নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনের মাঝে অচিন শব্দ
বুকের দুয়ার সবই বন্ধ
মন পুড়ে যায় মনের বিষে
বন্ধুরে, মনের আমার মুক্তি কিসে?
বুকের দরজায় আজব তালা
কোনো চাবিতে যায়না খোলা
কোন দেশে আছে এই তালার কারিগর
বন্ধুরে, কারে নিয়া সাজাই আমার বাসরঘর ?
নদীর কিনারায় দাঁড়িয়ে আমার মন কান্দে,
আমার কান্না দেখে নদী গান বান্ধে,
"কোন কইন্নার জন্য,তোর মনে লয়
কেন পড়লি পিড়িতে যদি প্রানে না সয়"।
কোন দেশে আছে এই তালার কারিগর
বন্ধুরে, কারে নিয়া সাজাই আমার বাসরঘর ?
-----------------
জি,এম, হারুন অর রশিদ
১৬.১০.২০১৬
©somewhere in net ltd.