নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজকাল কেউ আমাকে লক্ষ্য করেনা
ছায়াহীন ভাবে হেটে বেড়াই ,
বাতাসের ফিসিফস শব্দ ও
বুকের মাঝে আর্তনাদ তৈরী করে,
সময়ই আমার সবচেয়ে বড় শত্রু-
কেমন জানি পিপড়ের মত ধীর চলন তার ।।
স্বপ্নের মাঝেও ভুল স্বপ্ন দেখি,
মাঝে মাঝে ইচ্ছে হয় মিশে যাই
জ্বলন্ত আগুনের সাথে
পুড়িয়ে ফেলি ভুল একাকীত্ব
পুড়িয়ে ফেলি নষ্ট মনের অস্হিরতা ।
আসলে আমার এখনই ফিরে যাওয়া দরকার ।।
কি লাভ ভুল সময়ের-
ভুল মানুষ হয়ে,
ভুল মানুষ মিথ্যা হয়,
ভুল মানুষ নষ্ট হয়,
ভুল মানুষ কবিতা লিখতে পারেনা ।
আমার ছায়াকে খুজতে খুজতে
বিড় বিড় করে নিজেকে শুনিয়ে বলি
আমি আজ কবিতা লিখবোই –
--------------
'জি. এম. হারুন- অর- রশিদ'
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৭
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++