নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পূর্নিমার চাঁদ ও আমি

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৫৩

পূর্ণিমার চাঁদ ও আমি
----------
পূর্ণিমার চাঁদকে ভালবাসতে নেই
পূর্ণিমার চাঁদ শুধু বিরহ চিনে
পূর্ণিমার চাঁদ ভুল মানুষের কাছে নিয়ে যায়
পূর্নিমার চাঁদ সুখি মনকেও নিঃসংঙ্গ করে।।

প্রতিবার পাগল করা জ্যোৎস্নার আলোতে
ঘরকুনো মানুষটা পথে নেমে পরি,
গোছানো আমি অগোছালো হয়ে যাই,
আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি
যতক্ষন না রক্তের মধ্যে
বৈরাগী নাঁচন শুরু না হয়,
এক সময় মনে হয়,
পূর্নিমার চাঁদের মত
আমি জন্ম থেকেই একা।
জ্যোৎস্নার আলো যখন
আমার দু চোঁখে জ্বলে উঠে,
আমিও হয়ে যাই পূর্ণিমার চাঁদ,
বুকের ভিতর বুনো উল্লাসে
শিষ বাজিয়ে মনে মনে বলি,
“আমি আর কখনোই
নিজের কাছে ফিরবো না”।।
--------------
জি, এম, হারুন-অর-রশিদ
০৪.০৬.২০১৬

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার কথা ভাব ও প্রকাশ খুবই সুন্দর । ভাল লেগেছে ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী

২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: পূর্ণিমা বানানটি এমন হবে কিনা মনে পড়ছে না।

কবিতায় ভাললাগা।
+++

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার কথাই ঠিক বিজন রয়
পূর্ণিমা বানানটি এমন হবে

৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: ওহো........ ধন্যবাদ।
আশাকরি ভালভাবে নিয়েছেন আমাকে।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি আমার বানান ঠিক করে আমার অনেক উপকার করেছেন এবং আমার কবিতাটি পড়েছেন এই জন্য আমার কৃতজ্ঞতা রইল বিজন রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.