নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
"মনোলীনা" ,
তোমার বুকে কষ্ট নেই,
আমার সাথে তাই তোমার
কখনো দেখা হবেনা,
যার বুকে কষ্ট নেই
সে কখনো বিরহে খুন হবেনা,
যার বিরহ নেই
সে মানুষ ভুলে যায় ।
"মনোলীনা"
তোমার বুকে কষ্ট নেই
তাই তোমার মনে
কোনো হাহাকার নেই,
যার মনে হাহাকার নেই
সে কাঁদতে জানেনা।।
"মনোলীনা"
তুমি কাঁদতে জানোনা
যে কাঁদতে জানেনা
সে বৃষ্টিতে ভিঁজতে জানেনা,
আমি বৃষ্টিতে ভিঁজে
অভিমানকে আলিঙ্গন করি ।
"মনোলীনা"
আমি বিশুদ্ধ কষ্ট
বুকে নিয়ে অপেক্ষায় আছি ,
তুমি একদিন আমাকে ডেকে বলবে
আজ তুমি কষ্টে আছো ।।
------------------
জি,এম, হারুন-অর-রশিদ
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ বিজন রয়
২| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ঘটক কাজী সাহেব বলেছেন: আমি বিশুদ্ধ কষ্ট
বুকে নিয়ে অপেক্ষায় আছি ,
তুমি একদিন আমাকে ডেকে বলবে
আজ তুমি কষ্টে আছো ।।+++
দুটি দেহের এক আত্মার ক্রন্দন চার চোখে বহে...
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ঘটক কাজী সাহেব
৩| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তোমার বুকে কষ্ট নেই, তাই তোমার মনে কোনো হাহাকার নেই। যার মনে হাহাকার নেই - কিছু পাওয়ার আকাঙ্খা নেই সে কি করে আকাশের চাঁদকে পাবে, সমূদ্রকে আলিঙ্গন করবে।
০১ লা জুন, ২০১৬ সকাল ১১:০১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সৈয়দ আবুল ফারাহ্
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: এত বেদনার কাব্য!!
অনেক টাচি।
+++