নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
খুব শখ জাগে-
ভালবেসে একেবারে মরে যাই ।
ঝড় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে
নিজেকে অস্হির করে তুলি,
তোমার ঠিকানা জানার জন্য,
ভুল ঠিকানায় ভুল দরজায়,
বারবার কড়া নেড়ে
নিজেকে ধিক্কার দেই ।
ভুল ঠিকানায় কোন
অপেক্ষার মানুষ নেই
ভুল ঠিকানায় কোন
শুদ্ধ মানুষ থাকেনা,
থাকে ভুল মানুষ।
ভুল ঠিকানার ঘর কষ্টের
ভুল ঠিকানার ঘর প্রতারনার ।
খুব শখ জাগে -
শুধু একবার শুদ্ধ ঠিকানায় কড়া নাড়ি
তারপর ভালবেসে একেবারে মরে যাব ।।
----------------------------------------
জি ,এম ,হারুন-অর-রশিদ____
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
ফারিহা নোভা বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লাগা রইল
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
ক্রন্দসী বলেছেন: আমি বংকিম নই(উভয়ার্থে লেখক কিংবা শব্দার্থে)। উনার মত করে যদি বলি
আপনি হলেন ভান্ড ভরা ঘি- সময় যতই গড়ায়,প্রদীপ নিভু নিভু হয় ,ঘি ততই জমে যায়। আপনি লেখায় অনিয়মিত হয়ে কাব্যের প্রতিভা নিভু নিভু করে রেখেছেন, আমরা যেমন টা করি সকাল হবার সাথে সাথে হারিকেন নিভু নিভু করে রেখে দেই।এতে পাঠকের ক্ষতি হলেও কবি হিশেবে ততই জমিয়ে ফেলেছেন। আবদার , নিয়মিত লেখেন, আর সব আড্ডডার মত কবিতাও জমিয়ে ফেলেন।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি কি শাবিপ্রবি এর
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭
ফরিদ আহমাদ বলেছেন: ভালোবেসে মরে যাবো।
অসাধারণ।