নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
দরিদ্র কবি আমি,
এত অভিমান আমায়, মানায় না।
উপেক্ষিত থেকেও
ভরপেট ভালবাসার কবিতা লিখে,
যৌবন কাল চলে গেল,
সুনীলের গিয়েছিল তেত্রিশ বছর
আমার গেল উনচল্লিশ,
তবুও ভালবসা কি জানলাম না ।
দরিদ্র কবি আমি,
প্রতি মুহূর্ত চাই
কেউ একজন আহ্লাদ করে বলুক-
“তোমার মাথার চুলগুলোতে যে পাঁক ধরেছে
তোমায় কিনত্তু, তবুও ভাল মানিয়েছে,
আজকাল কাছের জিনিস যে কম দেখো,
দেখোতো আমার টিপটা কপালের ঠিক
মাঁঝ বরাবর বসেছে কিনা?”
অথবা লোডসেডিং এর সময় বলবে
“অন্ধকারকে আমি ভয় পাই,
আমার হাত ধরে থাকো” ।।
আসলে কবির ভালবাসা কেউ বুঝে না,
বুঝে শুধু ভালবাসার কবিতা।।
------------------------------
জি,এম, হারুন-অর-রশিদ
©somewhere in net ltd.