নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
সারা জীবনের সকল বঞ্চনা
নিয়ে যখনই আমি ভাবছি -
অনেক হয়েছে,
এবার পথে নামবই,
মেঘলা বিকেল, ভেঁজা বাতাসের
সাথে মনে মনে বলছি,
আমি কখনোই আর আমার
বিশ্বাসের কাছে ফিরবো না,
ভালবাসার কাছে ফিরবো না,
অভিমানের কাছে ফিরবো না,
আমি আজ নিজেকে লুকিয়ে ফেলবোই।
হঠাৎ মোবাইল ফোনের রিং টোন
জানিয়ে দিল কেউ খুজছে,
“এই তুমি কখন ফিরবে
বৃষ্টি শুরু হবে এখনই,
আজও ছাতাটা নিতে ভুলে গেছ,
সাবধানে থেকো,
বৃষ্টিতে ভিজো না কিন্ত্তু”
আমি প্রতিদিনের অভ্যেস মত বললাম
“এক্ষুনি আসছি, বিশ মিনিটের মত লাগবে”।
---------------------
জি, এম, হারুন-অর-রশিদ
১৪.০৮.২০১৬
©somewhere in net ltd.