নিয়ে গতি-প্রকৃতি বদলে যাবে না?
মৃতপ্রায় গোঙানি অবস্থা কি সবসময়ে থাকবে?
মানুষ ঊর্মিমুখর হলে নদী হয়ে যায় -
জরাজীর্ণ নদীও নাব্যতা ফিরে পায়।
২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ++++++++
শুভেচ্ছা রইল