নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভুল ঠিকানা ______

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

খুব শখ জাগে-
ভালবেসে একেবারে মরে যাই ।
ঝড় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে
নিজেকে অস্হির করে তুলি,
তোমার ঠিকানা জানার জন্য,
ভুল ঠিকানায় ভুল দরজায়,
বারবার কড়া নেড়ে
নিজেকে ধিক্কার দেই ।
ভুল ঠিকানায় কোন
অপেক্ষার মানুষ নেই
ভুল ঠিকানায় কোন
শুদ্ধ মানুষ থাকেনা,
থাকে ভুল মানুষ।
ভুল ঠিকানার ঘর কষ্টের
ভুল ঠিকানার ঘর প্রতারনার ।
খুব শখ জাগে -
শুধু একবার শুদ্ধ ঠিকানায় কড়া নাড়ি
তারপর ভালবেসে একেবারে মরে যাব ।।
----------------------------------------
জি ,এম ,হারুন-অর-রশিদ____

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

ফরিদ আহমাদ বলেছেন: ভালোবেসে মরে যাবো।
অসাধারণ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

ফারিহা নোভা বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লাগা রইল :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

ক্রন্দসী বলেছেন: আমি বংকিম নই(উভয়ার্থে লেখক কিংবা শব্দার্থে)। উনার মত করে যদি বলি
আপনি হলেন ভান্ড ভরা ঘি- সময় যতই গড়ায়,প্রদীপ নিভু নিভু হয় ,ঘি ততই জমে যায়। আপনি লেখায় অনিয়মিত হয়ে কাব্যের প্রতিভা নিভু নিভু করে রেখেছেন, আমরা যেমন টা করি সকাল হবার সাথে সাথে হারিকেন নিভু নিভু করে রেখে দেই।এতে পাঠকের ক্ষতি হলেও কবি হিশেবে ততই জমিয়ে ফেলেছেন। আবদার , নিয়মিত লেখেন, আর সব আড্ডডার মত কবিতাও জমিয়ে ফেলেন।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি কি শাবিপ্রবি এর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.