নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

খুনি বৃষ্টি ----------

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অঝর ধারার বৃষ্টি
আমাকে খুন করে ফেলে,
অঝর ধারার বৃষ্টির ফোঁটা
যখন আমার মুখ,চোঁখ আর
সমস্ত শরীরে আঘাত করে,
মাথার ভিতর ঘুরতে থাকে
একটি অতিপ্রিয় সংলাপ
"আমি আজ কষ্টে আছি,
কষ্টে আছি, কষ্টে আছি"।

এই বৃষ্টির মাঝে তুমি
ভিজঁতে ভিজঁতে বিদায় নিয়েছিলে,
চোখেঁ জঁল ছিল কিনা বুঝতে পারিনি,
বৃষ্টির ফোঁটার সাথে একাকার হয়েছিল,
তবুও বলেছিলে, দেখা হবে ,
দেখা আর হয়নি কখনো,
হয়তো বা হবে, হয়তো বা হবে না ।।

প্রতিবার বৃষ্টি হলে
আমি রাস্তায় এসে দাড়াই
অপেক্ষায় থাকি ,
যদি বৃষ্টিতেই ফিরে আসো।

প্রতিবারই আমি খুন হয়ে যাই,
যখন মানুষের কষ্ট,
আর বৃষ্টির কান্না
এক হয়ে যায় ,
তখনই মানুষ খুন হয়ে যায় ।
----------------------
জি,এম, হারুন-অর-রশিদ
10/05/2016

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ৯:১০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.