নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আরেকটা জীবন যদি পেতাম
আমি নির্ঘাত কবি হতাম
আমার অন্য কিছুতেই
এখন আর মন ভরে না।
একজন মানুষ যখন কবি হয়
তার আর পালাবার পথ থাকেনা,
আমি জীবন থেকে,
আমি স্বপ্ন থেকে,
আমি আমার অহং থেকে
পালাতে পালাতে এখন ক্লান্ত
তাই আরেকটা জীবন পেলে
আমি কবি হতাম।।
কবিদের অহং আর আত্মা
খেলা করে সাদা কাগজে,
তাই এখন থেকেই
সাদা কাগজ জমিয়ে রাখছি সিন্দুকে,
যদি আরেকটা জীবন পাই।।
আমি এখন থেকেই একজন কে খুজছি
যে আমার মত আরেকটা জীবন চায়,
আর আমার সাদা কাগজ গুলো আকড়ে রাখবে,
আমি কথা দিচ্ছি -
আমার প্রথম কবিতাটি তাকেই নিয়ে লিখবো।
------------------------------
--------------
জি, এম, হারুন-অর-রশিদ
২৭.০৭ .২০১৬
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০
শাহরিয়ার কবীর বলেছেন: একজন মানুষ যখন কবি হয়
তার আর পালাবার পথ থাকেনা
সত্যিই তাই ??
এ বিষয় জানা নাই।
ভাল লিখেছেন।
শুভ কামনা