নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার কেন এত ভুল হয় ?
সারাদিন পরে
বাড়ী ফিরতে ভুলে যাই,
কেউ একজন
প্রচ্ন্ড অভিমান করে আছ
তারে আমি ভুলে যাই,
মনে থাকেনা তার কথা
যে আমাকে
প্রথম কবিতা ভালবাসতে শিখিয়েছে।
ভুলে গেছি প্রথম চিঠির কথা ,
একদিন সারাদিন কার
বিরহে রাস্তায় রাস্তায় ঘুরেছি
তার নামটাও
আজ আর মনে নেই।
ভুলে গেছি কে আমাকে
প্রথম নিষিদ্ধ সুখ স্পর্স দিয়েছে
কার কষ্টে প্রথম
চিৎকার করে গোপনে কেঁদেছি
তারে কেন মনে পরে না ?
আসলে আমিতো ইতিহাসবিদ নই
তাই আমি সব ভুলে যাই ---------------
==========================
- জি,এম, হারুন-অর-রশিদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কারণ, আপনার কথা শুনে মনে হচ্ছে ডিমেনশিয়া।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার কথা সত্যি, আমার ডিমেনশিয়া।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
মহা সমন্বয় বলেছেন: সুন্দর কবিতা।
সবকিছু যদি সত্যিই ভুলে যাওয়া যেত তাহলে কতই না ভাল হত।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭
জনৈক অচম ভুত বলেছেন: আসলে আমিতো ইতিহাসবিদ নই
তাই আমি সব ভুলে যাই
৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ওহ মাই গড! সার্টিফাইড?
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হা। সার্টিফাইড
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪
জুয়াড়ি বলেছেন: আমি ও সব ভুলে যাই