নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা-,
তুমি কি জানো আমেরিকা,
আমাদের ভালবাসার বিরোধিতা করেছে,
তাদের যুদ্ধ বিমানগুলো সব সময় আমাদের নজর রাখছে,
আমার প্রেমের চিঠিগুলো তাদের রাষ্ট্রের নীতি মানেনি,
শুধু ভালবাসা কথা দিয়ে কোনো চিঠি নয়,
সেখানে থাকবে যুদ্ধের কথা, অস্ত্রের কথা,
ভালবাসাহীন মানুষের কথা,
তেলের জন্য রাষ্ট্র দখলের কথা ।।
মনোলীনা-,
তুমি ভাবছো রাশিয়া মেনে নিবে আমাদের ভালবাসা,
তাদের সাবমেরিন সমুদ্র এর নিচ থেকে লুকিয়ে
আমাদের বুক বরাবর পারমানবিক বোমা তাক করে আছে,
রাশিয়া গোঁপনে আতাত করেছে আমেরিকার সাথে,
আমাদের একসাথে পূর্নিমার চাঁদ দেখতে দিবেনা,
সেদিন তারা যৌথ যুদ্ধ মহড়া করবে চাঁদের বুকে।।
মনোলীনা-,
জাতিসংঘ আমার প্রেমের কবিতাগুলু নিষিদ্ধ করেছে,
তাতে সমর্থন দিয়েছে ফ্রান্স, চীন, ও যুক্তরাজ্য
কবিতাগুলোতে শুধুই আকাশ , সমুদ্র, পাহাড় আর চাঁদের কথা,
এই গুলো পড়ে কেউ অর্থনীতি বুঝবেনা।।
মনোলীনা-,
বিশ্বব্যাংক আমাদের কোনো ঋন দেবেনা,
আমরা যেহেতু তাদের কোন শর্ত মেনে
পরস্পরকে আলিঙ্গন করবো না,
তাদের শর্ত মেনে চুম্বন করবো না,
তাদের শর্ত মেনে সন্তান জন্ম দিবোনা,
তাই তারা আমাদের উপর
অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।।
মনোলীনা-,
আমি আমার কবিতার সবচেয়ে প্রিয় পংক্তির শপথ করে বলছি,
আমি ছোট ছোট রাষ্ট্রগুলো নিয়ে একটা জোট গঠন করবো,
সেখানে থাকবে না কোন অস্ত্র কারখানা,
সব গুলো কারখানা থেকে শুধুই কবিদের কবিতা ছাঁপবে,
অর্থের পরিবর্তে ফুল দিয়ে সব বেঁচাকেনা হবে।।
মনোলীনা -,
তুমি আমাকে শুধু একবার
শর্তহীন একটা চুম্বন দাও,
আমি তোমাকে একটা শর্তহীন জীবন দিব ।।
------------------------
জি, এম, হারুন-অর-রশিদ
©somewhere in net ltd.