নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অভিমান অবহেলা আর ভালবাসার তিন অধ্যায়

০২ রা জুন, ২০১৬ রাত ৮:৪২

তোমার অভিমানে
‘আমি তোমার বড্ড মিথ্যা’,
“সত্য আমার ভালবাসা “
মাথা ঠুকে মরে,
‘বেড়ে উঠা সুন্দর দিনগুলো’-
ভয়ে কাঁদে ,
“সময় টা অস্হির না আমি নিজেই অস্হির”
বুঝতে পারিনা
পকেটে রাখা টাটকা গোলাপটা
ভয়ে মরে যায়।

তোমার অবহেলায়
আমি ক্রমশ ছায়াহীন হয়ে যাই,
হয়ে যাই তাপহীন রোদ্দুর,
হয়ে যাই গুমোট বাতাসের অস্হিরতা,
হয়ে যাই ছন্দহীন দরিদ্র্য কবি।

তোমার ভালবাসায়
মৃত গোলাপটা জীবন ফিরে পায়
সূর্য তার তাপ ফিরে পায়
অচল নোট সচল হয়ে
সুখ কিনতে কিনতে
আমি আস্ত মানুষ হয়ে যাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৫২

ইয়াসির রাফা বলেছেন: ভালো লাগলো।

২| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৫২

ইয়াসির রাফা বলেছেন: ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ইয়াসির রাফা

৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৩১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তোমার ভালবাসায়
মৃত গোলাপটা জীবন ফিরে পায়
সূর্য তার তাপ ফিরে পায়
অচল নোট সচল হয়ে
সুখ কিনতে কিনতে
আমি আস্ত মানুষ হয়ে যাই।

সুখের বিনিময়ে সুখ কিনি
হাসির বিনিময়ে হাসি
কথার বিনিময়ে কথা
বুঝলাম ভালবাসা দিলে ভালবাসা পাওয়া যায়

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সৈয়দ আবুল ফারাহ্‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.